ছাড়ার মিনিট কয়েক আগে আগুন ধরে গেল বাসে। চালকের কেবিনে আগুন দেখে আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে এলেন যাত্রীরা। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ল গোটা বাসে। শনিবার বিকেলে হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডের ঘটনা।
দমকলের দুটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনলেও তত ক্ষণে বাসটি জ্বলে ছাই। নামতে গিয়ে অল্পবিস্তর আঘাত পেয়েছেন যাত্রীরা। পূর্ব মেদিনীপুরের গোপীগঞ্জ যাওয়া কথা ছিল বাসটির। দমকলকর্মী ও বাস চালকদের অনুমান, কোনও ভাবে শর্ট সার্কিট হওয়ায় এই আগুন। পুলিশ জানায়, বিকেল চারটে নাগাদ বাসটিতে তখন যাত্রীরা উঠে পড়েছেন।
হঠাৎ চালকের কেবিন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন। বাসের চালক দুলাল দাস বলেন, “সব আসন ভর্তি হয়ে গিয়েছিল। বাস ছাড়তে এসে দেখি কেবিনের ভিতর থেকে আগুন বেরোচ্ছে। যাত্রীরা চিৎকার করে নামতে শুরু করেছেন।” বাসটিকে জ্বলতে দেখে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অন্য দূরপাল্লার বাসগুলি সরিয়ে নেন চালকরা। পুলিশ এসে স্ট্যান্ডের গুমটি দোকানগুলি এবং ও দূরপাল্লার বাস স্ট্যান্ডের অফিস, যাত্রী প্রতীক্ষালয় থেকে লোকজন সরিয়ে দেয়।
|
ডেথ সার্টিফিকেট নেই, ধৃত শববাহকরা |
বজবজ শ্মশানে ডেথ সার্টিফিকেট ছাড়া একটি মৃতদেহ দাহ করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল হাওড়ার বাউড়িয়ার কয়েকজন বাসিন্দা। শনিবার সকালে বজবজ শ্মশানে সঙ্গীতা সাহানি (১৮) নামে এক তরুণীর মৃতদেহ দাহ করতে আসেন কয়েকজন। তবে তাঁরা ডেথ সার্টিফিকেট দিতে না পারলে শ্মশানের কর্মীরা বজবজ থানায় খবর দেন। পুলিশ এসে শববাহকদের জিজ্ঞাসা করে জানতে পারে ওই তরুণী আত্মহত্যা করেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। |