টুকরো খবর
আন্দোলনে আরএসপি
দলীয় প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামল আরএসপি। গত সোমবার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের কোহিনূর গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। প্রধানের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিডিও, মহকুমাশাসক এবং জেলাশাসককে স্মারকলিপি দিয়েছে আরএসপি। এলাকার আরএসপি নেতা রবীন্দ্র কুমার ঝা’র অভিযোগ, “পঞ্চায়েতে টেন্ডারে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠছে। সরকারি নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। প্রধান এবং তাঁর স্বামী এসবের পিছনে আছেন। দলের উচ্চ পর্যায়ে সব জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।” আরএসপি’র আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের জোনাল সম্পাদক গুরুদাস ভৌমিক বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দলের ভাবমূর্তি খারাপ করার কেউ চেষ্টা করলে সেটা মেনে নেওয়া হবে না।” তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলম মণ্ডল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “কোনও অনিয়ম হয়নি। সরকারি নিয়ম মেনে সমস্ত কাজ হচ্ছে। কেউ কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে চক্রান্ত শুরু করেছেন। তদন্ত হলেই সব পরিষ্কার হয়ে যাবে।” আর অভিযোগ পাওয়ার পর বিডিও সৌমেন মাইতি বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

কীটনাশকে অসুস্থ ৬
চা পাতা মনে করে কীটনাশক জলে ফুটিয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই কৃষক পরিবারের ছয় সদস্য। মঙ্গলবার সকালে ময়নাগুড়ির ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের কার্জিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। অসুস্থদের মধ্যে দুই জন মহিলা এবং তিন বছরের একটি শিশুও রয়েছে। অনুপ রায় নামের ওই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। বাকি অসুস্থরা হলেন শশীমোহন রায়, কৃষ্ণ রায়, সুমিত্রা রায়, যতনশ্বরী রায় এবং রাজেশ রায়। ওই পরিবারের কর্তা নিরোদবাবু জানান, মাছির উপদ্রবের জন্য বেগুন চাষের ওই কীটনাশক রান্না ধরে কাগজে মোড়া ছিল। স্ত্রী সুমিত্রা ভুল করে চা পাতা ভেবে ফুটিয়ে সবাইকে কাপে করে দেয়। নিজেও খায়। সেই সময় বাড়িতে ছিলাম না। নাতি অনুপ উঠোনে ঢলে পড়তেই প্রতিবেশীরা তা দেখতে পান। এর পর প্রত্যেকের মাথাব্যথা, বমি শুরু হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শরৎ রায় এই দিন এই প্রসঙ্গে বলেন, “শিশুটি ছাড়া বাকিদের অবস্থা এখন ভাল।”

ফিরে এল ‘অপহৃত’, রহস্য
অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণের অভিযোগ ও তার ফিরে আসা নিয়ে রহস্য দানা বাঁধছে ইসলামপুরে। সোমবার রাতে ইসলামপুর মহকুমার চাকুলিয়া থানা এলাকায় ঘটনাটি ঘটে। মঙ্গলবার ভোরেই ছেলেটির হদিস পায় পুলিশ। রহস্যের কিনারা করতে ছাত্রটিকে এদিন জেরা করেছে পুলিশ। পুলিশ জানায়, আজগর আলম চাকুলিয়ার মনোরা উচ্চবিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি চাকুলিয়ার বিদ্যানন্দপুর পঞ্চায়েতের কালারামগছ এলাকায়। স্কুলেই পাশে বাড়ি ভাড়া করে থাকত। তার বাবা আহমেদ হোসেন পেশায় রেশন ডিলার। সোমবার মাঝরাতে আহমেদ চাকুলিয়া থানায় অভিযোগ করেন, তাঁর ছেলেকে কে বা কারা অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। এসডিপিও নীলকান্ত সুধীর কুমার মোবাইলের সূত্র ধরে বিস্তীর্ণ এলাকা ঘিরে তল্লাশি শুরু করেন। মঙ্গলবার ভোরে চাকুলিয়ার বালিগুড়া এলাকায় একটি মাঠের মধ্যে ছেলেটিকে বসে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে বাড়ির লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এসডিপিও বলেন, “ঘটনার খবর পেয়েই এলাকায় তল্লাশি চালানো শুরু হয়ে গিয়েছে। তবে ওই ঘটনায় কেউ এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। ছাত্রটিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

জলের ব্যবহার নিয়ন্ত্রণের দাবি
চা বাগানের সেচের কাজে নদী এবং ঝোরার জল ব্যবহার নিয়ন্ত্রণের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মালবাজারের মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিয়েছে মালবাজার ব্লক তৃণমূল কংগ্রেস। দলের নেতা শুভাশিস ঘোষ জানান, গরমে জল সঙ্কট দেখা দেওয়ার পর থেকেই চা বাগানগুলি নদী ও ঝোরা থেকে জল পাম্প দিয়ে তুলে সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি ভূগর্ভস্থ জলস্তরে প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনিক স্তরে আলোচনা চলছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, এদিন মালবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনের দাবি জানিয়েছে তৃণমূল। উল্লেখ্য, ওই ওয়ার্ডের কাউন্সিলর গত ২০১০ সালে সরকারি চাকরি পেয়েছেন।

