খাস কলকাতাতেই জল নিয়ে ঝগড়ার জেরে খুন হলেন একটি বাড়ির প্রৌঢ় দারোয়ান। রবিবার ঘটনাটি ঘটে বড়বাজার থানা এলাকার আর্মেনিয়ান স্ট্রিটে। বাড়ির কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়েছিল। তার জেরেই পিটিয়ে মারা হয় ওই বাড়ির প্রৌঢ় রক্ষীকে। পুলিশ জানায়, নিহতের নাম রামলাল পাণ্ডে (৬২)। এই ঘটনায় মহেশ মাহাতো ও সুরেন্দ্র মাহাতো নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ ৩৪ নম্বর আর্মেনিয়ান স্ট্রিটে ওই বাড়ির কল থেকে জল নিতে গিয়েছিলেন কয়েক জন মালবাহক। তা নিয়ে রামলালের সঙ্গে বচসা বাধে তাঁদের। নেশাগ্রস্ত অবস্থায় ওই মালবাহকেরা লাঠি দিয়ে রামলালকে মারধর করেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, লাঠির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাঁকে প্রথমে বিশুদ্ধানন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে রামলালকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
এক বধূকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন তাঁর স্বামী, শাশুড়ি ও দুই দেওর। রবিবার, বাগুইআটিতে। মৃতার নাম রিঙ্কু ঘোষ (২৪)। পুলিশ জানায়, আড়াই বছর আগে আশিস বাগুইয়ের সঙ্গে বিয়ে হয় রিঙ্কুর। তাঁদের সাত মাসের সন্তান আছে। এ দিন রিঙ্কুর ঝুলন্ত দেহ মেলে শ্বশুরবাড়িতে। তাঁর বাবার অভিযোগ, বিয়ের পর থেকে রিঙ্কুর উপর নির্যাতন চলত। তাঁকে খুন করা হয়েছে।
|
এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার, ঠাকুরপুকুরে। মৃতের নাম বিষ্ণু দাস (৩০)। পুলিশ জানায়, বিষ্ণু একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করছিলেন। হঠাৎ একটি লোহার পাইপ তাঁর মাথায় পড়ে। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|