টুকরো খবর |
নারীপাচারের অভিযোগ, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক কিশোরীকে পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সুদর্শন দাস নামে ওই ব্যক্তির বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির কালিনগর গ্রামে। সোমবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তবে যে কিশোরীকে পাচারের ঘটনায় সুদর্শনকে ধরা হয়েছে তার কোনও খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে সন্দেশখালি থানার বাউনিয়া গ্রামের ওই কিশোরী নিখোঁজ হয়। তার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, সুদর্শনই মোটা মাইনের পরিচারিকার কাজের লোভ দেখিয়ে ওই কিশোরীকে ফুঁসলে নিয়ে পালায়। শুধু তাই নয়, এর আগেও আরও কয়েকটি মেয়েকে সে একই বাবে দিল্লি, মুম্বই নিয়ে যায়। তাদেরও কোনও খোঁজ মেলেনি। এর পরেই পুলিশ সুদর্শনকে ধরতে উঠেপড়ে লাগে। সম্প্রতি পুলিশ জানতে পারে, সে দিন কয়েকের মধ্যেই বাড়িতে ফিরবে। সেইমত ওত পেতেছিল পুলিশ। সোমবার বাড়ি ফিরতেই তাকে গ্রেফতার করা হয়। |
স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
আদালতে খোরপোষের মামলা করায় এক মহিলাকে অ্যাসিড দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘুটিয়ারি শরিফ থানা এলাকার একটি হোটেল থেকে খাদিজা বিবি নামে ওই মহিলাকে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, বছর বারো আগে হাড়োয়ার সারেং ফুলবাড়ি এলাকার আবুল ফায়েদ মোল্লার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে। কয়েক বছর পর আব্দুল দ্বিতীয় বিয়ে করে অন্য জায়গায় চলে যান। বসিরহাট মহকুমা আদালতে খোরপোষের মামলা করেন খাদিজা। সেই কারণে স্বামী তাঁকে হত্যার চেষ্টা করে। সোমবার আব্দুল ফায়েদের সঙ্গেই ওই হোটেলে ওঠেন খাদিজা। তিনি বলেন, “দিন কয়েক আগে আব্দুল আমায় ফোন করে ঘুটিয়ারিশরিফে আসতে বলে। কথা মতো সোমবার এখানে আসি। এক সঙ্গে একটি হোটেলে উঠি। শেষ রাতে স্বামী আমার গায়ে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা করে। আমার মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।” পরে স্থানীয় লোকজনের সাহায্যে পুলিশে অভিযোগ জানান ওই মহিলা। ওসি হাবুল আচার্যের উদ্যোগেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় খাদিজাকে। আব্দুল ফায়েদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। |
মথুরাপুরে ভস্মীভূত দু’টি বাড়ি
নিজস্ব সংবাদদাতা • মথুরাপুর |
|
ছবি: দিলীপ নস্কর। |
আগুনে ভস্মীভূত হল দু’টি বাড়ি। আংশিক ক্ষতি হয়েছে কয়েকটি বাড়ির। তবে কেউ হতাহত হননি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর কালিতলা রাধাকান্ত মোড়ের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিতলা রাধাকান্ত মোড়ের কাছে ওই দু’টি বাড়ি থেকে এ দিন দুপুরে স্থানীয় লোকজন ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরাই সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়ে বিকেল নাগাদ ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। ততক্ষণে স্থানীয় লোকজন পুকুর থেকে পাম্প করে জল তুলে আগুন অনেকটাই নিভিয়ে ফেলেন। তবে অগ্নিকাণ্ডের সময় ওই দুই বাড়িতে কেউ ছিলেন না। অগ্নিকাণ্ডে বাড়ির সর্বস্ব পুড়ে যায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ ও দমকলকর্মীদের অনুমান শটসার্কিট থেকে আগু লেগে থাকতে পারে। কারণ দু’টি বাড়িতেই হুকিং করে বিদ্যুৎ সংযোগ নেওয়া ছিল। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে টিনা হালদার (৩) নামে এক শিশুর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রায়দিঘির উত্তর কনকনদিঘি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩১ মার্চ সকালে টিনা জল ভেবে ভুল করে কেরোসিন খেয়ে ফেলে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে রায়দিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। |
