আজকের শিরোনাম
আত্মসমর্পণ মাও-নেত্রী সুচিত্রা মাহাতোর
আত্মসমর্পণ করলেন মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতো। শীর্ষ মাওবাদী নেতা কিষেণজির অন্যতম প্রধান সহযোগী ছিলেন তিনি। ২০১১-র ২৪ নভেম্বর বুড়িশোলের জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে লড়াইয়ে আহত হন সুচিত্রা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তবে পুলিশের দাবি, সুচিত্রার গতিবিধির উপর দীর্ঘদিন ধরেই নজর রাখা হচ্ছিল। চাপ দেওয়া হচ্ছিল আত্মসমর্পণের জন্যও। অবশেষে আজ আইবি-র কাছে আত্মসমর্পণ করলেন এই ‘মাও নেত্রী’। জঙ্গলমহলে আত্মগোপন করে থাকা অন্য মাওবাদীদেরও আত্মসমর্পণের জন্য আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রের খবর, আরেক মাওবাদী নেতা বিকাশের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
সুচিত্রার আত্মসমর্পণের বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের কাছে এটি বসন্ত উৎসবের বড় উপহার। তিনি যে শান্তির জীবনে ফিরে এসেছেন সেটাই বড় ব্যাপার। স্বাভাবিক জীবনে তাঁর ফিরে আসাকে অভিনন্দন জানিয়ে মমতা আরও জানান, সুচিত্রার চিকিৎসার সবরকম ব্যবস্থার দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার। স্বাভাবিক জীবনে ফিরতে দেওয়া হবে বিশেষ প্যাকেজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুচিত্রা জানান, মাও-রাজনাতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান। রাজ্য সরকারের শান্তির আহ্বানে সাড়া দিয়েই তিনি আত্মসমর্পণ করেছেন। সদ্য বিয়েও করেছেন তারই গ্রামের প্রবীর গড়াইকে। প্রবীরবাবু জনসাধারণ কমিটির প্রাক্তন সদস্য। প্রসঙ্গত, সুচিত্রা মাহাতোর প্রাক্তন স্বামী মাও-নেতা শশধর মাহাতো ঠিক এক বছর আগেই পুলিশের গুলিতে নিহত হন।

অবসর ঘোষণা রাহুল দ্রাবিড়ের
আন্তর্জাতিক, ঘরোয়া ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ রাহুল দ্রাবিড়। অবসান হল ব্যাটিংয়ের ‘ধ্রুপদী’ ধারার দীর্ঘ যাত্রা পথের। বিসিসিআই সভাপতি শ্রীনিবাসন ও অনিল কুম্বলের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে রাহুল ঘোষণা করলেন তাঁর অবসরের সিদ্ধান্ত। দীর্ঘ ক্রিকেট জীবনের সব কোচ, প্রশিক্ষক, নির্বাচক, অধিনায়কদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি। পনেরো বছরের বর্ণময় ক্রিকেট জীবনের বহু ক্ষেত্রেই তিনি থেকে গেছেন সহ-নায়ক। ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অথবা টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের রেকর্ড পার্টনারশিপ- সব ক্ষেত্রেই নায়কের তকমা নিয়ে গিয়েছে অন্যেরা। তা কখনও ভি ভি এস লক্ষ্মণ, কখনও সচিন তেন্ডুলকর, কখনও বা সৌরভ গাঙ্গোপাধ্যায়। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তার যোগ্য সঙ্গতের অবদান এক কথায় অনস্বীকার্য। দীর্ঘ কেরিয়ারে ১৬৩ টি টেস্টে ৩৬ টি সেঞ্চুরি-সহ করেছেন ১৩২৬২ রান, যা সচিন তেন্ডুলকরের পর সর্বাধিক। সর্বোচ্চ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ২৭০। ৩৩৪ টি ওয়ান ডে খেলে করেছেন ১০৮৮৯ রান। সর্বোচ্চ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫৩। ক্রিকেট জীবনে পেয়েছেন বহু পুরস্কার। ১৯৯৮ সালে অর্জুন পুরস্কার, ২০০০ সালে উইজডেন ক্রিকেটার অফ দ্য ইয়ার, ২০০৪-এ আইসিসির বর্ষসেরা খেলায়াড় উল্লেখযোগ্য। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ২০০৪ সালে পান পদ্মশ্রী পুরস্কার। তিনিই বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি সমস্ত টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে বিদেশের মাটিতে সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে সর্বাধিক ক্যাচ(২০০টি) নেওয়ার রেকর্ডও তাঁরই।

