বাংলার মুখ আমি...
ওহরলাল নেহরু বাঙালি সম্বন্ধে একটি মোক্ষম ডায়লগ দিয়েছিলেন। বলেছিলেন, এক মাত্র বাঙালিকেই দেখি যারা স্বদেশে (যারা ইংরেজি জানে), নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে। এমনটা অন্য কোনও প্রদেশের লোকেদের মধ্যে সত্যি বলছি খুব একটা দেখা যায় না। এই কথা শুনে বাঙালিরা খুবই তড়পে ওঠেন। বলেন, নেহরু চির কালের বাঙালিবিদ্বেষী ছিলেন। ভারতের কোনও প্রদেশের লোকই বাঙালির সাফল্য দেখতে পারে না বলেই হিংসা করে ইত্যাদি ইত্যাদি। এ সব নিয়ে বহু তর্কবিতর্ক চলতেই থাকবে। কিন্তু নেহরুর কথাটি খাঁটি।
এ হেন বাঙালি বেশ কিছু বছর যাবৎ পয়লা বৈশাখের আগে থেকেই বেশ নড়েচড়ে বসেন। বাঙালির প্রকৃত রুট কী? নেটে সার্চ চলে, বিভিন্ন প্রভাতী অনুষ্ঠান, বাংলা গান, আলোচনা চলতেই থাকে। কিন্তু বাঙালির প্রধান সমস্যা হয়ে ওঠে সাজগোজের মধ্যে বাঙালিয়ানা বজায় রাখা। সারা বছর জিনস, হট প্যান্টস, কেপ্রি পরিহিতা রমণীর পক্ষে খুবই কঠিন বোঝা, তার মেক-আপটি ঠিক কী রকম হবে?
বাংলা বা বাঙালি শিকড়ের সাজগোজকে দু’ভাগে ভাগ করা যায়। সকালের থেকে সান্ধ্য সাজ সম্পূর্ণ আলাদা হবে। নববর্ষ একটি এমন উৎসব, যেটিকে আঁকড়ে আমরা ছোট বেলায় ফিরে যেতে চাই। আধুনিক জীবনের চাপ, কর্মব্যস্ততা সব কিছুকে বাদ দিয়ে একটা অন্য দিন। বাংলায় এই সালটি কত বলতে না পারলেও বর্ষশুরুর উৎসবে সবাই মেতে উঠতে চায়।

সকালের সাজ
নববর্ষের সময়টিতে প্রখর গরম থাকে। এটিকে মাথায় রেখে আমাদের মেক-আপ করতে হবে। প্রচণ্ড সাজগোজ করলে মেক-আপ গলে জল হয়ে যাবে, সকালে সানস্ক্রিনের ওপর কমপ্যাক্ট বুলিয়ে নিন, ফাউন্ডেশন ব্যবহারের দরকার নেই। সকালের সাজে প্রধানত চোখের ওপর গুরুত্ব দিন। বেজ, হালকা ব্রাউন, পিঙ্ক, পিচ বা ত্বকের সঙ্গে রং মিলিয়ে কোনও কাছাকাছি শেড ব্যবহার করুন। শ্যামবর্ণা হলে ডার্ক ব্রাউন বা গ্রে লাগাতে পারেন। চোখের ওপর পাতায় মোটা করে কোল পেনসিল লাগান। একটু স্মাজ করে নিন। দিনের বেলায় চোখের নীচের পাতায় কাজল পরা বন্ধ করুন। এ ছাড়া হালকা আইশ্যাডো লাগিয়ে দুই-তিন পরত মাসকারা লাগিয়ে নিন বেশ গাঢ় ভাবে। পেনসিল বা কাজল কোনওটাই লাগাবেন না। মাসকারা অবশ্যই ওয়াটারপ্রুফ কিনতে ভুলবেন না। হালকা ব্লাশ অন লাগান। উজ্জ্বল রঙের লিপস্টিক ব্যবহার করুন। দেখে নেবেন, লিপস্টিক যেন অবশ্যই স্মাজপ্রুফ হয়। কারণ নববর্ষের দিন বেশির ভাগ ক্ষেত্রে আমাদের রেস্তোরাঁয় খেতে যাওয়া থাকে, অথবা কোনও নেমন্তন্ন থাকে। সুতরাং খেতে খেতে সকলেরই লিপস্টিকের রং হালকা হয়ে আসে। ব্যাগে সব সময় লিপস্টিক রাখবেন এবং এক ফাঁকে ওয়াশ রুম-এ গিয়ে লিপস্টিকটি আর এক বার বুলিয়ে নেবেন। নববর্ষের দিন বিন্দি মাস্ট, অর্থাৎ, বিন্দি লাগাতে ভুলবেন না। এখন বিন্দি অনেকেই পরতে চান না। কিন্তু এই দিনটিতে অত্যন্ত সাধারণ একটি টিপ পরে নেবেন। গোল বা লম্বা যে কোনও ধরনের হলেই হবে। দেখবেন যেন কারুকার্য করা না হয়। বিন্দির মধ্যে একটা পরম্পরার ছোঁয়া বজায় থাকে। শাড়ি, সালোয়ার সবের সঙ্গেই বিন্দি খুব ভাল লাগে, বিশেষত নববর্ষের দিনে।

সান্ধ্য সাজ
সন্ধেবেলায় গাঢ় করে কাজল পেনসিল লাগান।
যাঁরা ফরসা, তাঁরা কালো আইশ্যাডো লাগান। ফাউন্ডেশন ব্যবহার করুন, তবে দেখবেন যেন উৎকট না লাগে। কারণ, সন্ধেবেলা হলেও মনে রাখবেন এটি গরমকাল। কাজলের বদলে সুর্মা ব্যবহার করলেও ক্ষতি নেই। সুর্মার কালো রংটি বেশি ঘন। ওপরের পাতায় সরু লাইন টেনে নীচে মোটা করে কোল পেনসিল লাগান। ব্লাশ অন হবে অবশ্যই ন্যাচরাল শেড-এর। লিপস্টিক হালকা অথবা ন্যাচরাল শেড-এর কিছু বাছবেন। কারণ, কাজল মোটা ভাবে ব্যবহার করলে লিপস্টিকের রং হালকা হতেই হবে। সন্ধেবেলায় ফুল লাগাতে ভুলবেন না। কারণ, ওই এক গুচ্ছ ফুলই কিন্তু পুরো সাজটির মধ্যে একটি অন্য রকম মাত্রা যোগ করবে।

সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা
মডেল: তনুশ্রী, ছবি: আশিস সাহা, কেশবিন্যাস: নূর আলম



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.