চাষিদের আশ্বাস গৌতমের
অনিচ্ছুকদের নিয়ে বৈঠক
কাওয়াখালিতে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরতের আশ্বাস দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার দুপুরে শিলিগুড়ির রামকিঙ্কর হলে পশ্চিমবঙ্গ কৃষি জমি জীবন ও জীবিকা রক্ষা কমিটির নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের মধ্যে কাওয়াখালি নিয়ে যে সমস্যা রয়েছে তা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বলে সেখানে মন্ত্রী জানান। কমিটির নেতাদের কাছ থেকে যে সব কৃষক কাওয়াখালি উপনগরী প্রকল্পে জমি দিতে অনিচ্ছুক ছিলেন তাদের নামের তালিকা এবং জমির কাগজপত্র নেন তিনি।
মন্ত্রী বলেন, “৩০ বিঘা জমি নিয়ে সমস্যা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আমি নিয়েছি। তা মুখ্যমন্ত্রীর কাছে জমা দেব। আশা করছি, খুব দ্রুত সমস্যা মিটে যাবে। তবে যারা ওই প্রকল্পে জমি দিয়ে প্যাকেজ নিয়েছেন তাদের ক্ষেত্রে নতুন করার ভাবা হবে না। একমাত্র যারা অনিচ্ছুক ছিলেন, তাদের সমস্যা মেটানো হবে।” মন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির নেতা মণি বিশ্বাস, জ্যোৎস্না অগ্রবাল, দীপক শীল, মদন ভট্টাচার্য। বৈঠকের পর সকলেই খুশি। মণিবাবু বলেন, ‘‘জমি ফেরত দেওয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। অনেকদিন ধরে আন্দোলন করছি। আজকে আমাদের আনন্দের দিন। মুখ্যমন্ত্রী ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ।”
কমিটি সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে কাওয়াখালি উপনগরীর জমি অধিগ্রহণের সময় থেকে কৃষকদের একটি অংশ জমি দিতে অনিচ্ছা প্রকাশ করেন। সরকার তা না মানতে চাইলে বিষয়টি নিয়ে আন্দোলনে নামেন তাঁরা। তৃণমূল নেতারাই প্রথম সারিতে থেকে ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরও বিষয়টি নিয়ে টানাপোড়েন চলতে থাকে। কয়েকবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে ওই জমিতে উপনগরীর কাজ শুরু করা হলে আন্দোলনকারীদের সঙ্গে বচসা হয়। তার পরেই বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে উদ্যোগ নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, বর্তমানে ৫৫ জন কৃষক জমি দিতে অনিচ্ছুক। ওই জমির পরিমাণ ৪০ বিঘা। এ ছাড়া ৩২ জন কৃষক খাস জমিতে বসবাস করছেন। তাঁদের নিয়েও সরকার আশ্বাস দিয়েছে।
প্রশাসন সূত্রের খবর, কাওয়াখালিতে যে এলাকায় কৃষকদের জমি রয়েছে তা দিলে উপনগরীর কাজ ব্যহত হতে পারে। সম্প্রতি সেখানে একটি ‘ফিল্ম সিটি’ বানানোর ব্যপারে ভাবনাচিন্তা হচ্ছে। সেক্ষেত্রে ওই জমির বদলে কৃষকদের উপগনরী সংলগ্ন এলাকায় জমি দেওয়া হতে পারে। সে ব্যপারে আন্দোলনকারীরা মন্ত্রীকে তা মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। দীপকবাবু বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ওই আন্দোলনের সঙ্গে যুক্ত। আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় আমরা খুশি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.