l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
•
কার্টুন কাণ্ডে গ্রেফতার চার
•
মাওবাদী স্কোয়াড সদস্য ধৃত
•
পশ্চিম ভারতে মৃদু ভুমিকম্প
বিস্তারিত...
পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ নিবেদন
চাকরির অপেক্ষা ছেড়ে কাজ
খুঁজে নিন, পরামর্শ মুখ্যমন্ত্রীর
সৈকত বসু • দুর্গাপুর
চাকরি পাওয়ার আশায় না-থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের নিজেদেরই ‘কাজ খুঁজে নেওয়ার’ পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুর্গাপুরে হস্তশিল্পের স্থায়ী মেলাকেন্দ্র ‘দুর্গাপুর হাট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “শুধু সরকারি চাকরিই কাজ! চাকরি না-পেলে কী করবেন! চা বিক্রি করুন। বিড়ির দোকান করুন। খাতা তৈরি করুন। কত কাজ আছে, খুঁজে নিলেই হয়! সব কাজেরই মূল্য আছে। হতাশ হবেন না। অপপ্রচারে কান দেবেন না।” রাজ্যে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হল কর্মসংস্থান। যা নিয়ে তাঁর উপরে প্রত্যাশার চাপও যথেষ্ট। কিন্তু তাঁর ঘোষিত জমি-নীতির কারণে (এ দিনও মমতা বলেছেন, তাঁর সরকার কোনও অবস্থাতেই জোর করে জমি নেবে না) পশ্চিমবঙ্গে বড় মাপের শিল্প প্রতিষ্ঠার আশু কোনও সম্ভাবনা নেই বলেই শিল্পমহলের অনেকের অভিমত। আর ভারী শিল্প না-হলে এক লপ্তে খুব বেশি মানুষের কর্মসংস্থানও সম্ভব নয়। শিল্প ও রাজনীতিবিদ মহলের একাংশের মতে, এই কারণেই মুখ্যমন্ত্রী এ দিন বেকার ছেলে-মেয়েদের স্বনিযুক্তির উপরে জোর দিয়েছেন। নয়াদিল্লির ‘দিল্লি হাট’-এর অনুকরণে দুর্গাপুরের পলাশডিহায় তৈরি ‘দুর্গাপুর হাট’-এর এ দিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। দেশে এটি দ্বিতীয় স্থায়ী হস্তশিল্প মেলাকেন্দ্র। এখানে বছরভর পনেরো দিনের মেয়াদে বিভিন্ন হস্তশিল্পের মেলা বসবে। যে সময়টা সাধারণত মেলার ‘মরসুম’ নয়, সেই এপ্রিল থেকে অক্টোবরের মধ্যেও শিল্পীরা এখানে নিজেদের হাতে গড়া শিল্পসামগ্রী বিক্রির সুযোগ পাবেন।
বিস্তারিত...
হাঁসুয়ার কোপে খুন কাকা, জখম বাবাও
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
স্কুলছাত্রীকে ‘উত্ত্যক্ত’ করার প্রতিবাদ করায় ‘হামলা’ হল তার পরিবারের উপরে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার ফতেপুর এলাকার ওই কিশোরীর কাকাকে কুপিয়ে খুন করে পালানোর অভিযোগ উঠল পড়শি অষ্টম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম নিখিল সরকার (৩৫)। হাঁসুয়ার আঘাতে জখম হয়ে কিশোরীর বাবা যামিনী সরকার হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় অভিযুক্ত অভিজিৎ রায় ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দাস বলেন, “প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য অভিজিৎ দীর্ঘ দিন ধরে প্রতিবেশী কিশোরীকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ পেয়েছি। অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় কিশোরটি হাঁসুয়া দিয়ে যামিনীবাবুর উপরে হামলা করে। দাদাকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপে নিখিলবাবুর মৃত্যু হয়। অভিজিৎ ও তার পরিবারের খোঁজ চলছে।” পেশায় ইটভাটার কর্মী যামিনীবাবুর দুই ছেলে, দুই মেয়ে। তাঁর বড় মেয়ে স্থানীয় ফতেপুর হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। পার্বতীসুন্দরী হাই স্কুলে একই শ্রেণিতে পড়ে অভিজিৎ।
বিস্তারিত...
