টুকরো খবর
আলোচনায় জোর মনমোহন-গিলানির
ভারত-পাক আলোচনা প্রক্রিয়া আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন দু’দেশের প্রধানমন্ত্রী। গত কাল রাতে সোলে সৌজন্য-সাক্ষাতের সময় এই বিষয়টির উপরেই বিশেষ জোর দেন মনমোহন সিংহ ও ইউসুফ রাজা গিলানি। সোলে পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ বৈঠকে যোগ দিতে এলেও দু’জনের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল না। কিন্তু সম্মেলনের শেষে দুই রাষ্ট্রপ্রধান করমর্দন করেন। সৌজন্যমূলক আদানপ্রদান হয়। ছবিও তোলা হয়।
ছবি: পিটিআই।
বিদেশ মন্ত্রক জানায়, “দুই প্রধানমন্ত্রীই দ্বিপাক্ষিক আলোচনা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন।” পরে পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার বলেন, “দু’দেশের রাজনৈতিক নেতৃত্বই সম্পর্কের জটগুলি ছাড়াতে আগ্রহী। পারস্পরিক আস্থার ঘাটতি দূর করাও আমাদের লক্ষ্য।”
ক্যামেরনের চোখে মারিয়ানা খাত
অদ্ভুত রকমের শান্ত সেই পরিবেশ, কেউ কোথাও নেই যেন অন্য কোনও গ্রহে এসে পড়েছি পৃথিবীর গভীরতম বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত ঘুরে এসে চিত্রপরিচালক জেমস ক্যামেরন এ রকম অভিজ্ঞতাই ভাগ করে নিলেন সাংবাদিকদের সঙ্গে। জানালেন, তাঁর পরিচালিত সিনেমা ‘অ্যাবিস’-এর মতো অত রঙিন নয় সমুদ্র। বরং অনেকটা সাদা কালো চলচ্চিত্রের মতো সেখানকার পরিবেশ। সেই সঙ্গে জলের প্রচণ্ড চাপ। প্রতি বর্গ ইঞ্চিতে ১৬ হাজার পাউন্ড জলের চাপে এই অভিযানের জন্য বিশেষ ভাবে তৈরি ডুবোজাহাজ তিন ইঞ্চি চেপ্টে গিয়েছে। ডুবোজাহাজের ভেতরের জায়গা এত ছোট ছিল যে, কোনও রকমে বসে থাকতে পেরেছিলেন ক্যামেরন। জানালেন, শুধুমাত্র চিংড়ির মতো সাদাটে রঙের এক ধরনের প্রাণীই সেখানে দেখতে পেয়েছেন তিনি। সমুদ্রের প্রায় ১১ কিলোমিটার নীচে ত্রিমাত্রিক বেশ কিছু ছবি ও ভিডিও তুলেছেন তিনি। কিন্তু দুঃখ একটাই। ডুবোজাহাজের হাইড্রলিক ব্যবস্থা লিক করায় সেখান থেকে কোনও নমুনা আনতে পারেননি ক্যামেরন।

মার্ডক-থ্যাচারের গোপন বৈঠক ফাঁস
টাইমস সংবাদপত্র কিনে নেওয়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন রুপার্ট মার্ডক। ১৯৮১ সালের ৪ জানুয়ারি চেকারে থ্যাচারের বাড়িতে এই গোপন বৈঠক হয়েছিল। যদিও টাইমস বরাবর এই দু’জনের কোনও ধরনের যোগসূত্রের কথা বরাবর অস্বীকার করেছে। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থ্যাচারের ব্যক্তিগত ৩৫ হাজার কাগজপত্র প্রকাশ করেছে। তা থেকেই জানা গিয়েছে এই তথ্য। মিলেছে ওটাওয়াতে জি-৭ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের আঁকা একটি ছবিও। নথিগুলি জনসাধারণের দেখার জন্য চার্চিল আর্কাইভ সেন্টারে রাখা হয়েছে। এ ছাড়া ‘মার্গারেট থ্যাচার ফাউন্ডেশন’-এর ওয়েবসাইটে তা প্রকাশও করা হয়েছে।

দলাই লামাকেই দোষারোপ চিনের
স্বাধীন দেশের দাবিতে তিব্বতিদের আত্মাহুতির চল দলাই লামার মস্তিষ্কপ্রসূত, মঙ্গলবার ফের এই অভিযোগ করল বেজিং। কাল চিনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ভারতে সফরের প্রতিবাদে নয়াদিল্লিতে গায়ে আগুন দেন এক তিব্বতি যুবক। সেই প্রসঙ্গেই আজ এই মন্তব্য করেন চিনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র। তিনি বলেন, “তিব্বতের স্বাধীনতার নামে যে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি চলছে, তা ব্যর্থ হতে বাধ্য। এই ধরনের আচরণকে আন্তর্জাতিক মহল সমর্থন করবে না।” নির্বাসন তুলে নিয়ে ধর্মশালা থেকে দলাই লামাকে তিব্বতে ফিরতে দেওয়ার দাবিতে এখনও পর্যন্ত ৩০ জন আত্মাহুতি দেওয়ার চেষ্টা করেছেন।

ফেসবুকে ‘আত্মঘাতী’
ফেসবুকের এক বন্ধু আত্মহত্যা করছেন জেনেও পুলিশে জানানোর প্রয়োজন মনে করলেন না কেউ। তাঁরা জানতেন, সব জানলা দরজা বন্ধ করে ঘরে উনুনে নিভু আঁচে কাঠ কয়লা পুড়িয়ে কার্বন মনোক্সাইড গ্যাস ভর্তি করে ফেলছেন বছর একত্রিশের ক্লাইরে লিন। একের পর এক সেই ছবি আপলোড করে চলেছেন ফেসবুকে। ন’জন বন্ধুকে ক্রমাগত চ্যাটে জানিয়ে চলেছেন কী ভাবে গোটা ঘরটি ভরে উঠছে ধোঁয়ায়। ৬৭ মিনিট পর অবশেষে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান লিন। সে দিনই ছিল তাঁর জন্মদিন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রেমিকের উপর অভিমান করেই আত্মহত্যা করেছেন তিনি। লিন-কে বাঁচাতে ফেসবুক বন্ধুরা কেন এই দীর্ঘ সময়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি তা তদন্ত করে দেখা হচ্ছে। ফেসবুকে ঠিক ঠাক তথ্য ও ফোন নম্বর না থাকার কারণে এমনটা ঘটেছে কিনা, দেখছে পুলিশ।

ভারতীয় ছাত্রের জেল অস্ট্রেলিয়ায়
ঘুষ দিয়ে পরীক্ষায় পাশ করানোর ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে এক ভারতীয় ছাত্রের ১৪ মাস জেল হল অস্ট্রেলিয়ায়। ভিসার আবেদন সংক্রান্ত ইংরেজি পরীক্ষা (আইইএলটিএস)-এ ঘুষ দিয়ে পাশ করে রাজেশ কুমার। এই কাজে তাঁকে সাহায্য করে কার্টিন বিশ্ববিদ্যালয়ের কর্মী কক কিথ লো। নিজে পাশ করার পর রাজেশ মধ্যস্থতাকারী হিসেবে ৬ হাজার ডলারের বিনিময়ে অন্য ভারতীয় ছাত্রদেরও এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করত। এই চক্রের সঙ্গে যুক্ত আরও ন’জনের সাজাও ঘোষণা করে আদালত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.