ছাদ টপকে ধর্ষণের ঘটনার পর হোটেলের বেআইনি ভেঙে অংশ দিল শিলিগুড়ি পুরসভা। শনিবার সকালে হিলকার্ট রোডের একটি হোটেলের বেআইনি ছাদ ভেঙে দেয় পুরসভার কর্মীরা। বৃহস্পতিবার রাতে ওই হোটেলের ৫ জন কর্মীর বিরুদ্ধে ছাদ টপকে পাশের একটি বহুতলে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। সে সময় অভিযোগ ওঠে, পুরবিধি অনুযায়ী দুটি বহুতলের দূরত্ব ৮ ফুট থাকার কথা। কিন্তু দূরত্ব রয়েছে ৩ ফুট। সেই সুযোগে ধর্ষণকারীরা ছাদ টপকে বহুতলে গিয়ে ধর্ষণ করে। তার পরই এ দিন পুরকর্মীরা বেআইনি অংশ ভাঙতে সেখানে যায়। যদিও দুই ভবনের দূরত্ব কমাতে পুরসভা এখনও সঠিক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পুরসভার অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার দীপক দত্ত বলেন, “হোটেলের ছাদ নিয়ে অভিযোগ ছিল। তা ভাঙা হয়েছে। বাকি অভিযোগ দেখা হবে।” হোটেল মালিক গদাই ঘোষ বলেন, “যেটুকু বেআইনি ছিল তা ভাঙা হয়েছে।”
|
ঘরে ঢুকে এক আলু ব্যবসায়ীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে মাথাভাঙা থানার গোপালপুরে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম কইরুল হক (৩৫)। এলাকায় তিনি তৃণমূল সমর্থক বলে পরিচিত। পুলিশ জানিয়েছে, ওই রাতে ঘরে ঢুকে কইরুলের স্ত্রী ও ছেলেমেয়েদের মুখ চেপে ধরে কইরুলকে কোপায়। নিয়ে যায় কইরুলের মোবাইল। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। জেলা পুলিশ সুপার প্রণব দাস বলেন, “খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। নিহতের গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মোবাইল টেলিফোনটি কেন দুষ্কৃতীরা নিয়ে গেল দেখা হচ্ছে।”
|
অল্পের জন্য রক্ষা পেলেন উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার দুপুরে তুফানগঞ্জের দড়িয়াবালাই স্নান মেলা থেকে তিনি নিজের গাড়িতে কোচবিহার ফিরছিলেন। সেই সময় তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকায় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয় রবীন্দ্রনাথবাবুর গাড়িতে। রবীন্দ্রনাথবাবু বলেন, “সামনের একটি গাড়িকে ওভারটেক করে ওই ট্রাকটি আচমকা আমার গাড়িতে ধাক্কা দেয়। ডান হাতে চোট লেগেছে।”
|
অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল পাঁচটি বাড়ি এবং গুদামে মজুত ধান-পাট। মারা গিয়েছে ৮টি গরু। শুক্রবার গভীর রাতে বালুরঘাট দমকলকেন্দ্রের পাশের গ্রাম খানপুর এলাকার ঘটনা। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে চারজন বাসিন্দা সামান্য জখম হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। খানপুর গ্রামের ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ ঘোষ শস্য মজুতের ব্যবসা করেন। তাঁর গোয়ালঘর থেকে আগুন ছড়ায়।
|
পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালাল একদল ছাত্র। শনিবার দুপুরে আলিপুরদুয়ারের গোবিন্দ হাইস্কুলের ঘটনা। সেখানে আলিপুরদুয়ারের ম্যাকউলিয়াম কলেজিয়েট এবং শান্তিদেবী হাইস্কুলের সিট পড়েছে। এ দিন উচ্চমাধ্যমিকের অঙ্ক এবং দর্শনের পরীক্ষা ছিল। বিজ্ঞান বিভাগের এ দিন ছিল শেষ পরীক্ষা। প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী জানান, পরীক্ষার শেষে ১০-১২টি ঘরে একদল ছাত্র বেঞ্চের উপর উঠে সিলিং ফ্যানগুলি দুমড়ে মুচড়ে দেয়। টেবিল ভাঙচুর করে শিক্ষকদের সামনে চেয়ার ফেলে দেয়। বাইরে গিয়ে স্কুলের ছাদে ঢিল ছোড়ে বলে অভিযোগ। পরে স্থানীয় যুবকেরা গিয়ে পরিস্থিতি সামলায়। পরে পুলিশ যায়। শিক্ষক-শিক্ষিকাদের একাংশ জানান, কড়া নজরদারির জন্য ছাত্ররা এই কাজ করেছে।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে দিনহাটা থানার ব্রহ্মানিরচৌকি গ্রামে। নরেশ বর্মন (৪৪)। ওই দিন দুপুরে জমি নিয়ে বিবাদের জেরে নরেশবাবুর সঙ্গে তার ভাগ্নের গণ্ডগোল হয়। সেই সময় মামা-ভাগ্নের হাতাহাতি হয় বলে অভিযোগ। তখনকার মত বিবাদ মিটে গেলেও রাতে মামা নরেশবাবু অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয়। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট এলে সব স্পষ্ট হবে।”
|