ঝাঁঝালো গ্যাস হাওড়ার স্কুলে, অসুস্থ ৪০ ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
স্কুল চলছিল পুরোদমে। হঠাৎ ছড়িয়ে পড়ল ঝাঁঝালো গ্যাসের তীব্র গন্ধ। প্রথমে অস্বস্তি। তার পরে শুরু হল বমি। পেটে যন্ত্রণা। অসুস্থ হয়ে পড়ল অন্তত ৪০ জন ছাত্রী। কয়েক জন শিক্ষিকাও। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মধ্য হাওড়ায় বনবিহারী বোস রোডের শ্রী জৈন বিদ্যালয়ে। অসুস্থ ছাত্রীদের এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্যাসটা কী? হাওড়া পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অমিতকুমার রাঠোর জানান, প্রাথমিক ভাবে গ্যাসটি অ্যামোনিয়া বলেই মনে হচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য ডাকা হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের। গ্যাস ছড়াল কোথা থেকে? সন্ধ্যাবাজারের কাছে ওই স্কুলের সামনেই একটি শ্মশান আছে। সেই শ্মশান বা এলাকার কোনও কারখানাই গ্যাসের উৎস বলে প্রথমে মনে করা হচ্ছিল। পরে জানা যায়, ওই দু’টি জায়গা থেকে গ্যাস ছড়ায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই স্কুলেরই ল্যাবরেটরি থেকে কোনও ভাবে গ্যাস বেরিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। ঠিক কী ঘটেছিল? এ দিন সকাল ৯টা নাগাদ ওই ইংরেজি মাধ্যম স্কুলের চত্বর জুড়ে গ্যাসের ঝাঁঝালো কটু গন্ধ ছড়িয়ে পড়ে। প্রথমে ষষ্ঠ শ্রেণির কয়েক জন ছাত্রী ঝাঁঝালো গন্ধের চোটে বমি করতে থাকে। তারা তো বটেই, অসুস্থ হয়ে পড়েন কয়েক জন শিক্ষিকাও।
বিস্তারিত...
জট কাটল, প্রধান হলেন শম্ভুনাথ
নিজস্ব সংবাদদাতা • লালবাগ
মুর্শিদাবাদ-লালবাগ পুরসভার নতুন পুরপ্রধান হলেন কংগ্রেসের শম্ভূনাথ ঘোষ। শুক্রবার সকালে পুরসভার কনফারেন্স হলে ১৫ জন কাউন্সিলরের সমর্থনে পুরপ্রধানের দায়িত্ব নেন তিনি। গত পুরভোটে বামফ্রন্টের ‘হেভিওয়েট’ প্রার্থী টানা ৩৫ বছরের কাউন্সিলর ফরওয়ার্ড ব্লকের সুরজিত বসাককে হারিয়ে তিনি ১৪ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন। কংগ্রেসের ওই ‘জায়ান্ট কিলার’ কাউন্সিলরকে পুরপ্রধান করে জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যে মাস্টার স্ট্রোক দিলেন, তাতে সাময়িক ভাবে ধরাশায়ী বিবাদমান দু-পক্ষের ১৫ জন কাউন্সিলর। অধীর বলেন, “নির্লোভ-নিরহঙ্কারী-সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারে এবং সবচেয়ে বড় কথা কাজ করার মানসিকতা রয়েছে বলেই দীর্ঘ দিনের কংগ্রেস কর্মী শম্ভুনাথ ঘোষকে মুর্শিদাবাদ-লালবাগের পুরপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।” নতুন পুরপ্রধান কে হবেন, তা জানতে অবশ্য এ দিন সকাল থেকেই পুর-কাযার্লয়ের সামনে স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড় দেখা যায়। ওই ভিড় ঠেলে বহরমপুরের পুরপ্রধান নীলরতন আঢ্য পুরসভায় পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস। দোতলায় পুরপ্রধানের ঘরে ১৫ জন কাউন্সিলরকে ডেকে প্রত্যেকের হাতে অধীরবাবুর পাঠানো খাম তুলে দেন তিনি।
বিস্তারিত...
