|
|
|
|
![](https://archives.anandabazar.com/newimages/ajmast.jpg) |
|
তিনি বলেন
![](https://archives.anandabazar.com/newimages/quote1.jpg) |
মুখ্যমন্ত্রী স্কুলটি বাঁচানোর
আশ্বাস দিয়েছেন। |
মেরি ঘোষ |
প্রসঙ্গ স্কুলবাড়ি ‘রক্ষা’র আর্জি |
|
|
|
বাজার যাওয়ার আগে
![](https://archives.anandabazar.com/newimages/bazar-c.jpg)
বাজারে যাওয়ার আগে একনজরে দেখে নিন কাল শহরের কোন বাজারে কত টাকায় কী বিকিয়েছে:
|
লেক মার্কেট: আলু ১০, পেঁয়াজ ১৫, বেগুন ২০, ফুলকপি ১৫ (একটি), টোম্যাটো ১০, শিম ২০, কড়াইশুঁটি ২৫, এঁচোড় ৪০, উচ্ছে ৫০, আপেল ১২০, বেদানা ১৫০, কালো আঙুর ১০০, পেয়ারা ৫০, মোসাম্বি ১৫ (জোড়া) কাটা পোনা ২০০, ট্যাংরা ৪০০, পমফ্রেট ৩৫০, ভেটকি ৩৫০, পাবদা ৩০০। |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
![](https://archives.anandabazar.com/newimages/karkat.jpg)
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৪, ৬ ও ৯।
শুভ দিন:সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
শুভ রং:গাঢ় নীল, ময়ূরকণ্ঠী নীল, আকাশি নীল, সোনালি ও হাল্কা সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না, মুক্তো ও শ্বেত জারকন।
স্বাস্থ্য ভাল থাকবে। অতিরিক্ত বন্ধুপ্রীতি দাম্পত্য সুখের অন্তরায় হতে পারে। স্বনিযুক্তেরা ঋণ শোধে তৎপর না-হলে আইনি সঙ্কট। আয় ও ব্যয়ে সামঞ্জস্য রক্ষা করুন। ব্যবসায় উন্নতি। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। উচ্চশিক্ষার জন্য প্রিয়জনের বিদেশ যাত্রা। নতুন কোনও পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির অবসান। |
|
|
|
সতর্ক থাকুন |
![](https://archives.anandabazar.com/newimages/satarka.jpg) |
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
![](https://archives.anandabazar.com/newimages/50back.jpg) |
৫০ বছর আগে
![](https://archives.anandabazar.com/newimages/50abpsmll.gif) |
বাড়ছে চালের দাম
খাদ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও চালের দামের ঊর্ধ্বগতি বুধবারও অব্যাহত। কলিকাতার বাজারে বিভিন্ন প্রকার চালের দর মণ প্রতি ১-২ টাকা পর্যন্ত বাড়িয়াছে। গুদামজাত করিয়া অভাব সৃষ্টি ও মুনাফা অর্জনের চেষ্টা এর কারণ বলিয়া মনে করা হইতেছে।
—
আনন্দবাজার পত্রিকা, ৮ মার্চ ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|