|
চিত্রকলা ও ভাস্কর্য... |
|
সৃষ্টি হয়েছে এক আদর্শায়িত সৌন্দর্যের |
মৃণাল ঘোষ |
সম্প্রতি সমীর কুণ্ডু অ্যাকাডেমিতে ‘হন্টিং এসেন্স’ শিরোনামে কাগজের উপর মিশ্রমাধ্যমে ছবির প্রদর্শনী করলেন। ভারতীয় চিত্ররীতি ও চিত্রভাবনার নানা প্রকাশ আমরা সাম্প্রতিক চিত্রকলাতেও দেখতে পাই। যে সব শিল্পী এ বিষয়ে নিবিষ্ট ভাবে চিন্তাভাবনা করছেন, সমীর তাঁদের মধ্যে অন্যতম। রাধা-কৃষ্ণের লীলার নানা দিক তাঁর এ বারের ছবির বিষয়। |
|
বর্ণপ্রয়োগে ও বুনোটের ব্যবহারে অলঙ্করণের এক বিশেষ ধরন তিনি তৈরি করেছেন। পশ্চাৎপটে পরিব্যাপ্ত সাদা পরিসর ছেড়ে দিয়ে তুলি ও কলমের সূক্ষ্ম কারুকাজে তিনি প্রতিমা নির্মাণ করেছেন, যা এক আদর্শায়িত সৌন্দর্যকে উন্মীলিত করতে চেয়েছে।
|
প্রদর্শনী চলছে সিমা: ‘অ্যান অলটারনেটিভ পার্সপেক্টিভ’ ২৮ এপ্রিল পর্যন্ত।
অ্যাকাডেমি: পল্লবকান্তি মিত্র ১৭ এপ্রিল পর্যন্ত। অশোক, কেয়া প্রমুখ ১৭ পর্যন্ত।
সল্টলেক স্টেডিয়াম: অতনু, রুদ্র ২০ পর্যন্ত।
জি সি লাহা: রাজীব পাল ২১ পর্যন্ত।
কেমোল্ড: বিশ্বজিৎ দত্ত ২১ পর্যন্ত। মানস সোম ২৫ এপ্রিল পর্যন্ত।
আকার প্রকার: শক্তি বর্মন ২৪ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: হিরণ মিত্র ২৯ এপ্রিল পর্যন্ত।
ভিক্টোরিয়া মেমোরিয়াল: শক্তি বর্মন ২৯ পর্যন্ত। |
|