টুকরো খবর
শিক্ষককে মেরে ছিনতাই
শিক্ষককে মারধর করে ছিনতাইয়ের ঘটনা ঘটল পুরুলিয়া মফস্সল থানা এলাকার ছড়রা-ভাঙড়া রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮টা নাগাদ বরাবাজার থানার জোড়ামহুল প্রাথমিক স্কুলের শিক্ষক সমীরণ নন্দী তাঁর ভাইয়ের বাইকে করে ছড়রা স্টেশন বাড়ি ফিরছিলেন। সমীরণবাবু বলেন, “মধুকুণ্ডা থেকে বাড়ি ফিরছিলাম। ভাই আমাকে নিতে এসেছিল। রাস্তায় একটি কালভার্টের কাছে হঠাৎ তিন জন যুবক হাত দেখিয়ে আমাদের পথ আটকায়। তার পরে আগ্নেয়াস্ত্র বের করে যা আছে তারা দিতে বলে। তাদের কথা মতো নগদ টাকা, দু’টি মোবাইল দিয়ে দিই। তার পরে তারা অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বাইক নিয়ে পালিয়ে যায়। ওই অবস্থায় আমরা হেঁটে গ্রামে পৌঁছই। মাথায় চারটে সেলাই হয়েছে।” তিনি ওই দিন রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, “অভিযোগ হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।”

গ্রন্থাগার ভোটে জয়ী বামফ্রন্ট
প্রথমবার নির্বাচনে ওন্দার লোধনা গ্রামীণ গ্রন্থাগারে জিতলেন বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা। রবিবার ওই গ্রন্থাগারে নির্বাচন হয়। সেখানে ৮টি আসনের মধ্যে ৭টি আসন পেয়েছে সিপিএম এবং একটি পেয়েছে ফরওয়ার্ড ব্লক। যুব তৃণমূল সভাপতি প্রদীপ বল্লভের অভিযোগ, “প্রকৃত অর্থে এটা বামফ্রন্টের সন্ত্রাস।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের ওন্দা ব্লক জোনাল কমিটির সম্পাদক তরুণ সরকার বলেন, “সন্ত্রাস চালানো তৃণমূলের কাজ। মানুষ আর ওদের ভয় পায় না।” এর আগে গ্রন্থাগারের সদস্যরাই নিজেদের মধ্যে মনোনয়ের মাধ্যমে কমিটি গঠন করতেন। বামফ্রন্ট ও তৃণমূল ৮টি আসনেই প্রার্থী দিয়েছিল এবং বিজেপি দু’টি আসনে প্রার্থী দেয়।

লোকাল কমিটির অফিসে ‘হামলা’
পাত্রসায়র থানার বালসি গ্রামের হাটতলায় সিপিএমের বালসি ২ লোকাল কমিটির অফিসে হামলা চালাল দুষ্কৃতীরা। রবিবার বিকেলে আলমারি ভেঙ্গে কিছু কাগজপত্র পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিপিএমের পাত্রসায়র জোনাল কমিটির সম্পাদক লালমোহন গোস্বামীর অভিযোগ, “গত বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূলের সন্ত্রাসে ওই লোকাল কমিটির অফিস বন্ধ। এই ঘটনার আগেও অফিসের দরজা, জানালা ভেঙে লুঠপাট করা হয়েছে। রবিবার ফের হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায় বলেন, “পুরোটাই সিপিএমের অপপ্রচার।”

আদ্রায় রেল সপ্তাহ
রেল সপ্তাহ উদযাপিত হল আদ্রায়। সোমবার আদ্রার রেলওয়ে গার্লস হাইস্কুলে ৫৭তম রেল সপ্তাহ পালন করা হয়। উপস্থিত ছিলেন আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার-সহ ডিভিশনের সমস্ত বিভাগের আধিকারিক ও রেল কর্মী সংগঠনগুলির প্রতিনিধিরা। রেল সূত্রের খবর, কর্মীদের কাজে উৎসাহ দেওয়ার জন্য তাঁদের কাজের মূল্যায়ন এ দিন ডিভিশনের ৪১৮ জন কর্মীকে ব্যক্তিগত ভাবে ভাল কাজের জন্য পুরস্কৃত করা-সহ কর্মীদের ৩৫টি গ্রুপকে শংসাপত্র, পদক ও আর্থিক পুরস্কার দিয়েছেন ডিআরএম এবং রেলের আধিকারিকরা।

দুর্ঘটনায় জখম ৮
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বরযাত্রী বোঝাই একটি ট্রেকার উল্টে আহত হলেন আটজন। রবিবার রাতে খেড়িয়াকোচা-কিয়াশোল রাস্তায় রানিবাঁধ থানার বনগোড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন রানিবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

বৃদ্ধের অপমৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম সুধাংশু গড়াই (৭৪)। বাড়ি সারেঙ্গার গোবিন্দপুরে। রবিবার দুপুরে সুধাংশুবাবু বাড়ির পাশে সার ফেলতে গিয়েছিলেন। স্থানীয় হিমঘরের দেওয়ালের পাশে থাকা বিদ্যুতের তারে ছোঁয়া লাগে তাঁর। ঘটনাস্থলেই মারা যান তিনি। সোমবার বাঁকুড়া মেডিক্যালে দেহটির ময়না-তদন্ত হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

আলোচনা শিবির
সমবায় সমিতি থেকে কীভাবে কৃষকেরা সুযোগ-সুবিধা পাবেন, তা নিয়ে সোমবার দুপুরে আলোচনা শিবির হল পাত্রসায়রের হিমঘরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.