টুকরো খবর
কলেজে কর্মবিরতি
বালুরঘাট কলেজের অশিক্ষক কর্মীরা বুধবার কর্মবিরতির ডাক দেওয়ায় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনির কাজ হল না। গত সোমবার কলেজ থেকে একটি ডুপ্লিকেট আইডেনটিটি কার্ড ইস্যু করেন অশিক্ষক কর্মীরা। তা নিয়ে আপত্তি জানায় তৃণমূল ছাত্রপরিষদ। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে অশিক্ষক কর্মীদের সঙ্গে তুমুল গোলমাল হয়। পরে কলেজের দুই অশিক্ষক কর্মীরা নামে জালিয়াতি, কারচুপি, মারধোরের অভিযোগ দায়ের করে টিএমসিপি। টিএমসিপি’র অভিযোগ প্রত্যাহারের দাবিতে অশিক্ষক কর্মীরা এদিন থেকে লাগাতার কর্মবিরতি ডাক দেয়। এতে নির্বাচন সংক্রান্ত কোনও কাজ হয়নি। পরে জেলাশাসক দুর্গাদাস গোস্বামী অশিক্ষক কর্মীদের আশ্বস্ত করলে দুপুর ২টা নাগাদ ওই কর্মীরা আন্দোলন তুলে নেন।
বালুরঘাট কলেজে অশিক্ষকদের কর্মবিরতি। বুধবার অমিত মোহান্তের তোলা ছবি।
অশিক্ষক কর্মীদের পক্ষে স্বপন মজুমদার বলেন, “এক ছাত্রের হারিয়ে যাওয়া পরিচয় পত্রের ডুপ্লিকেট তৈরি করে দেওয়া হচ্ছিল। কোনও রকম জালিয়াতি বা কারচুপি হয়নি। সমস্ত ভুয়ো অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদেই আমরা আন্দোলন করেছি।” টিএমসিপির পক্ষে গৌতম ঘোষের অভিযোগ, “বাম ছাত্র মোর্চাকে সুবিধা করে দিতে না পেরে নির্বাচনের প্রক্রিয়ায় গোলমাল করছেন একাংশ কলেজ কর্মী। প্রশাসন কর্তৃপক্ষকে বিষয়টি দেখতে হবে।” এবার কলেজে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ সিপিএম এবং আরএসপি ছাত্র সংগঠনের বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন। অভিযোগ, পাল্টা অভিযোগ এবং উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ প্রশাসন এদিন থেকেই কলেজ চত্বরে পুলিশ পিকেট বসিয়েছে।

কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলীয় দুই সদস্য বাম শিবিরে যোগ দেওয়ায় গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেস বোর্ড। বুধবার ঘটনাটি ঘটে মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। এদিন প্রধানকে সরাতে বামফ্রন্টের তরফে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়। রতুয়ার কংগ্রেস বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বাড়ি ওই গ্রাম পঞ্চায়েত এলাকাতেই। খোদ বিধায়কের এলাকায় দলে ওই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার জেরে কর্মীমহলে অসন্তোষ তৈরি হয়েছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ১৪ আসনের ওই পঞ্চায়েতে কংগ্রেসের ৮ ও বামেদের ৬ জন সদস্য ছিলেন। প্রধান পদে রয়েছেন লতিকা মন্ডল। সম্প্রতি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাম শিবিরে যোগ দেন কংগ্রেসের ২ সদস্য। ফলে বামেদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ জন। এরপরই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়। প্রধান লতিকা মন্ডল বলেন, “ওই দুই সদস্যের অনৈতিক দাবি না মানায় তাঁরা বাম শিবিরে যোগ দিয়েছেন।” সিপিএমের রতুয়া-১ লোকাল কমিটির সম্পাদক জহুর আলমের দাবি, কংগ্রেসি প্রধানের বেনিয়ম মেনে নিতে না পারায় দুই সদস্য বাম শিবিরে যোগ দিয়েছেন। বিধায়ক বলেন, “দীর্ঘদিন ওই এলাকায় যাইনি। তাই ঠিক কী হয়েছে জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” পঞ্চায়েত আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন রতুয়ার বিডিও পার্থ দে।

গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে
হলদিবাড়িতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। বুধবার ব্লক তৃণমূল সভাপতি, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতিকে বাদ দিয়েই বিরোধী যুব তৃণমূল কংগ্রেস নেতারা কনভেনশন করেন। ব্লক সভাপতি গোপাল রায় দলবিরোধী কাজের অভিযোগে তিন নেতাকে বহিস্কার সিদ্ধান্তের ঘোষণা করেন। বিরোধী শিবির কনভেনশনে পাল্টা ব্লক যুব কংগ্রেস সভাপতির অপসারণের দাবি তোলেন। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ব্লক সভাপতির চিঠিটি হাতে আসেনি। সব অভিযোগ খতিয়ে দেখা হবে।” দলীয় সূত্রের খবর, হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সম্পাদক সইদুল আলম প্রধান, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক স্বদেশ রায় এবং টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন রায়কে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন ব্লক সভাপতি গোপালবাবু। ব্লক সভাপতি বলেন, “ওই তিনজন জেলা ও ব্লক নেতৃত্বকে উপেক্ষা করে গ্রামেগঞ্জে সভা করছেন। দলের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে। ওঁদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ওই তিন নেতার দাবি, “দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য গ্রামে গ্রামে সভা করছি। দল বিরোধী কিছুই করা হচ্ছে না। এদিনের কনভেনশনে ব্লক সভাপতিকে ডাকাও হয়েছিল।” কনভেনশনে উপস্থিত জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি তুষার ঘোষাল বলেন, “সব দাবি জেলা যুব সভাপতি অর্ঘ্য রায় প্রধানকে জানানো হবে।”

