আজকের শিরোনাম
হাইড রোডে সমর্থকদের হাতে প্রহৃত তৃণমূল কাউন্সিলর
সমর্থকদের হাতে প্রহৃত হলেন তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম। কোল বার্থ রোডে নিজেদের উদ্যোগে বাম্পার তৈরি করছিল স্থানীয় তৃণমূল সমর্থকরা। অভিযোগ, সেই সময় কিছু সমর্থক নিয়ে রামপেয়ারেবাবু সেখানে আসেন এবং বাম্পার তৈরি করার বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা থেকে শেষ পর্যন্ত হাতাহাতির পর্যায়ে গড়ায় বিষয়টি। স্থানীয় সমর্থকদের পক্ষ থেকে আরও বলা হয়, তিনি জোর করে বাম্পার তৈরির কৃতিত্ব নিতে এসেছিলেন। এটা মেনে নিতে পারেননি তাঁরা। ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রামপেয়ারে রাম।

পুলিশ কমিশনারকে তিরস্কার কলকাতা হাইকোর্টের
আমহার্স্ট স্ট্রিট থানার কেস নিয়ে গাফিলতি করার জন্য পুলিশ কমিশনারকে রীতিমত তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ অমান্য করেন তিনি। দ্রুত বিষয়টিকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও সমস্ত রকম কেসের যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টিকেও দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পরই তড়িঘড়ি তিনি সমস্ত পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সমস্ত কেস ডায়েরি আপডেট করা, জনসংযোগ বাড়ানো, গুরুত্বপূর্ণ মামলার জেরা ও ভিডিও রেকর্ডিং-সহ নানা বিষয় এই বৈঠকে আলোচনা করা হয় বলে জানা গেছে।

রাজ্য মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যানের নাম সুপারিশ
রাজ্য মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান পদের জন্য রাজ্যপালের কাছে অশোক গঙ্গোপাধ্যায়ের নাম সুপারিশ করে বিধানসভার নির্বাচন কমিটি। অশোকবাবু সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। অন্যদিকে রাজ্য তথ্য কমিশনারের পদের জন্য জি ডি গৌতমের নাম সুপারিশ করা হয়েছে। তিনি বর্তমানে স্বরাষ্ট্রসচিব।

কাজে গরহাজির, বেতন কাটা গেল অর্থ দফতরের কর্মীদের
২৮ ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটে কাজে অনুপস্থিতি থাকার কারণে অর্থদফতরের ৩৯ কর্মীর বেতন কেটে নেওয়া হল। শুধু তাই নয় চাকরি জীবনের মেয়াদ থেকে একদিন কমেও গেল। সমস্ত সরকারি কর্মচারিদের ওই দিন কাজে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সরকারি তরফে খোঁজ নিয়ে দেখা যায় প্রায় ৬৬ হাজার কর্মীর গরহাজির ছিলেন। তাঁদের প্রত্যেককে শোকজ করা হয়। এঁদের মধ্যে ১৬ হাজার কর্মীর দেওয়া উত্তর সন্তোষজনক বলে মনে করেছে রাজ্যসরকার।

ট্যাক্সির মিটার বদলানোর নির্দেশ হাইকোর্টের
সমস্ত ট্যাক্সি চালকদের ৩১ মার্চের মধ্যে ইলেকট্রনিক প্রিন্টার-সহ মিটারের জন্য আবেদন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্ধারিত দিনের মধ্যে আবেদন না করলে পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত ট্যাক্সি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়া, ভাড়ার রসিদ না দেওয়া ইত্যাদি নানা অভিযোগের ভিত্তিতে যাত্রীদের পক্ষ থেকে জনস্বার্থ মামলা করেন এক বিশিষ্ট আইনজীবী। সেই মামলার শুনানি ছিল আজ। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। কিন্তু তাদের এই আবেদন খারিজ করে হাইকোর্ট। পাবলিক ভেহিক্যালসের আওতায় থাকা ১৫ হাজার ট্যাক্সিতে এখনও পর্যন্ত এই মিটার আছে। ইলেকট্রিক প্রিন্টার-সহ মিটারের সুবিধা হল, এতে ট্যাক্সির নম্বর, মালিকের নাম, কত কিলোমিটার চলেছে ইত্যাদি সবকিছুই থাকবে যা যাত্রীদের পক্ষে সহায়ক হবে বলে আশা করেছেন আবেদনকারীরা।

বিষমদ কাণ্ড: ক্ষতিপূরণের স্থগিতাদেশের মেয়াদ বাড়ল
সংগ্রামপুর বিষমদ কাণ্ডে ১৭২ জনের মৃত্যুর পরই রাজ্যসরকার থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী চিত্তরঞ্জন পান্ডা। জনস্বার্থ মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়, এই ক্ষতিপূরণ চোলাই মদের কারবারকে আরও বেশি প্রশ্রয় দেবে। কলকাতা হাইকোর্ট এই মামলার ভিত্তিতে সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। আর দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে বলে ক্ষতিপূরণের উপর স্থগিতাদেশ জারি করে। ৬ সপ্তাহের এই স্থগিতাদেশের মেয়াদ আজ শেষ হওয়ায় ফের ছয় সপ্তাহের মেয়াদ বাড়াল হাইকোর্ট।

