জেলা পরিষদের বাজেট পাস করানোই নয় কংগ্রেসের সমর্থনে বামফ্রন্ট পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের আগামী তিন মাসের ‘ভোট অন অ্যাকাউন্ট’ও শনিবার পাস হয়ে গেল। সেই সঙ্গে এ দিন ওই জেলা পরিষদের ২০১২-১৩ অর্থ-বর্ষের খসড়া বাজেটও পেশ করা হয়। এর আগে গত ২৪ মার্চ কংগ্রেসের সমর্থনে জেলা পরিষদের ২০১১-১২ অর্থ-বর্ষের বাজেট পাস করানো হয়। মুর্শিদাবাদ জেলা পরিষদে ভোটাধিকার থাকা ১০৩ জনের মধ্যে এ দিনের বাজেট-সভায় ছিলেন ৭৮ জন। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সিপিএমের সোমনাথ সিংহ রায় বলেন, “৭৮ জনের মধ্যে ছিলেন বামফ্রন্টের ৪৮ জন এবং কংগ্রেসের ৩০ জন। সবাই সহমত হয়ে ‘ভোট অন অ্যাকউন্ট’ পাস করিয়েছেন।” তবে সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জেলা পরিষদের ছয় সদস্যের কেউই এ দিনের বাজেট-সভায় ছিলেন না।
তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পরিষদের পরিষদীয় নেতা বাণী ইস্রাইলের বক্তব্য, “কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের অশুভ আঁতাতের ফলেই এ দিন বাজেটের সভা ডাকা হয়। তাই তৃণমূলের পক্ষ থেকে ওই বাজেট সভা বয়কট করা হয়।” নওদার বিধায়ক কংগ্রেসের আবু তাহের অবশ্য বলেন, “গত বিধানসভা নির্বাচনের পরে ভোটাধিকারের হিসাবে মুর্শিদাবাদ জেলা পরিষদে বামেরা সংখ্যালঘু হয়ে গিয়েছিলেন। ফলে, কংগ্রেসের সমর্থন ছাড়া বাজেট পাশ করানো অসম্ভব হয়ে পড়ে। এ দিন খসড়া বাজেট পেশ করা ও ‘ভোট অন অ্যাকাউন্ট’ পাস করা না হলে জেলা পরিষদে অচলাবস্থা দেখা দিত।” মুর্শিদাবাদের জেলাশাসক রাজীব কুমার বলেন, “নিয়ম-বিধি মেনে এ দিন খসড়া বাজেট পেশ করা এবং ‘ভোট অন অ্যাকউন্ট’ পাস করানো হয়েছে। এ দিনের সভা ও সভার সিদ্ধান্ত বৈধ।”
|
বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে হামলা
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় লক্ষ করে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ চলল গুলি-বোমা। ওই ঘটনায় কার্যালয়ের জানালার কাঁচ ভেঙেছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি ৭.৫৫ বোরের কার্তুজও উদ্ধার করেছে। জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কার্যালয়ে দুই নৈশ প্রহরী ছিলেন। বোমা-গুলির আওয়াজ পেয়ে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। ওই দুই প্রহরীর দাবি, সেই সময় তাঁরা ৬-৭ জনকে মোহন হাউস মোড়ের দিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। জেলা কংগ্রেস মুখপাত্র অশোক দাসের অভিযোগ, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।” জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য তৃণমূলের নাম না করে বলেন, “সিপিএমের ৩৪ বছরের জমানাতেও কখনও পার্টি অফিস এ ভাবে আক্রান্ত হয়নি। আমাদেরকে যাদের পছন্দ নয় তাদের আশ্রিত দুষ্কৃতীরাই আমাদের চমকাতে এই কাজ করেছে।” বহরমপুর থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে ওই কার্তুজ দু’টি উদ্ধার করেন। তিনি বলেন, “পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।” |