ধৃত আরও দুই
মালদহ কলেজের ছাত্রী সোনামণি অধিকারীর বাবাকে খুনের ঘটনায় অভিযুক্ত আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গাজল থানার পুলিশ জেলার হবিবপুর থানা এলাকার সিন্ধিয়া গ্রামের একটি বাড়িতে হানা গিয়ে ওই দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম চিরঞ্জিত বিশ্বাস ও রমেন বিশ্বাস। মূল অভিযুক্ত প্রসেনজিৎ বিশ্বাসকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এদিন ধরা পড়া চিরঞ্জিত মূল অভিযুক্ত প্রসেনজিতের ছোট ভাই, রমেন খুড়তুতো ভাই। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “চারজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। তিনজন গা ঢাকা দিয়েছিল। আজ আরও দুজন গ্রেফতার হয়। অভিযুক্তের কাকা সুশান্ত বিশ্বাস পলাতক।” আজ, বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে।

গাফিলতির নালিশ
চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ তুললেন আত্মীয়রা। বুধবার সকালে ঘটনাটি ঘটে বালুরঘাট হাসপাতালে। মৃত যুবকের নাম দীনবন্ধু দাস (৩৮)। তাঁর বাড়ি শহরের বেলতলা পার্কে। মৃতের বাবা শ্যামলবাবুর অভিযোগ, দীনবন্ধু বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। রোগীকে শুধু স্যালাইন দিয়ে রাখা হয়। অক্সিজেন দেওয়া হয়নি। সে কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রতিবেশী সোমনাথ হোড় বলেন, “সকালে দীনবন্ধু শৌচাগারে যান। এরপর তাকে একটি ইঞ্জেকশন দেওয়ার পর তিনি আরও অসুস্থ বোধ করেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসায় গাফিলতি হয়েছে বলে আমাদের সন্দেহ।” সুপার বুদ্ধদেব মন্ডল বলেন, “গাফিলতির অভিযোগ ঠিক নয়। রাতে রোগীর ইসিজি হয়েছিল। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।”

হেনস্থার অভিযোগ
পোস্টমাষ্টারকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে আদিবাসী বিকাশ পরিষদের এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল বানারহাট থানার পুলিশ। মঙ্গলবার ওই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বুধবার পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করেছেন দুই মহিলা। তাঁদের অভিযোগ, “বানারহাটের পোস্টমাস্টার ধাক্কা দিয়ে ফেলে দেয়। নতুন পাশবই খুলতে নির্ধারিত টাকার থেকে বেশি টাকা চাওয়া হচ্ছিল।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বানারহাটের পোস্টমাস্টার প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, “আমি কাউকে ধাক্কা দিইনি। বাড়তি টাকা চাওয়ার প্রশ্নই নেই। নতুন পাশবই না থাকায় অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না বলায় বিধান সরকার আমার উপর চড়াও হয়। এখন দুই মহিলাকে দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।” গত মঙ্গলবার বানারহাট পোস্ট অফিসে নতুন পাশ বই না পেয়ে পোস্টমাস্টারকে হেনস্তার অভিযোগ ওঠে বিধান সরকার নামে আদিবাসী বিকাশ পরিষদের ওই নেতার বিরুদ্ধে। বুধবার বিধানবাবু বলেন, “দুই মহিলার কাছে বাড়তি টাকা চাওয়া হয়েছে। তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”

বিধায়কহীন বৈঠক
জেলার বিধায়কদের ছাড়াই বৈঠক করলেন বিধানসভার অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা। বুধবার চেয়ারম্যান উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে ৫ বিধায়কের প্রতিনিধি দলা কোচবিহারে প্রশাসন, জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। জেলা প্রশাসনের কর্তা, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতিরাও ছিলেন। অনগ্রসর কল্যাণ দফতরের তরফে কোচবিহারের বিধায়কদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা কেউ ছিলেন না। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কোচবিহারের আধিকারিক শুভেন্দু বসু বলেন, “বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা হয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মালদহের চাঁচলের বৃহস্থলি এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটে। মৃত শুকটু আলি (২১)-র বাড়ি চাঁদোয়া দামাইপুর এলাকায়। চাঁচলে সাপ্তাহিক হাট সেরে বাড়িতে ফেরার সময় চাঁচলগামী ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এলাকায় ট্রাফিক পুলিশের দাবিতে এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করা হয়।

ছেলের ছুরিতে জখম বাবা
ছেলের ছুরির আঘাতে জখম হলেন বাবা। ছেলেকে গ্রেফতার করে পুলিশ। জখম ব্যক্তিকে ফালাকাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটে ফালাকাটা থানার গোকুলনগর গ্রামে। পুলিশ জানায়, গ্রামের বাসিন্দা ভরত রায়ের বিরুদ্ধে তাঁর স্ত্রী পুলিশে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করতে ওই বাড়িতে যায়। ভরত বিষয়টি জানত না। বাড়ি ফিরে পুলিশ আসার ঘটনা শোনার পর তার সন্দেহ যায় বাবা গোপলবাবুর উপর। জমি সংক্রান্ত পারিবারিক গোলমালের বিষয়টি বাবা পুলিশে কোনও অভিযোগ জানিয়েছে ভেবে সে বাবার পেটে ছুরি চালায় বলে অভিযোগ।

উঠল কর্মবিরতি
প্রশাসনের হস্তক্ষেপে বুধবার কর্মবিরতি তুললেন মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা পঞ্চায়েতের কর্মীরা। সোমবার এক কর্মীকে চড় মারার অভিযোগ ওঠে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা রুরি বিবির স্বামীর বিরুদ্ধে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.