ইসকুলে মুশকিল
স্কুলের বন্ধুরা আমাকে ‘মোটা’ বলে। আমাকে স্কুলের ফুটবল দলে নেয় না। বলে ‘মোটা কঙ্কাল’, তুই খেললে আমরা নিশ্চয় হারব। এই কথাগুলো মাকে এবং শিক্ষকশিক্ষিকাদেরও জানিয়ে ছিলাম, কিন্তু কাজ হয়নি। কী করলে ওরা আমায় ‘মোটা’, ‘মোটা কঙ্কাল’ বলবে না?
অরিত্র মুখোপাধ্যায়। ষষ্ঠ শ্রেণি, বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন

অরিত্র, দেখো খেলায় তো প্রত্যেক দল জিততে চায়। সুতরাং প্রত্যেক দলই ভাল খেলোয়াড়কে দলে নিতে চাইবে। তুমি যদি নিজেকে ভাল খেলোয়াড় প্রমাণ করতে পারো, তা হলে ওরা তোমায় নিশ্চয় দলে নেবে। ভাল খেলোয়াড় হতে গেলে সব থেকে আগে তোমায় শরীর চর্চা, ব্যায়াম, খাওয়া ঠিক করে নিজেকে ফিট করে নিতে হবে। তবে তো তোমায় বন্ধুরা দলে নেবে।
দেখো, নালিশ করেও তো কোনও ফল হচ্ছে না। তোমার বন্ধুরা তোমায় খ্যাপাচ্ছেই। তুমি ওদের তো বদলাতে পারছ না, নিজেকে বদলাও। ওদের খ্যাপানোয় রাগ কোরো না। নিজের কাজ করো। আর নিজের স্বাস্থ্যের জন্য নিজের ওজন ঠিক করার চেষ্টা করো।


আমি দুপুরে ঘুমোই না, কারণ দুপুরে ঘুমোলে রাতে খুব কষ্ট করে ঘুম আসে। আর রাতে শুলেই আমি ঘুমিয়ে পড়ি, সকালে ঘুম ভাঙতে চায় না। পড়তে বসলে চোখ জুড়িয়ে আসে। কী করব?
আকাশদীপ কর্মকার। দশম শ্রেণি, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, বারাকপুর
আকাশদীপ, তোমার বয়সে শরীরের ঘুমের প্রয়োজন একটু বেশি। তুমি লেখোনি রাতে ক’টায় ঘুমোতে যাও, আর সকালে ক’টায় ওঠো। তোমার অন্তত পক্ষে ৮-৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন আছে। মনে হচ্ছে, সেখানে একটু ঘাটতি থেকে যাচ্ছে, তাই সকালে চোখ জুড়িয়ে আসে। অন্তত ৮-৯ ঘণ্টা ঘুম নিজেকে দাও, বাকিটা অভ্যেস করো।

ক্লাসে প্রচণ্ড চেঁচামেচির জন্য আমি ছেলেদের রিডিং পড়াটা ঠিকমতো শুনতে পাই না। আর পড়া না পারলে শিক্ষক মহাশয় বাইরে কান ধরে দাঁড় করিয়ে দেন।?
শ্রেয়স চট্টোপাধ্যায়। ষষ্ঠ শ্রেণি, তারকেশ্বর, হুগলি
শ্রেয়স, যে বই থেকে রিডিং পড়া হয়, সেটা তোমার কাছে নিশ্চয় আছে। সেটা যদি সামনে খুলে রাখো, তা হলে তুমি নিজেই তো সেটা পড়তে পারো। ছেলেটি উঠে দাঁড়িয়ে পড়ুক, আর তুমি বইটা সামনে খুলে মনে মনে সেই অংশটুকু পড়ে নাও। তা হলে তোমার পড়া পারতে কোনও অসুবিধে হবে না। করে দেখো।
খামে ভরো মুশকিল

পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:

ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.