টুকরো খবর
দিল্লিতে আলফার প্রচার অফিসে গোয়েন্দা হানা, উধাও দহোটিয়া
খোদ দেশের রাজধানীতে বসেই প্রচার দফতর সামলাচ্ছিলেন পরেশপন্থী আলফার সহকারী প্রচার সচিব, অরুণোদয় দহোটিয়া। আজ এনআইএ অফিসাররা বাড়িটিতে হানা দেন। তবে দহোটিয়া তার আগেই পালান। এনআইএ সূত্রে জানানো হয়, পশ্চিম দিল্লির জনকপুরী এলাকার ওই বাড়িটিতে আদিত্য নামে অসমের এক ছাত্র ভাড়াটে হিসাবে ছিলেন। আদিত্য দিল্লির নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। ওই বাড়িটিতে আলফার গতিবিধি সম্পর্কে জানতে পেরে এনআইএ বেশ কিছুদিন থেকে আদিত্যর মোবাইলে কথা বলার চেষ্টা করছিল। কিন্তু ফোনটি লাগাতার পরিষেবা সীমার বাইরে ছিল। শেষ অবধি, আজ এনআইএ বাড়িটিতে হানা দেয়। কিন্তু দহোটিয়া সেখানে বসে প্রচারের কাজ চালাতেন, এই বিষয়টি প্রমাণ হলেও তাঁকে ধরা যায়নি। আদিত্যর সন্ধান চালাচ্ছে পুলিশ। কতদিন ধরে আলফা বাড়িটি ব্যবহার করছে তা জানতে তদন্ত চলছে।

দাবি মেনে নিন, নবীনকে চিঠি অপহৃত বিধায়কের
হাতে সময় আর মাত্র দু’দিন। বিজেডি বিধায়ক ঝিনা হিকাকার মুক্তির জন্য ওড়িশা সরকারকে ৫ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে মাওবাদীরা। আর তার পরেই মাওবাদীদের সব দাবি মেনে নেওয়ার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কাছে আজ চিঠিতে অনুরোধ জানিয়েছেন হিকাকা। মুখ্যমন্ত্রীকে হিকাকা বলেছেন, তিনি ভাল আছেন। কিন্তু তিনি উপজাতি সম্প্রদায়ের বলেই সরকার তাঁর মুক্তির জন্য যথেষ্ট সক্রিয় নয়। হিকাকার চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর আগেই অন্ধ্র-ওড়িশা সীমানার মাওবাদী নেতা চন্দ্রমৌলি বিধায়কের মুক্তি প্রসঙ্গে বলেন: ‘কোরাপুট ও মালকানগিরিতে মাওবাদীদের শাখা সংগঠন চাষি মূলিয়া আদিবাসী সঙ্ঘের নেতা-সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলি তুলে নিলে এবং তাদের মুক্তি দিলে ঝিকাকাকে ছেড়ে দেওয়া হবে। ৫ এপ্রিলের মধ্যে এই দাবিপূরণ করতে হবে। আমাদের মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।’ ওড়িশায় পরপর অপহরণের জেরে রাজ্য বিদেশি নাগরিকদের মাওবাদী অধ্যুষিত কোরাপুটে প্রবেশ নিষিদ্ধ করেছে। আজই ইতালীয় পর্যটক পাওলো বোসুস্কোর ক্ষতি না করতে আজ মাওবাদীদের কাছে আর্জি জানান মাওবাদী নেতা সব্যসাচী পণ্ডার স্ত্রী শুভশ্রী দাস। পাওলোর মুক্তি নিয়ে সরকারের ঢিলেমিতে কালই হুমকি দেন মাওবাদী নেতা সব্যসাচী। তিনি জানান, পাওলোকে উদ্ধারের জন্য অভিযানের ছক কষছে ওড়িশা সরকার। এর পর পাওলোর ক্ষতি হলে দায়ী থাকবে সরকারই। সেই হুমকির পরিপ্রেক্ষিতেই আজ মাওবাদীদের কাছে আবেদন জানান শুভশ্রী।

মনমোহনের সঙ্গে দেখা করলেন জোশী
অংশুমান মিশ্রের তোলা অভিযোগের ভিত্তিতে কংগ্রেস যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছে, সেই সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা মুরলী মনোহর জোশী। এ মাসেই পিএসির চেয়ারম্যান হিসাবে জোশীর মেয়াদ ফুরোচ্ছে। জোশী নিজে এই পদেই থাকতে চাইছেন। সেই হিসাবে এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কিন্তু জোশীর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, এই বৈঠক নিতান্তই ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ। মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন তিনি। সনিয়া গাঁধীর সঙ্গেও তিনি এই বিষয়ে দেখা করেছেন।