মারধর, গ্রেফতার ৩
অশালীন ইঙ্গিতের প্রতিবাদে এক বধূকে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে প্রধাননগর থানার গুরুঙ্গ বস্তি থেকে তাদের ধরা হয়। অভিযুক্তদের পাল্টা অভিযোগের ভিত্তিতে পুলিশ বধূর পরিবারের ২ সদস্যকেও গ্রেফতার করে। ধৃতদের মধ্যে অজয় সিংহ এবং অজিত সিংহ রয়েছে। অজিতের বিরুদ্ধে অশালীন ইঙ্গিতের অভিযোগ করেছে ওই গৃহবধূ পুনম শা। বাকি ২ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে। আরও ৩ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে। তাদের পুলিশ এখনও গ্রেফতার করেনি।

গ্রেফতারের দাবি
দলীয় কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার এক আত্মীয়কে গ্রেফতারের দাবিতে সরব হল বামফ্রন্ট। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। রবিবার বারোপেটিয়া পঞ্চায়েতের নাথুয়ার চর এলাকায় বামফ্রন্টের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এদিন অভিযুক্তদের গ্রেফতার করা সহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণের ব্যবস্থা করা, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি নজরদারির দাবি জানানো হয়েছে।

পাটের ঘরে আগুন
আগুনে একটি বাড়ির তিনটি ঘর, পাট এবং নগদ টাকা পুড়ে গিয়ে গিয়েছে। মঙ্গলবার আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কন্যাবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। জলপাইগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন থেকে আসবাব বাঁচাতে গিয়ে জখম হন সাধনা পোদ্দার নামের এক মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকল আধিকারিক অসিত কুমার দাস বলেন, “আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঠিক কী ভাবে ওই বাড়িতে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।”

জেলা গ্রন্থাগারে সিটু-র বিক্ষোভ
রাজ্যে গ্রন্থাগারে সংবাদপত্র সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশের বিরোধিতা করে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারে বিক্ষোভ দেখিয়েছে সিটু প্রভাবিত নির্মান কর্মী সংগঠন। বিক্ষোভ দেখানোর পাশাপাশি গ্রন্থাগারের আধিকারিককে স্মারকলিপিও দেওয়া হয়েছে। সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ সেন বলেন, “গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ করেছে রাজ্য সরকার। পাঠকের অধিকার কেড়ে নেওয়ার ফতোয়া প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।” জেলা গ্রন্থাগারিক দেবাশিস মিশ্র বলেন, “স্মারকলিপি যথাস্থানে পাঠিয়ে দেওয়া হবে।”

যুগলে ঝাঁপ ব্যারাজে
বেড়াতে বার হয়ে শ্যালিকাকে নিয়ে আচমকা গজলডোবায় তিস্তা ব্যারাজের জলে ঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি। এলাকার বাসিন্দারা ওই তরুণীকে উদ্ধার করলেও ওই ব্যক্তির খোঁজ মেলেনি। সোমবার বিকেলে ওই ব্যক্তি শ্যালিকাকে নিয়ে ক্যানালে ঝাঁপ দেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম সঞ্জয় গোয়ালা। তার বাড়ি ডামডিম এলাকার বেতগাড়ায়। তরুণীর বাড়ি মেটেলিতে। মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার জানান, ওই নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে তল্লাশি চলছে।

পাচারের অভিযোগে গ্রেফতার
চালের বস্তার আড়ালে বেআইনি ভাবে ফেন্সিডিল পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। সোমবার ভোরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন লিউসিপাকুড়িতে। একটি ট্রাক আটক করা হয়েছে। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী রতন বণিক জানান, ধৃতদের নাম রেজাউল আহমেদ এবং কিংশুক আলি। অসমের বাসিন্দা রেজাউল ট্রাকের চালক জয়গাঁওয়ের বাসিন্দা কিংশু খালাসি। পাটনা থেকে ট্রাকটি অসমের বেলতলার দিকে যাচ্ছিল। ট্রাকে ১৩২ বস্তা চাল ছিল। ৬০০ কার্টুন ফেন্সিডিল ছিল। যার মূল্য ৪৭ লক্ষ টাকার উপরে। এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

পুড়ল বাড়ি
আগুনে একটি বাড়ির তিনটি ঘর, পাট এবং নগদ টাকা পুড়ে গিয়ে গিয়েছে। মঙ্গলবার আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কন্যাবাড়ি গ্রামের ঘটনা। জলপাইগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন থেকে আসবাব বাঁচাতে গিয়ে জখম হন সাধনা পোদ্দার নামের এক মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকল আধিকারিক অসিত কুমার দাস বলেন, “লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঠিক কী ভাবে আগুন লাগল তা দেখা হচ্ছে।”

স্মারকলিপি
গ্রন্থাগারে সংবাদপত্র রাখা নিয়ে সরকারি নির্দেশিকার বিরোধিতা করে মহকুমাশাসককে স্মারকলিপি দিল ছাত্র পরিষদ। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তবকে স্মারকলিপি দেওয়া হয়। এ দিন ছাত্র পরিষদ শিলিগুড়িতে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেও বিক্ষোভ দেখায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.