তৃণমূল নেতা মানিক-হত্যার তদন্তে সিআইডি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জেলা পুলিশের হাত থেকে ক্যানিংয়ের তৃণমূল নেতা মানিক পাইক খুনের ঘটনার তদন্ত-ভার নিল সিআইডি। সিআইডি-র ডিজি ভি ভি থাম্বি এ কথা জানান। দক্ষিণ ২৪ পরগনার এসপি লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, “সিআইডি-র পরিকাঠামো মজবুত। ওই খুন খুবই স্পর্শকাতর। তাই সিআইডি-কে অনুরোধ জানানো হয়েছে।” শুক্রবার রাতে তৃণমূলের ক্যানিং-২ ব্লক সভাপতি মানিকবাবুকে ঘুমন্ত অবস্থায় গুলি করে খুন করা হয়। |
তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলীয় কার্যালয় তৈরি নিয়ে তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল সোনারপুরে। সোমবার সোনারপুর থানার খেয়াদায় দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সূর্যকান্ত মণ্ডল নামে এক তৃণমূলকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ সূর্যকান্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকার বিধায়ক ফিরদৌসি বেগম বলেন, “ওই এলাকায় একটি সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। খোঁজ নিচ্ছি।” |
ভর্তি-জট কাটাতে |
রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের ভর্তি-জট কাটাতে এ বার উদ্যোগী হল প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরে স্কুল কর্তৃপক্ষ, স্কুলশিক্ষা দফতরের আধিকারিকেরা এবং প্রশাসনের কর্তারা বৈঠক করেন। পঞ্চম শ্রেণিতে ভর্তিকে ঘিরে ওই স্কুলে কিছু দিন ধরে চাপান-উতোর চলছিল। গত মঙ্গলবার অভিভাবকদের একাংশ শিক্ষিকাদের ঘেরাও করেন। স্কুল সূত্রে খবর, লটারিতে বাতিল হওয়া এবং অন্য স্কুলে সুযোগ পাওয়া কিছু ছাত্রীর অভিভাবক তাঁদের মেয়েদের এই স্কুলে ভর্তি নিতে আর্জি জানাচ্ছিলেন বারবার। ব্যারাকপুর ডি আই অফিস থেকে আরও ২২ জনকে ভর্তি করানোর কথা জানিয়ে প্রধান শিক্ষিকার কাছে চিঠি এলেও তাদের নেওয়া হয়নি বলে অভিযোগ। এ দিন ব্যারাকপুরের মহকুমা শাসক অজয় পাল বলেন, “ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে আমরা স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি বাকি ছাত্রীদের ভর্তি করে নেওয়ার জন্য। ওঁরা সম্মত হয়েছেন।” স্কুলের পরিচালন সমিতির সম্পাদক চন্দনা মুখোপাধ্যায় বলেন, “এখন সব দিক থেকে চাপ দেওয়া হচ্ছে। জানি না কী করব।” |
ট্রাকে আগুন, আতঙ্ক |
পেট্রোল পাম্পে একটি ট্রাকে আগুন লেগে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার, ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বারাসতের হেলাবটতলায়। পুলিশ জানায়, বৈদ্যুতিক সরঞ্জাম ভর্তি ট্রাকটিতে ব্যাটারির সমস্যা হওয়ায় একটি পেট্রোল পাম্পে ঢোকে। সেখানে আচমকাই ট্রাকে আগুন ধরে। সশব্দে টায়ার ফাটতে শুরু করে। পাম্পে থাকা অন্য গাড়ির আরোহীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাক-চালক, মালিক ও পেট্রোল পাম্প-মালিকের খোঁজ করছে পুলিশ। |
|