রাজ্য জুড়ে প্রতিবাদের জেরে আপাতত স্থগিত হয়ে গেল পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহ হত্যায় অন্যতম অভিযুক্ত বব্বর খালসা জঙ্গি বলবন্ত সিংহ রাজোয়ানার ফাঁসি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল রাতে জানান, রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়েছেন রাষ্ট্রপতি। বলবন্তের ফাঁসি রুখতে যে আর্জি তাঁরা জানিয়েছিলেন, রাষ্ট্রপতি সেটি গ্রহণ করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রক এখন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকার, কেন্ত্রীয় আইন মন্ত্রক-সহ বিভিন্ন মহল থেকে মতামত চেয়ে পাঠাবে। সেগুলি হাতে পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করা হবে। তার পরই রাষ্ট্রপতি এ বিষয়ে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। যত দিন না এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়, তত দিন ফাঁসি স্থগিত রাখা হচ্ছে।
তবে কংগ্রেস সূত্রের খবর, নলিনী বা আফজল গুরুর মতো বলবন্তের ফাঁসির বিষয়টিও আপাতত ঠাণ্ডা ঘরেই পাঠাতে চাইছে কেন্দ্র। কারণ, স্থানীয় মানুষের আবেদন উপেক্ষা করে বলবন্তকে ফাঁসি দিলে খলিস্তানি আবেগ বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে রাজ্যে ক্ষমতাসীন অকালি দলের রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়লেও চরমপন্থী খলিস্তানিদের নিয়ন্ত্রণে রাখা শক্ত হবে। রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই এই মুহূর্তে ফাঁসি কার্যকর করার রাস্তায় হাঁটতে চাইছে না কেন্দ্র।
বলবন্তের ফাঁসির প্রতিবাদে এ দিন পঞ্জাবে বন্ধ হয়। ঘটে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশের ৬০ হাজার কর্মীর পাশাপাশি কাজে লাগানো হয়েছে ১৫ কোম্পানি আধা-সামরিক বাহিনীর জওয়ানকেও। চণ্ডীগড়, জালন্ধর-সহ একাধিক জায়গায় ১৪৪ ধারাও বলবৎ করা হয়েছে। |