ভিক্ষের টাকায় ভবঘুরেদের নিয়ে
‘সংসার’ চলে রূপালির
নুরুল আবসার • বাগনান
প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে কাতর কণ্ঠে ‘দু’টো পয়সা ভিক্ষে’ চাইছিলেন বছর বত্রিশের যুবতী। বলছিলেন, ‘‘ক’দিন খাওয়া হয় না।’’ ১ টাকা, ২ টাকা, ৫ টাকার কয়েন জমছিল তাঁর হাতে। মাঝে মাঝে গুণে দেখছিলেন ‘সঞ্চয়ের’ বহর। ঘণ্টা খানেক কাটল এ ভাবেই। তত ক্ষণে রূপালি সরকারের হাতে গোটা কুড়ি টাকা জমে গিয়েছে। হাসি ফুটল মুখে। দুপুরে খাওয়ার একটা হিল্লে হল বুঝি! স্টেশনের পাশেই মুড়ির দোকানে চলে গেলেন রূপালি। দু’টো তিনটে প্যাকেটে মুড়ি নিলেন। তেলেভাজার দোকান থেকে কয়েকটা চপ। ফের চলে এলেন বাগনান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এ বার তা হলে খাওয়া-দাওয়ার পালা। তা তো বটেই। তবে নিজের নয়। স্টেশনে কয়েক জন ভবঘুরেকে ডাক দিলেন রূপালি। তাঁদের হাতে তুলে দিলেন মুড়ি-তেলেভাজার প্যাকেট। টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালেন আবার। বলতে শুরু করলেন, “দু’টো পয়সা ভিক্ষে দেবেন, ক’দিন খাওয়া জোটেনি....।” প্ল্যাটফর্মে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভবঘুরেদের খাওয়ানো-দাওয়ানোর ‘দায়িত্ব’ নিয়ে ফেলেছেন রূপালি। পরম মমতায়, আন্তরিকতায় চালচুলোহীন এই মানুষগুলোকে নিয়ে গড়ে উঠেছে রূপালির ‘ভবঘুরে-সংসার।’ কখনও মুড়ি-তেলেভাজা, কখনও ভাত-ডাল-মাছ-তরকারি টানাটানির ‘সংসারে’ চার বেলা মেনুর বহর কম নয়।
বিস্তারিত...
জমি থেকে আয় বাড়াবে নিগম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) অব্যবহৃত জমির সঠিক ব্যবহার করে সংস্থার আয় বাড়ানোর হবে বলে ঘোষণা করলেন এনবিএসটিসি’র নতুন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার বিকালে রাজ্য পরিবহণ দফতরের নির্দেশে এনবিএসটিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন গৌতমবাবু। দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শুক্রবার সকালে শিলিগুড়িতে তিনি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগনের সঙ্গে বৈঠক করেন। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর গৌতমবাবু বলেন, “এনবিএসটিসি’র উন্নতি হলে উত্তরবঙ্গেরও তো উন্নতি হবে। মূলত আর্থিক সমস্যা থেকেই আমাদের বার হতে হবে। এর জন্য নানা পরিকল্পনা তৈরি করতে হবে। অব্যবহৃত জমির ব্যবহার এর অন্যতম। উল্টোডাঙা, ডালখোলা, তিনবাতি, ময়নাগুড়ি-মত এলাকায় সংস্থার জমি রয়েছে। রাজ্য পরিবহণ দফতরের অনুমতিক্রমে সেগুলিকে ব্যবহার করে আয়ের রাস্তা বার করতে হবে। সেখানে পিপিপি মডেল বা নিজেই নানা প্রকল্প নেওয়া হবে” মন্ত্রী জানান, উল্টোডাঙায় জমিটি প্রায় ৪০০ কোটি টাকা দাম। বাম আমলে তা সংস্থায় একটি সংস্থাকে দেওয়া হয়। এই নিয়ে মামলা চলছে। দ্রুত মামলার নিষ্পত্তির জন্য আইনি দফতরের পরামর্শ নেওয়া হবে। ডালখোলায় জমি পুরসভা ব্যবহার করছে। কিন্তু কোনও টাকা দিচ্ছে না। এগুলি সবই দেখা হচ্ছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অনিচ্ছুকদের নিয়ে বৈঠক
মানাবাড়িতে অনিশ্চয়তায়
চা শ্রমিকেরা
দক্ষিণবঙ্গ
সন্দেশখালিতে মুণ্ডহীন
দেহ মিলল মহিলার
পোলবায় খুন-ধর্ষণ,
ধৃত ৫ ‘সুপারি কিলার’
বর্ধমান
দুর্গাপুর হাট উদ্বোধনে
আমন্ত্রণ নেই মেয়রের
স্ত্রী ও তিন মেয়েকে ‘খুন’,
মারধরের পরে মৃত্যু স্বামীরও
পুরুলিয়া
নাম নেই মন্ত্রীর,
বিতর্ক পুরুলিয়ায়
জল না মেলায় বিক্ষোভ
মুর্শিদাবাদ
ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ
হয়ে মৃত্যু মা-মেয়ের
প্রতারণার অভিযোগে ধৃত ব্যাঙ্ক-কর্তা জেল হাজতে
মেদিনীপুর
ব্লক কংগ্রেস
নেতা-সহ ধৃত ৫
মুক্তি যাবজ্জীবন
সাজার ৮ বন্দির
কলকাতা
৩৪.৪ /২২.১
আজকের দিনে
•
বাঙালি নববর্ষ পয়লা বৈশাখ।
•
অসমের নববর্ষ রঙ্গোলি বিহু।
•
কেরলের নববর্ষ বিশু।
•
ওড়িশার নববর্ষ মহাবিষুব সংক্রান্তি।
•
তামিল নববর্ষ পুতান্ডু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.