কিডনি বেচেই দিন গুজরান বিন্দোলের বাসিন্দাদের

উত্তর দিনাজপুরের একটি অখ্যাত গ্রাম বিন্দোল। তবে গ্রামটি খবরের শিরোনামে উঠে এসেছে সম্প্রতি। পরিচয় পেয়েছে ‘কিডনি গ্রাম’ হিসাবে। অদ্ভুত নাম! অথচ এর পিছনে লুকিয়ে রয়েছে এক নির্মম সত্য। রায়গঞ্জ থেকে ৩৫ কিলোমিটার দূরে অনুর্বর গ্রাম বিন্দোল। গ্রামে ঢুকলেই চোখে পড়বে ধূধূ করা মাঠ আর শুকনো খেত। গ্রামটি মূলত উপজাতি অধ্যুষিত। একসময়ে চাষ আবাদ হত। কিন্তু এখন সেখানে অভাব আর দারিদ্র বাস করছে। বেঁচে থাকার জন্য লড়াইয়ের ক্ষমতাও হারিয়ে ফেলছে বাসিন্দারা। নেশা এখন নিত্য সঙ্গী। আর তাদের এই অসহায়তার সুযোগ নিচ্ছে এক শ্রেণির দালাল। টাকার প্রলোভন দেখানো হচ্ছে। আর সেটা কিডনির বিনিময়ে। দালালরা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকায় কিডনি কিনে সেটি বিক্রি করছে প্রায় ৩-৪ লক্ষ টাকায়। এত বড় রকমের মূল্য যদি একটা কিডনির বিনিময়ে পাওয়া যায় তার থেকে বড় পাওনা কি হতে পারে! অনাহারের হাত থেকে তো বাঁচা যাবে! আর এইসব ভেবেই নির্দ্বিধায় এগিয়ে আসছেন বাসিন্দারা। গ্রামেরই বাসিন্দা বছর পঁয়ত্রিশের লক্ষ্মীরাম হাঁসদা জানান, তিনি কিডনি বিক্রি করেছেন ৮০ হাজার টাকার বিনিময়ে। একটি বেসরকারি সংস্থা এদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে।

মধ্যপ্রদেশে মাফিয়ারাজের শিকার আইপিএস
মধ্যপ্রদেশে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ খননের ব্যবসা। বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল নরেন্দ্রকুমার মোরেনা জেলার বানমোরে অভিযানে যান। সেখানে অবৈধ পাথর বোঝাই একটি ট্রাক্টরকে আটকাতে গেলে চালক তাঁকে চাপা দেয়। এই ঘটনায় গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। খুন করার অভিযোগে আটক করা হয় ট্রাক্টরের চালক মনোজ গুজ্জরকে। প্রসঙ্গত, ২০০৯-এর ব্যাচের আইপিএস নরেন্দ্রবাবু। বয়স মাত্র ৩০। চাকরিতে যোগ দিয়ে ৪৫ দিন আগেই প্রথম পোস্টিং পান বানমোরে। অন্য দিকে, তাঁর স্ত্রী মধুরানি তেওয়াটিয়াও একজন আইএএস আধিকারিক। তিনি অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ক্রমশই বেড়ে চলা অবৈধ খনন রুখতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। এই ঘটনার পর রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী উমাশঙ্কর গুপ্ত দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। তিনি আরও বলেন, অবৈধ খনন রুখতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। এদিকে,নরেন্দ্রকুমারের বাবা কেশব দেবের দাবি এই ঘটনা পূর্ব পরিকল্পিত। প্রশাসনের গাফিলতিই এর জন্য দায়ী। শুধু তাই নয়, এই ঘটনার পিছনে বড় বড় নেতা জড়িত আছেন। সবশেষে, ঘটনার সত্যতা যাচাই করতে সিবিআই তদন্তের দাবি জানান তিনি। আজ মথুরার লালপুরে গান স্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নরেন্দ্রবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।

