আজকের শিরোনাম |
কার্টুন কাণ্ডে গ্রেফতার চার |
জোর করে মুচলেকা লেখানো ও শারীরিক নিগ্রহের অভিযোগ এনে গতকাল রাতেই পূর্ব যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। তার এই অভিযোগের ভিত্তিতে আজ চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হলেন অরূপ মুখোপাধ্যায়, অমিত সর্দার, নিশিকান্ত ঘড়ুই ও শেখ মুস্তাফা। এঁরা প্রত্যেকেই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। জামিনযোগ্য ধারায় এঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছিল। তবে চার জনেরই জামিন মঞ্জুর করেছে আদালত। |
মাওবাদী স্কোয়াড সদস্য ধৃত |
গতকাল রাতে পুরুলিয়ার বলরামপুরের তিলাই গ্রাম থেকে গ্রেফতার করা হল মাওবাদী স্কোয়াড সদস্য নিবারণ রাজোয়ারকে। মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের সক্রীয় সদস্য ছিল নিবারণ। বাগবিন্দায় সাতজন ফরওয়ার্ড ব্লক কর্মী খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাবে বহুদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। আজ তাকে আদালতে তোলা হলে তাকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
|
পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু |
টিউশন পতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণির ছাত্রের। ছাত্রের নাম অরিজিত্ মল্লিক। দমদম পার্কের ২ নম্বর ট্যাঙ্কের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে,অরিজিত্ তাঁর দুই বন্ধুর সঙ্গে পুকুরে নেমেছিল। আচমকাই তলিয়ে যায় সে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।
|
ফের আত্মহত্যার চেষ্টা, বিপর্যস্ত মেট্রো পরিষেবা |
নববর্ষের প্রথম দিনেই ফের আত্মহত্যার চেষ্টার ঘটনা মেট্রোতে। আজ সকালে বেলগাছিয়া স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ফলে দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। তবে কবি সুভাষ থেকে গিরীশ পার্ক পর্যন্ত চালু রয়েছে মেট্রো পরিষেবা। আহত ব্যক্তিকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
স্বাগত ১৪১৯ |
আজ বাংলা নববর্ষ। নতুন বছরকে বরণ করে নিতে দুই বাংলাতেই শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান। আজ সকাল ৫ টা ২৩ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হল ১৪১৯। গঙ্গার পাড়ে ও বিভিন্ন মন্দিরে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। বাংলাদেশের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে হাজার শিল্পী সম্মিলিত কন্ঠে স্বাগত জানিয়েছে নতুন বছরকে।
|
অখিলেশ-মনমোহন বৈঠক |
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অখিলেশ যাদব। প্রধানমন্ত্রীর কাছে সমগ্র রাজ্যের জন্য কোনও বিশেষ প্যাকেজের দাবি না করলেও বুন্দেলখণ্ডের জন্য আর্থিক সাহায্যের অনুরোধ করেছেন তিনি। এছাড়াও রাজ্যের চালু প্রকল্পগুলির কাজ যাতে বন্ধ না হয়ে যায় সেদিকে নজর দিতে অনুরোধ করেছেন অখিলেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠককে ‘অত্যন্ত গঠনমূলক’ আখ্যা দিয়েছেন তিনি।
|
পশ্চিম ভারতে মৃদু ভূমিকম্প |
আজ সকালে উপর্যুপরি দুবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম ভারতের বাণিজ্য নগরী মুম্বই। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৪.১ এবং ৪.৯। মুম্বই ছাড়াও কম্পন অনুভুত হয়েছে পুণে, সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে। তবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
|
পাক বন্দি-মুক্তির আবেদন জারদারির |
ভারতের জেলে বন্দি পাক-নাগরিক খলিল চিশতির মুক্তির আবেদন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে মানবিক কারণে ওই বন্দির মুক্তির আবেদন করেছেন তিনি। ওই বন্দি- খলিল চিশতিকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়ারও আবেদন করেছেন তিনি।
|
পরিচারিকার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার |
নদিয়ার নবদ্বীপের মহেশগঞ্জে আজ সকালে এক পরিচারিকার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়ির মালিকের দাবি আত্মহত্যা করেছেন ওই পরিচারিকা। কিন্তু বাড়ির লোকেদের বিরুদ্ধে পরিচারিকার উপর শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছে স্থানীয় মানুষ। অভিযোগ করা হয়েছে ধর্ষণেরও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। |
|