সম্প্রতি লন্ডনের উইল্টসায়রে আকাশছোঁয়া দামে নিলাম হল অভিশপ্ত প্রমোদতরী টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রীদের শেষ বার দেওয়া খাদ্যতালিকা, ভাঁড়ার ঘরের চাবির গোছা, ডেপুটি ক্যাপ্টেনের লেখা চিঠি-সহ কয়েকশো সামগ্রী। একশো বছর আগে, ১৪ এপ্রিল হিমশৈলতে ধাক্কা লেগে অতলান্তিকের জলে ডুবে গিয়েছিল জাহাজটি। তাতে ছিলেন ২০০০-এরও বেশি যাত্রী। মৃত্যু হয়েছিল ১৫২২ জনের। এর মধ্যে সব চেয়ে বেশি দাম উঠেছে খাদ্যতালিকাটির। সেটি নিলাম হয়েছে ৭৬০০০ পাউন্ডে। নিলামের আয়োজক অ্যান্ড্রিউ অ্যালড্রিজ বলেন, সেই সময়ের সেরা রেস্তোরাঁ ছিল টাইটানিকেই। যার প্রমাণ মিলছে খাদ্যতালিকায়। জাহাজটি থেকে লাইফবোটের সাহায্যে তীরে পৌঁছন তৎকালীন প্রভাবশালী ব্যাঙ্ক ব্যবসায়ী ওয়াশিংটন ডজের স্ত্রী ও ছেলে। রুথের ব্যাগ থেকেই মিলেছে ওই খাদ্যতালিকা। এ ছাড়া ৫৯০০০ পাউন্ডে নিলাম হয়েছে ভাঁড়ার ঘরের চাবির গোছা। জানা গিয়েছে, জাহাজ-কর্মী স্যামুয়েল হেম্মিংয়ের ব্যবহার করতেন ওই চাবির গোছা। সেটি কিনেছেন এক মার্কিন সংগ্রাহক। টাইটানিকের এক পদস্থ নৌ-অফিসার হেনরি ওয়াইল্ডের পরিবারকে লেখা একটি চিঠি ২৯০০০ পাউন্ডে কিনেছেন এক ব্রিটিশ সংগ্রাহক। জাহাজ-ডুবিতে মারা গিয়েছিলেন ওয়াইল্ড।
|
চব্বিশ ঘণ্টা আতঙ্কে কাটানোর পর অবশেষে মালয়েশিয়ার সান্দাকান বন্দরে পৌঁছলেন প্রমোদতরী ‘দ্য আজামারা কোয়েস্ট’-এর যাত্রীরা। জাহাজটিতে ৫৯০ জন যাত্রী এবং ৫৮ জন ভারতীয়-সহ ৪১১ জন কর্মী ছিলেন। ১৭ দিনের দক্ষিণ-পূর্ব এশিয়া ভ্রমণের এই জাহাজের এই যাত্রীদের অধিকাংশই ছিলেন ব্রিটিশ এবং ইউরোপীয়। জাহাজটির এক ব্রিটিশ যাত্রী ডোবোরা গারনেট জানিয়েছেন, শুক্রবার রাতে যাত্রীদের নৈশভোজের সময়েই আগুন লেগে যায় জাহাজের একটি ইঞ্জিন ঘরে। ধোঁয়ায় ঢেকে যায় খাবার ঘরটি। সঙ্গে সঙ্গে যাত্রীদের সেখান থেকে বের করে দেওয়া হয়। বিপদ আঁচ করে প্রত্যেককে লাইফ জ্যাকেটও দেওয়া হয়। তার পর থেকে প্রতিটি মুহূর্তই চরম আতঙ্কে কেটেছে প্রত্যেকের। আগুন লাগার পর যাত্রীদের সুরক্ষিত ভাবে গন্তব্যে পৌঁছনোর সান্দাকানের উদ্দেশে দক্ষিণ ফিলিপিন সাগর ধরে চলতে শুরু করে জাহাজটি। বন্দরের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে প্যাট্রল বোটে করে যাত্রীদের বন্দরে পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হয়। জাহাজ কতৃর্পক্ষ জানান, ধোঁয়ায় ৫ জাহাজকর্মীর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। তবে কোনও যাত্রীর ক্ষতি হয়নি। জাহাজটির মেরামতি না হওয়া পর্যন্ত তার সব ক’টি যাত্রা বাতিল করা হয়েছে।
|
কিউবাবাসীর জন্য সুখবর। পোপ ষোড়শ বেনেডিক্টের আবেদনে সাড়া দিয়ে আগামী সপ্তাহে ‘গুড ফ্রাইডে-কে’ ছুটির দিন বলে ঘোষণা করল কিউবার কমিউনিস্ট সরকার। সম্প্রতি কিউবা সফরে এসে এই আর্জি জানান পোপ। এক সরকারি সূত্র জানায়, শুধু এ বছরের জন্যই এই দিনটিতে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনে তা বহাল থাকবে কি না, সে বিষয়ে পরে জানানো হবে। ১৯৬০ সালের পর, ধর্মীয় উৎসবের দিনে ছুটি নিষিদ্ধ হয়ে যায় কিউবায়। যদিও এর আগে, ১৯৯৮ সালে পোপ বেনেডিক্টের পূর্বসূরি, পোপ জন পল দ্বিতীয়র আবেদনের পর বড়দিনের দিন ছুটির ঘোষণা করেছিলেন ফিদেল কাস্ত্রো। হঠাৎ করে পাওয়া এই ছুটিতে স্বভাবতই খুশি কিউবাবাসী। ছুটির দাবির পাশাপাশি সরকারের কাছে কিউবাবাসীদের জন্য আরও অধিকার ও স্বাধীনতার পক্ষে সওয়াল করেন পোপ। নিন্দা করেন কিউবার উপর ৫০ বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার।
|
ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় তাইল্যান্ডে বাড়ছে নিহতের সংখ্যা। কাল দক্ষিণ তাইল্যান্ডের ইয়ালা শহরের তিনটি বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই সংখ্যা বেড়ে হল ১৪। কাল সঙ্গখোলা প্রদেশের হাত ইয়া শহরে লি গার্ডেনস প্লাজা হোটেল এবং শপিং মলে বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় পাঁচ জন নিহত হন। জখম হন সাড়ে তিনশোরও বেশি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীরাই বোমাটি রেখেছিল বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু এর সঙ্গে জঙ্গিদের কোনও যোগাযোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। হাত ইয়া শহরের মেয়র ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছেন, জঙ্গি হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। |