|
|
|
|
ধৃত পাচারকারী |
বাসযাত্রীদের সন্দেহে উদ্ধার তরুণী |
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও জলঙ্গি |
নারীপাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহষ্পতিবার বিকেলে তমলুকের রাধামণি বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর রাজ্য সড়কে একটি বাস থেকে নিজামুদ্দিন খান নামে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। বাস থেকেই উদ্ধার করা হয় মুর্শিদাবাদের জলঙ্গি এলাকার এক বধূকে। পুলিশ জানিয়েছে, পেশায় রাজমিস্ত্রি নিজামুদ্দিনের বাড়ি পাঁশকুড়ার উদয়পুর গ্রামে। ওই মহিলাকে পাচারের চেষ্টা করছিল সে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মুর্শিদাবাদের জলঙ্গি থানার কীর্তনিয়াপাড়া গ্রামের দম্পতি গোলাম মাসুম ও রুবিনা ইয়াসমিন কাজের খোঁজে বৃহস্পতিবার সকালে ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসেন। স্টেশনেই তাঁদের সঙ্গে আলাপ জমায় নিজামুদ্দিন। বলে, ওই দম্পতি রাজি থাকলে মুম্বইয়ে তাঁদের কাজের ব্যবস্থা করে দেবে সে। মুম্বইয়ের টিকিট কাটার জন্য ওই দম্পতির থেকে ২ হাজার টাকা নেয় নিজামুদ্দিন। জানায়, বিয়ের প্রমাণপত্র না থাকায় ওই দম্পতিকে আলাদা ভাবে যেতে হবে। এরপর রুবিনাকে যাত্রী প্রতীক্ষালয়ে বসিয়ে রেখে গোলামকে নিয়ে ‘টিকিট কাটতে যাচ্ছি’ বলে যায় নিজামুদ্দিন। তারপর গোলামকে এক জায়গায় দাঁড় করিয়ে সে চলে আসে রুবিনার কাছে। বলে, গোলামকে ট্রেনে চাপিয়ে দিয়ে এসেছে। এ বার রুবিনাকে নিয়ে খড়্গপুরে গিয়ে ট্রেনে উঠবে। খড়্গপুরে যাওয়ার নাম করে রুবিনাকে নিয়ে হাওড়া-দিঘা বাসে ওঠে নিজামুদ্দিন। প্রথমটায় কোন রুটের বাস না বুঝলেও খড়্গপুরের বদলে নিজামুদ্দিন নন্দকুমারের টিকিট চাওয়ায় সন্দেহ হয় রুবিনার। বাসযাত্রীদের কাছে রুবিনা জানতে চান, খড়্গপুর কোন দিকে। তখন যাত্রীদেরও সন্দেহ হয়। বেগতিক বুঝে রাধামণি বাজারের কাছে বাস থেকে নেমে পালাতে যায় নিজামুদ্দিন। কিন্তু বাসযাত্রীরা তাকে ধরে ফেলে। পরে তমলুক থানার পুলিশ গিয়ে নিজামুদ্দিনকে গ্রেফতার করে ও রুবিনাকে উদ্ধার করে। রুবিনাকে জিজ্ঞাসাবাদ করেই গোটা ঘটনার কথা জানতে পারে পুলিশ। রুবিনার শ্বশুরবাড়িতেও যোগাযোগ করা হয়। এ দিকে, দীর্ঘক্ষণ হাওড়া স্টেশনে রুবিনাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে জলঙ্গির বাড়িতে যোগাযোগ করেন গোলাম মাসুম। তখনই জানতে পারেন রুবিনা তমলুক থানায় রয়েছেন। শুক্রবার সকালে তমলুকে এসে স্ত্রীর খোঁজ পান গোলাম। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন স্থানে গিয়ে আলাপ জমিয়ে এ ভাবে নারীপাচারের চক্রান্ত করে নিজামুদ্দিন। শুক্রবার ধৃত নিজামুদ্দিনকে তমলুক আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। |
|
|
|
|
|