হৃদয়ের গান
আজ, মঙ্গলবার ৯৩ বছরে পা দিচ্ছেন মান্না দে। জন্মদিনের আগের দিনটা বেঙ্গালুরুর কল্যাণনগরের বাড়িতে ‘গীতাঞ্জলি’
নিয়েই কাটালেন শিল্পী। ‘পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই...” গাইতে গাইতে কেঁদে ফেললেন। তার মধ্যেই পেলেন ঘরে ফেরার
আমন্ত্রণ। এ দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে বলেন, “কলকাতায় ফিরে আসুন। আমি নিজে গিয়ে আপনাকে
নিয়ে আসব।” পরে মুখ্যমন্ত্রী বলেন, “মান্নাদা যদি এখানে এসে থাকেন, আমরা ধন্য হব।” মমতার ফোন পেয়ে অভিভূত মান্না
বেঙ্গালুরু থেকে বলেন, “কখনও ভাবতে পারিনি, এত ব্যস্ততার ফাঁকে বাংলার মুখ্যমন্ত্রী আমায় ফোন করে জন্মদিনের শুভেচ্ছা
জানাবেন।” কী কথা হল মুখ্যমন্ত্রীর সঙ্গে? মান্নার জবাব, “উনি আমায় কলকাতায় এসে থাকতে বলেছেন। বলেছেন,
সরকারি বাংলো দেওয়ার কথা। কিন্তু আমার ছোট মেয়েকে ছেড়ে এখান থেকে যাওয়া কঠিন।” ছবি: অশোক মজুমদার।