টুকরো খবর |
বাড়ির পাশে নয়, বুথ দেড় কিমি দূরে
নিদস্ব সংবাদদাতা • লালগোলা |
বাড়ি থেকে মাত্র তিনশো মিটার দূরে তিনটে নির্বাচনী বুথ। কিন্তু গত কুড়ি বছর ধরে সেখানে ভোট দিতে পারেন না তাঁরা। লালগোলা ব্লকের পাইকপাড়া পঞ্চায়েতের চোঁয়াপুকুর গ্রামের পূর্ব-উত্তরপাড়ার ওই ভোটারদের যেতে হয় দেড় কিলোমিটার দূরে, পাশের গ্রাম মুলিডাঙা প্রাথমিক বিদ্যালয়ের বুথে। ২৫৫ জন ভোটারের গত কুড়ি বছর ধরে এটাই দস্তুর। রাজ্য জুড়ে এখন বিজ্ঞানসম্মত ভাবে নির্বাচনী এলাকা পুর্নবিন্যাসের কাজ চলেছে। কিন্তু এটা কী বিজ্ঞান সম্মত? সম্প্রতি এ ব্যাপারে লালগোলা বিডিও’র ডাকা সবর্দলীয় সভায় কংগ্রেসের লালবাগ মহকুমা সভাপতি সুজাউদ্দিনের আপত্তিতে ওই ভোটারদের বাড়ির কাছে ভোট দেওয়ার দাবি কার্যত নস্যাৎ হয়ে গিয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে তাইচোঁয়াপুকুরের ওই ভোটাররা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। সুজাউদ্দিন বলেন, “ভোটার সংখ্যা ১১০০-এর অতিরিক্ত না হলে কোনও বুথের ভোটারকে অন্য বুথের সঙ্গে সংযুক্ত করা যায় না। মুলিডাঙার ভোটারের সংখ্যা হাজার খানেক। এ কারণে ওই ২৫৫ জন ভোটারকে মুলিডাঙা বুথ থেকে চোঁয়াপুকুর জুনিয়ার বেসিক স্কুলের বুথের সঙ্গে সংযুক্ত করার বিরোধিতা করেছি।” লালগোলার বিডিও প্রসেনজিৎ ঘোষও বলেন, “সর্বদলীয় বৈঠকে কোনও আপত্তি না ওঠায় কালিয়াগাছি বুথ ভেঙে দু’টি বুথ করা হয়েছে। আপত্তি না উঠলে মুলিডাঙার বুথ থেকে ২৫৫ জন ভোটারকে চোঁয়াপুকুর জুনিয়ার বেসিক স্কুলের বুথের সঙ্গে যুক্ত করতে অসুবিধা ছিল না।” |
নবদ্বীপে ছাত্রী ‘অপহরণের’ অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার নবদ্বীপের মুকুন্দপুরের ঘটনা। এ দিন নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ওইযুবককে হাজির করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। মেয়েটিকে হোমে পাঠানে হয়েছে। গত ২৮ এপ্রিল, শনিবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নবদ্বীপের মাজদিয়া এলাকার ওই ছাত্রীকে। তার বাবা বাসুদেব আহির মঙ্গলবার প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। তিনি বলেন,“আমি মেয়ের খোঁজ করতে ওদের কাছে গিয়েছিলাম। কিন্তু ওরা সাহায্য করেননি বরং পুলিশের কাছে গেলে ভালো হবে না বলে হুমকি দেন।” তবে গ্রামবাসীরা জানিয়েছেন,ওদের মধ্যে একটা ‘সম্পর্ক’ ছিল।এ দিন অভিযুক্ত মেয়েটিকে নিয়ে গ্রামে ফিরতেই পুলিশ তাদের গ্রেফতার করে। |
বৃহন্নলা-বিবাদ, আহত যুবক
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দু’দল বৃহন্নলার গণ্ডগোলের জেরে আহত হয়েছেন সুনীল ঘোষ নামে এক যুবক। পুলিশ জানায়, বেশ কয়েক দিন ধরে হাঁসখালির বগুলায় দু-দলের মধ্যে গণ্ডগোল চলছিল। রবিবার রাতে দলবল জুটিয়ে বগুলা পূর্বপাড়ায় সুনীলবাবুর বাড়িতে হামলা চালায় এক দল বৃহন্নলা। সুনীলবাবুর মা বাধা দিতে গেলে তাঁকেও মারধর করে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সোমবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ওই যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, সুনীল নিজেই বৃহন্নলাদের একটি গোষ্ঠীর ঘনিষ্ঠ। |
স্কুলভোটে জয়ী কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদ জেলার তিনটি স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস। রবিবার জলঙ্গির কুমারপুর হাইমাদ্রাসা, রঘুনাথগঞ্জ-১ ব্লকের সাঈদপুর হাইস্কুল ও বহরমপুরের হাতিনগর কেএস বিদ্যাপীঠের পরিচালন সমিতির নির্বাচন হয়। কুমারপুর ও সাঈদপুর হাইস্কুল পরিচালন সমিতিতে ৬টি আসনেই জয় পেয়েছে কংগ্রেস প্রার্থীরা। তবে হাতিনগর কেএস বিদ্যাপীঠের ৬টি আসনের মধ্যে কংগ্রেস ৫টি আসনে এবং বামফ্রন্ট ১টি আসনে জয়লাভ করে। |
খুনের নালিশ, আটক ভাই
নিজস্ব সংবাদদাতা • নওদা |
সমীর মোদক (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে নওদার সাকোয়ার বাসিন্দা পেশায় দিনমজুর সমীরবাবুর দেহটি বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মেলে। তাঁর স্ত্রী সীমা মোদক থানায় সমীরবাবুর দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, “পারিবারিক বিবাদের জেরেই সমীরবাবুকে খুন করে গাছে ঝুলিয়ে দেন তাঁর ভাইয়েরা। সীমাদেবীর অভিযোগের ভিত্তিতে সমীরবাবুর এক ভাই বিশ্বনাথ মোদককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে। |
পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
পরিচারিকাকে খুনে অভিযুক্ত পুলিশকর্মী বারীন্দ্র বসুকে গ্রেফতারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সোমবার নবদ্বীপের মহেশগঞ্জে রাস্তা অবরোধ করেন রাজ্য পরিচারিক সমিতির সদস্যেরা। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।” গত ১৩ এপ্রিল স্বরূপগঞ্জের ভকতপাড়ায় বারীন্দ্রবাবুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর বাড়ির পরিচারিকা অনুপ্রিয়া বিশ্বাসের (২২)। মৃতার বাবা ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন বারীন্দ্রবাবুর বিরুদ্ধে। তবে এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অস্বাভাবিক মৃত্যু হল সাবিনা বিবি (২২) নামে এক মহিলার। সুতির মহেশাইল গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে কীটনাশক খাওয়ার পরে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই সোমবার মারা যান তিনি। রবিবার রাতে সাগরদিঘির সমসাবাদে চন্দন লেট (৪৫) নামে এক ব্যক্তি কীটনাশকখেয়ে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদেই আত্মঘাতী হন তিনি। |
জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হ’ল সিপিএম। রবিবার সেনপাড়া রাধারানী হাইস্কুলের ৪টি আসন পায় সিপিএম। ২টি আসন কংগ্রেসের দখলে। |
|