ফেডারেশন সভাপতির তলব, দিল্লি যাচ্ছেন মদন মিত্র
রাজ্য ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে জরুরি তলব করলেন ফেডারেশন সভাপতি প্রফুল পটেল। আজ বেলা দেড়টার উড়ানে দিল্লি যাবেন তিনি। প্রফুল পটেল ছাড়াও সেখানে বৈঠক হবে ফিফার সভাপতি শেপ ব্লাটারের সঙ্গে। ক্রীড়ামন্ত্রী জানান, রাজ্য ফুটবলের উন্নয়নে কেন্দ্রীয় ও আন্তর্জাতিক স্তরে সহায়তার আবেদন জানাবেন তিনি। পাশাপাশি, রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন ও ফুটবল অ্যাকাডেমি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

আত্মঘাতী শিশু সহ মহিলা
নবদ্বীপধাম স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী শিশু সহ এক মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছোয় জিআরপি। মহিলার পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা না নি। তবে, তিনি অন্য এলাকার বাসিন্দা নন বলে পুলিশের অনুমান।

রং থেকে বিষক্রিয়া, মৃত ১
দোলের দিন রং থেকে বিষক্রিয়ায় মৃত্যু হল এক শিশুর। অসুস্থ ২৫০-রও বেশি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ধারাভি অঞ্চলে। অসুস্থদের মধ্যে শিশুও রয়েছে। রং থেকে রাসায়নিক বিষক্রিয়ার ফলেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান চিকিত্সকদের। গতকাল রং খেলার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পরে স্থানীয় মানুষ। তিলক মিউনিসিপাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাদের। হাসপাতালে ভর্তি অসুস্থদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। রঙের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তরুণীর শ্লীলতাহানির চেষ্টা হাওড়ায়
গতকাল হোলি খেলার সময় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ায়। ঘটনার দিন সকালে পাড়ার বন্ধুদের সঙ্গে রঙ খেলছিল তরুণী। হঠাৎই বেশ কিছু যুবক মদ্যপ অবস্থায় তার সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে। তরুণীর এক বন্ধু প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয়। সেইসঙ্গে মারধর করা হয় তরুণীকেও। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। তরুণীর পরিবারের অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ করতে গেলে তারা তা নিতে অস্বীকার করে। অন্য দিকে, ঘটনার পর থেকেই বাড়িতে হুমকি ফোন আসছে বলে জানায় তরুণীর মা।

মমতার সঙ্গে দেখা করবেন মণিপুরের জয়ী প্রার্থীরা
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন মণিপুরের নির্বাচনে জয়ী ৭ তৃণমূল প্রার্থী। বেলা ১২ নাগাদ দমদম বিমানবন্দরে পৌছানোর কথা তাঁদের। তৃণমূলের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মণিপুরে বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

চাঁদার দাবি, আটক তৃণমূল নেতা
হুগলির গুপ্তিপাড়ায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ৮৫ হাজার টাকা চাঁদা হিসাবে দাবি করা হয় বলে জানিয়েছে কলেজ কৃর্তপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় যুবকদের হাতে প্রহৃত হন অভিযুক্ত নেতা। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নেতাকে। পাশাপাশি, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে কলেজের মালিককেও।

জন আব্রাহামের হাজতবাস
২০০৬-এ বেপরোয়াভাবে বাইক চালিয়ে ২ জনকে জখম করার ঘটনায় জেল হল অভিনেতা জন আব্রাহামের। শাস্তি কমানোর আবেদন নাকচ করে তাঁর ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল মুম্বই আদালত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.