কোচবিহারে বিশ্ববিদ্যালয়
অনগ্রসর এলাকায় গুরুত্ব বৃত্তিশিক্ষায়, লক্ষ্য স্বনির্ভরতা
রাজ্যের পিছিয়ে পড়া এলাকায় শিক্ষা, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়ার আভাস পাওয়া গিয়েছে এ বারের বাজেটে। বেশ কিছু নতুন স্কুল, কলেজ, পলিটেকনিক কলেজ, হস্টেল তৈরির প্রস্তাবও করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
শিল্পে দক্ষতা বাড়াতে রাজারহাটে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ১১টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বা এসডিসি এবং তিনটি আইটিআই গড়ে তোলার কথাও বলা হয়েছে বাজেট-বক্তৃতায়। রাজ্যের পিছিয়ে পড়া জেলাগুলিতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাবও রয়েছে এ বারের বাজেটে।
উচ্চ মাধ্যমিকে কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখার সঙ্গে সঙ্গে ‘কর্মশিক্ষা প্রকল্প’ নামে বৃত্তিমূলক শাখা চালু করার কথাও বাজেট-বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর ঘোষণা, বর্তমান আর্থিক বছরে ২০০ স্কুলে ওই শাখা চালু করা হবে। বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে তরুণ-তরুণীদের স্বনির্ভরতার পথ প্রশস্ত করতে চাইছে রাজ্য সরকার। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের জন্য বাজেটে ৪৪৪ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১১-’১২ আর্থিক বছরে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে ৪৪ হাজার ৯৫৫টি পদ তৈরি হয়েছে। যার অধিকাংশ ক্ষেত্রেই চলতি আর্থিক বছরে শিক্ষক নিয়োগের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। চলতি আর্থিক বছরে ৫০০ মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছিল রাজ্য সরকার। আগামী আর্থিক বছরে উন্নীত হবে ৪৯৯টি স্কুল। এ ছাড়াও পিছিয়ে পড়া ১১টি জেলায় ৪০টি নতুন স্কুলভবন এবং ছাত্রীদের জন্য ১০৫টি হস্টেল গড়বে রাজ্য। এর বেশির ভাগই লালগড়, শালবনি-সহ জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হবে বলে অর্থমন্ত্রী জানান। সরকারি চাকরিতে যাঁদের বদলির ব্যবস্থা রয়েছে, তাঁদের ছেলেমেয়েদের পড়ার জন্য ছ’টি মডেল স্কুল গড়া হবে।
কোচবিহারে একটি বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এ ছাড়া অনুন্নত অন্যান্য জেলাতেও বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। যদিও সেগুলি কোথায় হবে, বাজেট-বক্তৃতায় তার উল্লেখ নেই। পাঁচটি নতুন ‘আদর্শ’ ডিগ্রি কলেজ এবং পাঁচটি নতুন সরকারি কলেজ তৈরির কথাও বলেছেন অর্থমন্ত্রী। দার্জিলিঙের পেডং, গরুবাথান, উত্তর ২৪ পরগনার রাজারহাট, গাইঘাটা এবং মুর্শিদাবাদের ভাবতায় নতুন সরকারি কলেজ তৈরি হবে। বাজেটে শিক্ষার উপরে, বিশেষ করে কর্মমুখী শিক্ষার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে বলে মনে করেন পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর কথায়, “আর্থিক সঙ্কটের মধ্যেও যে-ভাবে শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, তাতে শিক্ষা ক্ষেত্রের সার্বিক অগ্রগতি হবে।”
তবে বিগত বাম সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর দাবি, এ বারের বাজেটে শিক্ষা ক্ষেত্রে যে-সব সিদ্ধান্ত নতুন বলে বর্তমান সরকার জানিয়েছে, তার অধিকাংশই বিগত সরকারের আমলে শুরু হয়েছিল। তা ছাড়া শিক্ষার অধিকার আইন বাস্তবায়িত করার কোনও লক্ষণ এই বাজেটে নেই বলে তাঁর অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.