পাঁচলায় ধর্ষণে অভিযুক্ত ধৃত
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা |
সাঁকরাইলের ধুলাগড়ির কাছে একটি হোটেল থেকে হাওড়ার পাঁচলার জুজারসাহা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিবেশী তরুণীকে ধর্ষণে অভিযুক্ত নকুল ভোঁড়কে শনিবার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে। ওই হোটেলেই কাজ করছিলেন নকুল। বেশ কয়েক মাস আগে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে নকুলের বিরুদ্ধে। তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। গত ৫ এপ্রিল একটি শিশুকন্যা প্রসব করেন। কিন্তু অসুস্থ হয়ে শিশুটি মারা যায়। মামলার স্বার্থে পুলিশ শিশুটির ডিএনএ পরীক্ষা করিয়ে রাখে। নকুল ধরা না-পড়ায় ওই তরুণীর বাবা জেলা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “নকুল ভোঁড়কে ধরা হয়েছে। এ বার নকুল এবং ওই তরুণীর ডিএনএ পরীক্ষা করানোর জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে।” |
কোপে খুন সতীন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
মেনে নিতে না পারায় সতীনকে কুপিয়ে খুনের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। শুক্রবার রাতে ক্যানিংয়ের খাস কুমড়োখালি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম মোক্তারন বিবি (৩০)। তাঁর সতীন ধৃত রোশনারা বিবিকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাস কুমড়োখালির বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি রশিদ মোল্লার দুই স্ত্রীর মধ্যে রোশনারা বড়। বছর তিনেক আগে হাওড়ার বাগনানের বাসিন্দা মোক্তারনকে বিয়ে করেন রশিদ। এই বিয়ে মেনে নিতে পারেননি রোশনারা। বিয়ের পর থেকে বাপেরবাড়িতে থাকতেন মোক্তারন। গত বুধবার মোক্তারন স্বামীর বাড়িতে আসেন। রশিদ কর্মসূত্রে কয়েক দিন ধরে কলকাতায় ছিলেন। অভিযোগ, সেই সুযোগে শুক্রবার রাতে দা দিয়ে মোক্তারনকে কুপিয়ে খুন করেন রোশনারা। ঘটনাস্থলেই মোক্তারনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দা, তথা মাতলা-২ পঞ্চায়েতের সদস্য বিরাট মণ্ডলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় রোশনারাকে। |
আইটিআই চালু
নিজস্ব সংবাদদাতা • জয়রামবাটি |
জয়রামবাটিতে একটি আইটিআই কলেজ চালু করল ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। ‘সারদা মা প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট’ নামের ওই শিক্ষা প্রতিষ্ঠান শনিবার উদ্বোধন করেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মিশনের সহ সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ বলেন, “স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ স্মরণে গড়ে তোলা হল এই কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানটি। শুরুতে ইলেকট্রনিক্সে দু’বছরের কোর্সে ৪২ জনকে ভর্তি নেওয়া হয়েছে।” |
হাবরার মনসাবাড়ি এলাকার একটি পরিত্যক্ত মন্দির থেকে শনিবার দুপুরে ৪টি দেশি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বোমাগুলি কোথা থেকে এল খতিয়ে দেখা হচ্ছে। |