ধোনি টেস্টে উপযুক্ত নেতা নয় : আজহার
সংবাদসংস্থা • ধর্মশালা |
প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন মনে করেন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্ব টেস্টে ঠিক বুদ্ধিদীপ্ত নয়। আজহারের মত, ক্রিকেটের তিন ফর্ম্যাটে তিন জন আলাদা অধিনায়ক থাকা উচিত। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের বিরুদ্ধে একটি ক্রিকেট ম্যাচে ভারতীয় পার্লামেন্টের নেতৃত্ব দিতে আজহার ধর্মশালায়। সেখানে তিনি বলেন, “ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে ধোনি খুব ভাল অধিনায়ক। কিন্তু টেস্টে ওর নেতৃত্বে একটু বুদ্ধির ঘাটতি দেখা যায়। বিশেষ করে মাঠে দাঁড়িয়ে যখন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়।” সেই সূত্রেই তাঁর বক্তব্য, “আমি ভীষণ ভাবে মনে করি, তিনটি ফর্ম্যাটের জন্য তিন জন আলাদা অধিনায়ক দরকার।” তবে ব্যাটসম্যান ধোনির প্রশংসা করেছেন আজহার। তাঁর কথায়, “ধোনি খুব ভাল ব্যাটসম্যান। যদি নেতৃত্বের বোঝা না থাকে ও হয়তো আরও ভাল খেলতে পারবে। এক জন ব্যাটসম্যানের পক্ষে এই যুক্তি দেখানো খুব কষ্টকর যে সে টেস্টে টিমে খেলার যোগ্য কি না। যেহেতু ও অধিনায়ক তাই সেই সম্মানটা ওকে দিতে হবে।”
|
ভাইচুং বনাম মহমেডান ফাইনাল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের প্রথম ডিভিশনে খেলার ব্যাপারে ভাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিমের প্রধান প্রতিদ্বন্দ্বী দাঁড়াল মহমেডান। তাদের ম্যাচটাই তাদের কাছে ফাইনাল হয়ে দাঁড়াচ্ছে। এ দিন সিকিম ৪-২ হারিয়ে দিল আইজল এফ সিকে। ফলে তারাই শীর্ষে ২১ পয়েন্টে। কিন্তু তাদের একটা ম্যাচ বাকি। ও এন জি সি (২০), মহমেডানের (১৯) দু’টি করে ম্যাচ বাকি। ওএনজিসি যেহেতু দুর্বলতম দল আইজল এফসিকে পাবে, তাদের প্রথম ডিভিশনে যাওয়ার সম্ভাবনা বেশি।
|
ডোপ পরীক্ষায় ধরা পড়লেন আদ্রিয়ান
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রাক্তন ভারতীয় হকি তারকা আদ্রিয়ান ডি’সুজা ডোপ টেস্টে ধরা পড়লেন। ওয়ার্ল্ড সিরিজ হকি প্রতিযোগিতায় ডোপ পরীক্ষা হয়েছিল তাঁর। তাঁর মূত্র নমুনায় মারিজুয়ানা পাওয়া গিয়েছে। তাঁর বি নমুনায় মারিজুয়ানা পাওয়া গেলে, তাঁকে নির্বাসিত করা হতে পারে। |