|
|
|
|
জামিন নাকচ |
প্রতারণার অভিযোগে ধৃত ব্যাঙ্ক-কর্তা জেল হাজতে |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
প্রতারণার অভিযোগে ধৃত একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্তা প্রমোদশেখর বর্মাকে ১৪ দিন জেল হাজতের রাখার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার তাকে জঙ্গিপুর আদালতে তোলা হলে অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সঞ্জীব দারুকা এই নির্দেশ দেন।
ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার নামে প্রায় ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের আঞ্চলিক অফিস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সরকারি আইনজীবী সোমনাথ চৌধুরী বলেন, “ঋণ দেওয়ার নাম করে সমস্ত নথিপত্র জাল করে ওই ব্যাঙ্ক ম্যানেজার ও ধুলিয়ানের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার মালিক এক দম্পতি পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন বলে জানা গিয়েছে। এ দিন আদালতে এ সংক্রান্ত নথিপত্র পেশ করা হয়। এ দিন বিচারকও এজলাসের লক আপে ধৃতকে জিজ্ঞাসাবাদ করেন। তার পরেই জামিনের আর্জি খারিজ করে ২৭ এপ্রিল পর্যন্ত তাকে জেল হাজতে রাখার নির্দেশ দেন।”
পুলিশ জানায়, প্রতারণার ঘটনায় ব্যাঙ্ক ম্যানেজারকে ধরা গেলেও অভিযুক্ত ধুলিয়ানের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার দুই মালিক পলাতক। তাদের খোঁজ চলছে। সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের বহরমপুরের আঞ্চলিক ম্যানেজার আবদুল ওয়াহিদ বলেন, “ধৃত প্রমোদশেখর বর্মার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে।” প্রমোদবাবু অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে আমি কোনও ভাবেই জড়িত নই।” |
|
|
|
|
|