মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির প্রেক্ষিতে তাঁর সরকারের এক বছরের কাজ নিয়ে বিরোধী শিবির থেকে ‘পাল্টা পুস্তিকা’ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়। তবে, পুস্তিকাটি সিপিএম প্রকাশ করবে নাকি বামফ্রন্ট গত ভাবে প্রকাশ করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মে মাসে রাজ্য সরকারের এক বছর পূর্তির সময় ওই মূল্যায়ন প্রকাশ করা হবে।
সরকারের কাজ নিয়ে মূল্যায়ন প্রকাশের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে সিপিআই। এদিন থেকে শুরু -হওয়া দলের দু’দিনের রাজ্য পরিষদের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়। সিপিএম নেতাদের একাংশের অবশ্য অভিমত, বাম শরিকদের তরফে ‘বিচ্ছিন্ন’ আকারে মূল্যায়ন প্রকাশ না -করে বামফ্রন্ট গত ভাবে করা উচিত। এ জন্য প্রয়োজনে ফ্রন্টের বৈঠক ডাকা হবে।
সরকারের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর তথ্য -সংস্কৃতি দফতর একটি বই প্রকাশ করেছে। তৃণমূল পরিষদীয় দলের তরফে তাদের বিধায়কদের ১০০ টাকা মূল্যের বইটি কিনে দেওয়া হয়েছে। যাতে তাঁরা এলাকায় প্রচার চালাতে পারেন। সেই তথ্য কতটা ‘সত্য’, মানুষের কাছে তা তুলে ধরতে চায় সিপিএম। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মহম্মদ সেলিম বলেন, “সরকারের এক বছর হওয়ার আগেই ওরা ১০০ % কাজ শেষের দাবি করে বই ছাপাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, বামফ্রন্টের আমলের বহু কাজকে মা -মাটি -মানুষ সরকারের কাজ বলে দাবি করা হচ্ছে। আমরা প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরব।” সিপিএমের রাজ্য নেতৃত্বের মতে, নতুন সরকারের আমলে রাজ্যের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নতুন সরকারের শিল্পনীতি রাজ্যের জিডিপি -র উপর ‘বিরূপ’ প্রভাব ফেলেছে। প্রভাব পড়েছে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও। বামেদের পুস্তিকায় এগুলি তুলে ধরা হবে। আগামী ২৮ -২৯ মার্চ সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। পঞ্চায়েত ভোটের দিকে নজর দিয়ে মমতা ইতিমধ্যেই দলীয় ও সরকারি স্তরে নানা কর্মসূচি নিয়েছেন। সিপিএমের আবার অভিযোগ, এই সরকারের আমলে গ্রামের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। এর বিরুদ্ধে আগামী ২২ -২৭ এপ্রিল গ্রামে গ্রামে ‘কিষাণ -জাঠা’ বার করবে সিপিএম।
|
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী ২৯ জুলাই। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি )। কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল জানান, এ বছর সাত লক্ষ ১৫ হাজার প্রার্থীর পরীক্ষায় বসার কথা। প্রায় ৫৫,০০০ হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৯,৫০০ পদ নতুন সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, “আগে স্থির হয়েছিল, ২২ জুলাই এই পরীক্ষা হবে। কিন্তু ২১ জুলাই তৃণমূলের ব্রিগেড সমাবেশ থাকায় পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।” ব্রিগেড সমাবেশের পরের দিন পরীক্ষা থাকলে পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হতে পারে। সেই দিকটা বিবেচনা করে পরীক্ষার তারিখ পিছোনো হয়েছে। |