হাওড়া সরস্বতী ক্লাবে চালু হল মাল্টিজিম। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কিছু ক্লাবকে ক্রীড়ায় উন্নয়নের জন্য দু’লক্ষ টাকা দেয়। সেই অনুদানের অর্থেই শুধু পুরুষদের জন্য এই মাল্টিজিম চালু হল। সম্প্রতি জিমটির উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। রাজ্য ভলিবলে এ বার তৃতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সরস্বতী ক্লাব। এই ক্লাবের পাঁচ জন খেলোয়াড় সম্প্রতি রাজ্য মিনি, সাব জুনিয়র ও জুনিয়র দলে সুযোগ পেয়েছে।
|
সম্প্রতি হাওড়া জেলা স্কুলে হয়ে গেল ৩১তম জেলা দাবা প্রতিযোগিতা। হাওড়া ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাত রাউন্ডের এই প্রতিযোগিতায় ১৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় সেন্ট থমাস চার্চ স্কুলের রাহুলদেব দাস। এই প্রথম ১৫ বছরের কম বয়সী কোনও প্রতিযোগী জেলা চ্যাম্পিয়ন হল। |