সংবাদমাধ্যম নিগ্রহে উত্তাল বিধানসভা
বর্ধমান মেডিক্যাল কলেজে সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে আজ উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিরোধিরা এই ঘটনায় মুখ্যমন্ত্রীর জাবাবদিহির দাবি করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিধানসভায় গণতন্ত্রসম্মত তর্ক-বিতর্ক হওয়া উচিত। দুপক্ষই দুপক্ষের বক্তব্য শুনবে। কিন্তু বিরোধিরা ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন। সেটা কাম্য নয়। সাংবাদিক নিগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, স্কুল, কলেজ ও হাসপাতাল-এইসব প্রতিষ্ঠানগুলিতে সংবাদমাধ্যমকে যখন তখন ঢুকতে দেওয়া উচিত নয়। এতে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও ডাক্তারদের কাজে ব্যাঘাত ঘটে। শেষে বলেন, সাংবাদিক নিগ্রহের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্বিতীয় পর্যায়ের অধিবেশনে সুব্রত মুখোপাধ্যায় বলেন, সরকার দৃশ্যদূষণের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই প্রসঙ্গে তিনি বিধানসভায় সুশান্ত ঘোষের উপস্থিতিকে ‘দৃশ্যদূষণ’ বলে মন্তব্য করায় বামেদের বিরোধিতার জেরে আবার উত্তাল হয়ে ওঠে সভা।

গোলপার্কে বহুতলে আগুন, মৃত এক
আজ ভোর ৪:১০ নাগাদ আগুন লাগে গোলপার্কের কেয়াতলার একটি বহুতলের চারতলার ফ্ল্যাটে। ভোরবেলা ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ফ্ল্যাটের গৃহকর্তার। আহত তিন জনকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। সম্ভবত এসি-র শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।

বোট ধর্মঘট, ব্যাহত ব্যাঘ্র প্রকল্পের নজরদারি
পারিশ্রমিক বৃদ্ধি ও সরকারি নির্দেশিকার প্রতিবাদে ধর্মঘট শুরু করল সুন্দরবন বোট কমিটি। এর ফলে ব্যাহত হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের নজরদারি। প্রসঙ্গত এতদিন পর্যন্ত সুন্দরবন বোট সমিতির ৩৬ টি বোট ভাড়া নিয়েই চলত নজরদারির কাজ। এরজন্য বোটপিছু নির্দিষ্ট টাকা মাসিক ভিত্তিতে পেতেন বোট মালিকরা। কিন্তু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নতুন করে টেন্ডার ডেকে ট্রেজারির মাধ্যমে টাকা দেওয়া হবে বোট মালিকদের। এতেই ক্ষিপ্ত বোট মালিকরা ধর্মঘট শুরু করেন। আপাতত ১৮ টি সরকারি বোট দিয়েই চলছে নজরদারির কাজ। পাশাপাশি অচলাবস্থা কাটাতে বোট সমিতির সঙ্গে আলোচনা শুরু করেছে কর্তৃপক্ষ।

পেট্রোল পাম্পে দেহ উদ্ধার
আজ সকালে বালি থানার বাদামতলায় এক ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম কানাইলাল দাস। তিনি ওই পাম্পেরই প্রাক্তন কর্মী। তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ।

হন্ডুরাসে বন্দি সংঘর্ষ, মৃত ১৩
হন্ডুরাসের এক কারাগারে বন্দিদের নিজেদের মধ্যে সংঘর্ষে মৃ্ত্যু হল কমপক্ষে ১৩ জনের। বেসরকারি মতে মৃতের সংখ্যা ১৮। আহত শতাধিক। প্রসঙ্গত ২০০৪ সালে এই জেলেই বন্দি সংঘর্ষে মৃত্যু হয়েছিল ১০৪ জন বন্দির। হন্ডুরাসের জেলে বেড়ে চলা বন্দি সংখ্যার জন্যই এই ধরণের সংঘর্ষ বেড়ে চলেছে বলে অভিমত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত কাল যে জেলে সংঘর্ষ হয়, সেখানে প্রায় ২৪০০ বন্দি থাকলেও সর্বাধিক বন্দিসংখ্যা হওয়া উচিত্ ৮০০।

জাল নোট চক্রের পান্ডা গ্রেফতার
আজ সকালে মালদহের বৈষ্ণবনগর থেকে এক জাল নোট চক্রের পান্ডাকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম লুফতার হক। অন্ধ্রপ্রদেশ পুলিশের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ তাকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ ও সিআইডির বিশেষ দল। বাংলাদেশ থেকে জাল নোট আমদানি করে দক্ষিণ ভারতে পাচার করত সে।

শিলিগুড়িতে গণধর্ষণ, ধৃত ৫
শিলিগুড়ির সেবক রোডের কাছে এক হোটেলে এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে ওই পাঁচ অভিযুক্ত তাঁকে হোটেলেরই লাগোয়া ছাদে ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ জানান ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে আজ ওই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.