উড়ো ফোনে উল্টোডাঙার কাছে একটি শপিং মলে ছড়াল বোমাতঙ্ক। বেলা ১২টা নাগাদ মলের অফিসের ল্যান্ড ফোনে জানানো হয় যে মলে বোম রাখা আছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শপিং মলটি খালি করে দেয়। মলের নিরাপত্তা রক্ষী ও কিছু বিভাগীয় কর্তা ব্যক্তি ছাড়া সকলকেই বের করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ কুকুর, বম্ব স্কোয়াডও। তবে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা সহ উত্তরবঙ্গ কেঁপে উঠল ভূমিকম্পে। আজ ভোর ৫টা ১০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল ৪ সেকেন্ড। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯। ভারত-নেপাল সীমান্ত এই ভূমিকম্পের কেন্দ্র বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
|
দুষ্কৃতিদের কুড়ুলের কোপে আহত রতুয়া থানার ওসি |
মালদার রতুয়ায় ১০০ দিনের কাজে গতকাল দুর্নীতির অভিযোগ দায়ের করেন রতুয়ার বিডিও। এই অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান চালায় পুলিশ। দুর্নীতির সঙ্গে যুক্ত দুষ্কৃতিরা পাল্টা হামলা চালায় পুলিশের উপর। কুড়ুলের কোপে গুরুতর আহত হন রতুয়া থানার ওসি এবং আরও দুই পুলিশ কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের একাংশ জড়িত বলে দাবি পুলিশের। আপাতত একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা পলাতক।
|
চিকিৎসায় গাফিলতি, ভাঙচুর দুর্গাপুর মহকুমা হাসপাতালে |
চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর চালাল বিক্ষুব্ধ জনতা। মাথায় আঘাত লাগায় আজ সকালে এক রোগীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কিন্তু প্রায় আড়াই ঘন্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় ওই রোগীকে, এমনকী জরুরি বিভাগের কোনও ডাক্তারও দেখতে আসেননি বলে অভিযোগ রোগীর পরিবারের। বিনা চিকিৎসায় দীর্ঘ ক্ষণ ফেলে রাখার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে বাঁকুড়া বা বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলে, তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে রোগীর পরিবারের লোকজন। এর পর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় তারা। কেন এত ক্ষণ রোগীকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হল তার সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার পাল্টা অভিযোগ জানিয়েছে তারা। |