আলোকরেখা
হয়তো কোনও ব্যক্তি। কোনও ঘটনা। কোনও জাগরণ। বিভিন্ন বিষয়। শিক্ষা থেকে খেলা, এই বিপুল বিস্তৃতি
জুড়ে যা যা কিছু জমা হয়েছে বাঙালির প্রাপ্তির তালিকায়। তারই একটি নির্বাচিত অঞ্জলি। লিখেছেন তাঁরাই,
যাঁরা স্বক্ষেত্রে সুখ্যাত। ফিরে দেখেছেন বঙ্গসন্তানদের কর্মকৃতি। বিশ্বপটে। দেশের পটেও। অনেক অহঙ্কারই
অধুনা স্মৃতি। হয়তো দ্রুত বিলীয়মান। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ, বর্ষশুরুর পুণ্যাহে আলোর দিকে
তাকানো। সেই আলো কি নিছকই অতীত? বাঙালি জীবনের গরিমা কি শুধুই পূর্ব-পটের বিষয়?
শুধুই অতীতবিলাস? তর্ক চলুক, কিন্তু দৃষ্টিপথে থাক আলোকরেখা।
নববর্ষ শুভ হোক। |