লুঠের দায়ে স্বয়ং ওসি
সরকারি কর্তার কাছ থেকে ৩৫ লক্ষ টাকা ‘লুঠ’ করার অভিযোগে কামরূপের সোনাপুর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। পুলিশ সূত্রে খবর, মৃত্তিকা সংরক্ষণ বিভাগের বিভাগীয় আধিকারিক (দিফু) প্রদীপ দত্ত রবিবার একটি গাড়িতে গুয়াহাটি আসছিলেন। পথে সোনাপুর এলাকায় তল্লাশির জন্য পুলিশ গাড়িটি থামায়। প্রদীপবাবু অভিযোগ করেন, সোনাপুরের ওসি দীপক শইকিয়া নিজে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেন। টাকাটি বিভাগের বলে জানাবার পরেও ওসি পাত্তা দেননি। অথচ টাকা উদ্ধারের খবরও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। গত কাল প্রদীপবাবু পুলিশের সদর দফতরে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। আইজি (মধ্য ও পশ্চিমাঞ্চল) জি পি সিংহ জানান, অভিযোগ পাওয়ার পরেই দীপক শইকিয়াকে থানার দায়িত্ব থেকে সরিয়ে ‘ক্লোজ’ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ রিজার্ভে পাঠানো হয়েছে। একজন এএসপি এক সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষমাভিক্ষার আর্জি নিয়ে তথ্য চায় কোর্ট
রাষ্ট্রপতির কাছে মৃত্যুদণ্ড মকুবের যে সব আবেদন রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত খলিস্তানি জঙ্গি দেবেন্দ্র সিংহ ভুল্লারের একটি আবেদনের শুনানির সময়ে আজ এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অনেক আবেদনের মীমাংসা হতে ১০ বছরেরও বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন ভুল্লারের আইনজীবী কে টি এস তুলসী। এই ধরনের আর্জির মীমাংসা হতে দেরি হলে মৃত্যুদণ্ড মকুবের পক্ষে আগেই সওয়াল করেছিলেন আইনজীবী রাম জেঠমলানী। এই মামলাতেও সেই বক্তব্যই পেশ করেছিলেন তিনি। জেঠমলানীর মতে, আর্জির ফয়সালায় দেরি হলে আসামিকে আরও যন্ত্রণার দিকে ঠেলে দেওয়া হয়। বিচারপতি জি এস সিঙ্ঘভি ও বিচারপতি এস জে মুখোপাধ্যায়ের বেঞ্চের মতে, ওই আসামিদের কসাইয়ের কাছে যাওয়ার আগে পশুদের মতো মানসিক অবস্থা হতে পারে।

ল্যান্ডমাইন উদ্ধার
সারান্ডার ছোট নাগরার জঙ্গল থেকে উদ্ধার হল হয়েছে ২৫ কেজি ওজনের একটি ল্যান্ডমাইন। মিলেছে একটি কৌটোবোমা। গত কাল যৌথ বাহিনীর তল্লাশিতে মাইন এবং বোমা উদ্ধার হয়েছে বলে জানান রাজ্য পুলিশের মুখপাত্র রাজকুমার মল্লিক।

তথ্য দিতে সময় চান সেনাপ্রধান
ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ নিয়ে বিস্তৃত তথ্য জানাতে সিবিআইয়ের কাছে আরও কিছু দিন সময় চাইলেন সেনাপ্রধান বিজয়কুমার সিংহ। টাট্রা ট্রাক বিক্রির জন্য অবসরপ্রাপ্ত সেনা অফিসার তেজেন্দ্র সিংহ তাঁকে ঘুষ দিতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন সেনাপ্রধান। অভিযোগের তদন্ত করছে সিবিআই। তদন্ত শুরুর আগে সেনাপ্রধানের কাছ থেকে তথ্য চেয়েছে সিবিআই। আজ টাট্রা ট্রাক নির্মাতা সংস্থার চেয়ারম্যান রবি ঋষিকে ফের জেরা করেছে সিবিআই। ভারত আর্থ মুভার্স লিমিটেডের মাধ্যমে সেনাকে ট্রাক সরবরাহ করে রবি ঋষির সংস্থা। আর্থ মুভার্স ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্তাদেরও জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।

এলসিডি কৌরকে, তদন্তের নির্দেশ
জেলে পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিবি জাগির কৌরকে ‘ভিভিআইপি’ খাতির করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন রাজ্যের ডিজিপি (কারা) শশী কান্ত। জেলে কৌরকে এলসিডি টিভি ও অন্য সুযোগসুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কান্ত বলেন, ‘এক আই জি পদাধিকারী অফিসারকে জেলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করতে বলা হয়েছে।

অনাবৃষ্টিতে নাকাল অসম
তৃষ্ণার্ত ধরণী। গুয়াহাটির উপান্তে চন্দ্রপুর গ্রামে ফুটিফাটা খেতের ছবি তুলেছেন ঊজ্জ্বল দেব।
টানা কয়েক মাসের অনাবৃষ্টিতে অসমে খরাসদৃশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি দাঁড়িয়েছে ৭১ শতাংশ। এর আগে ২০০৯ সালে ৫৬ শতাংশ ঘাটতি বৃষ্টির ধাক্কায় অসমের ১৪টি জেলাকে খরকবলিত হিসাবে ঘোষণা করা হয়েছিল। রাজ্যের কৃষি উৎপাদন কমিশনার রামতীর্থ জিন্দল জানান, অনাবৃষ্টির ফলে রাজ্যে ফসলের উৎপাদন এখনই ১০ শতাংশ কমেছে। গুণগত মানও খারাপ হতে বাধ্য। জানুয়ারি থেকে মার্চ, রবি শস্যের জন্য গুরুত্বপূর্ণ। সেই সময়েও কোনও জল পায়নি মাটি। হয়নি কালবৈশাখীও।

ধরা দেওয়া জঙ্গি খুন
ঝাড়খণ্ডের গুমলায় খুন হলেন প্রাক্তন এক নকশালকর্মী। নিহতের নাম বিনোদ ওরাও। একদা পিএলএফআই-এর কর্মী বিনোদ বছর দুয়েক আগে আত্মসমর্পণ করেন। কাল আততায়ীরা খুব কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলেই মারা যান তিনি


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.