কলকাতা শহরকে ‘আসমানি নীল’ রঙে রাঙানোর কাজ শুরু হয়েছে আগেই। এ বার ট্রাফিক পুলিশের সঙ্গে কর্মরত হোমগার্ডদের উর্দির রঙেও ‘পরিবর্তন’ চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের জন্য শহরের রঙের সঙ্গে মানানসই উর্দিই পছন্দ মুখ্যমন্ত্রীর।
হোমগার্ডদের এখন সাদা শার্ট ও জাহাজি নীল ট্রাউজার্সের ইউনিফর্মে দেখা যায়। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, হোমগার্ডদের সাদা শার্টের উপরে আসমানি নীল স্ট্রাইপ এবং ট্রাউজার্স আকাশি নীল রঙের করার জন্য সংশ্লিষ্ট দফতরে জানিয়ে দিয়েছেন তিনি।
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই শহরের বিভিন্ন রাস্তার রেলিং, উড়ালপুল, সেতু, এমনকী ময়দানের গাছের গুঁড়িতেও নীল-সাদা বর্ডার দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “রাজস্থানের জয়পুর যেমন গোলাপি শহর বলে পরিচিত, কলকাতারও একটা বিশেষ রং থাকলে ভাল হয়।” তিনি কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জানিয়েছিলেন, শহরে রাস্তাঘাটের রেলিং, বাড়ি আকাশি নীল রং করা হোক। কারণ, মুখ্যমন্ত্রীর মতে, “আকাশ হল অসীম। আমাদের চিন্তাভাবনা, সংস্কৃতিও অনেক দূর পর্যন্ত প্রসারিত। আকাশি নীল রং আমাদের শহরের মানসিকতার পরিচয় বহন করে।’’ |
হোমগার্ডদের উর্দির রং বদলের ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, আসমানি নীলের শহরে সাদা ইউনিফর্মের ট্রাফিক পুলিশের সঙ্গে সামঞ্জস্য রেখেই হোমগার্ডদের উর্দির হওয়া উচিত। হোমগার্ডদের নয়া উর্দি তৈরি করার ‘পরামর্শ’ কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত পচনন্দাকে দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার কলকাতা পুলিশের বিশেষ কমিশনার শিবাজি ঘোষ জানান, হোমগার্ডদের উর্দির রঙে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যেই হোমগার্ডদের উর্দির নতুন রং চূড়ান্ত হয়ে যাবে। শিবাজিবাবু বলেন, “হোমগার্ডদের উর্দির রং এবং কাপড়ের মান নিয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করছি। নীল-সাদা রং রাখা হবে। কিন্তু হোমগার্ডদের রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে হয় বলেই ইউনিফর্মের জন্য কলকাতার আবহাওয়ার উপযোগী রঙের শেড এবং কাপড় বাছা হচ্ছে।”
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন থানা ও ট্রাফিক পুলিশের অধীনে এখন প্রায় সাড়ে চার হাজার হোমগার্ড দৈনিক কাজ করেন। কলকাতায় নতুন কয়েকটি থানাও তৈরি হয়েছে। সেই থানার জন্য আরও প্রায় এক হাজার হোমগার্ড নিয়োগ করা হবে। তবে হোমগার্ডদের উর্দির রং বদল হলেও কলকাতা পুলিশের পোশাকে অবশ্য এখনই কোনও ‘পরিবর্তন’ হবে না। বিভিন্ন পুলিশকর্তার মতে, পুলিশের ‘ইউনিফর্ম কোড’ আছে। সেই উর্দি পরিবর্তন করতে গেলে আইন সংশোধন দরকার। সেটা এখনই করা হচ্ছে না।
কলকাতার ট্রাফিক পুলিশ, সার্জেন্টদের ইউনিফর্মের সাদা রঙের সঙ্গে হোমগার্ডদের নয়া ‘আসমানি নীল’ উর্দি শহরের সঙ্গে কেমন মানায়, সেটাই এখন দেখার! |