টুকরো খবর
অনশন অবস্থান
রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর অবসর নেওয়া শিক্ষকরা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ তুলে জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে অনশন অবস্থান করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিলিগুড়ি ডিআই অফিসের সামনে অনশন করেন সংগঠন সদস্যরা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দার্জিলিং জেলা সম্পাদক তমাল চন্দ দাবি করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ২২ হাজার শিক্ষক অবসর নিয়েছেন। কেউ পেনশন পাচ্ছেন না। শিলিগুড়িতে ১৭১ জন পেনশন পাচ্ছেন না। তিনি বলেন, “বাম সরকারের সময়ে এই ধরনের ঘটনা ঘটেনি। শিক্ষকরা অবসর নেওয়ার পর থেকেই পেনশন পেতেন। নতুন সরকার আসার পর থেকেই সমস্যা শুরু। তার প্রতিবাদেই আন্দোলন।”

বামেদের আইন অমান্য
জেলার বেহাল সড়কের দ্রুত মেরামতি-সহ ১২ দফা দাবিতে বুধবার জলপাইগুড়িতে আইন অমান্য করল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। এদিন দুপুরে জলপাইগুড়ির সমাজপাড়া ময়দানে এসএফআই ও ডিওয়াইএফের কর্মীরা জড়ো হন। সমাবেশের পরে জেলাশাসকের দফতরের সামনে আইন অমান্য করা হয়। রাজ্যে ফসলের দাম না পেয়ে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিলেও সরকার উদাসীন বলে সংগঠনের অভিযোগ। ডিওয়াইএফের জেলা সম্পাদক অরিন্দম চক্রবর্তী বলেন, “রাজ্য সরকার বিভিন্ন উৎসবেই ব্যস্ত হয়ে রয়েছে। সাধারণ গরিব মানুষের দুঃখ দুর্দশার দিকে তাদের নজর নেই। জেলার সব সড়ক বেহাল হয়ে রয়েছে। বেকারদের কর্মসংস্থান নেই। রাজ্য জুড়ে সাধারণ মানুষের প্রতি চরম অবহেলার চলছে।”

বিরোধিতা
ওয়েবকুটার এক দিনের কর্মবিরতির বিরোধিতায় সরব হল তৃণমূলের শিক্ষা সেল। বুধবার আলিপুরদুয়ারে একটি সাংবাদিক সম্মেলন করে সেলের রাজ্যের সহ-সভাপতি দীলিপ রায় জানান, ২০০৬ সালে কেন্দ্রীয় সরকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করার কথা বলে। এতে সেই সময় ওয়েবকুটাকে তৎকালীন রাজ্য সরকারকে চার দিয়ে তা কার্যকরী করার কথা বলা হয়। কিন্তু রাজনৈতিক কারণে ওয়েবকুটার নেতৃত্ব আন্দোলন করেনি। ডেমক্রেটিক অটোনমাস টিচার্স অ্যাসোসিয়েশন ওই দাবিতে দুইবার অনশনও করে। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষকদের চাকরির বয়স বয়স ৬০ থেকে ৬৫ বছর করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়েছেন। ওয়েবকুটার সঙ্গেও তিনি আলোচনা করেছেন। তার পরেও ওয়েবকুটা রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনে নেমেছে। রাজ্য সরকার ওয়েবকুটার কাছে দুমাস সময়ও চেয়েছে। সেখানে ১৭ ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতির কোনও মানে নেই। আমরা এর প্রতিবাদ করছি।

বিক্ষোভ কর্মসূচি
কৃষক মৃত্যুর ঘটনায় উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাবে বিজেপি। বুধবার বেলা ১২টা নাগাদ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান দলের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তিনি জানান, আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে এক ঘন্টা রাজ্যের সর্বত্র পথ অবরোধ করবেন তারা। বিশ্বপ্রিয়বাবু বলেন, “রাজ্যে কৃষক আত্মহত্যা করছেন। মুখ্যমন্ত্রী কিছুতেই তা মানতে চাইছেন না। এটা মানা যায় না। কৃষকদের সাহায্যের বদলে উৎসবের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করা হবে।” দার্জিলিং পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “পাহাড়ের উন্নয়নের বদলে গোর্খাল্যাণ্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নাটক করা হচ্ছে।”

দু’টি খুন, গ্রেফতার
এক আত্মীয়ের হাতে খুন হলেন দুই ভাই। অভিযুক্তকে অবশ্য গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কালচিনির বক্সা পাহাড়ের চুনাভাটি গ্রামের গুম্ফার কাছে ঘটনাটি ঘটে। মৃতদের নাম প্রেম ডুকপা (৩০) ও জাখরদা ডুকপা (১৯)। ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত লাটিনাল ডুকপাকে চুনাভাটি পাহাড় থেকে গ্রেফতার করা হয়। সকলেই চুনাভাটি গ্রামের বাসিন্দা।

প্রকৃতিবীক্ষণ শিবির
আজ, বৃ্হস্পতিবার ন্যাফ-এর উদ্যোগে দৃষ্টিহীন ও প্রতিবন্ধী শিশুকিশোরদের নিয়ে প্রকৃতিবীক্ষন শিবির হবে। পরিবেশপ্রেমী সংগঠন ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু জানান, গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন নেওড়া রিভার ক্যাম্প এলাকায় এই শিবির হবে। শিবিরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকেও শিশু কিশোররা অংশ নেবে বলে তিনি জানান।

বাসে মিলল দেহ
বুধবার সকালে জলপাইগুড়ির স্টেশন লাগোয়া এলাকার এক বাসিন্দার অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় মিশ্র (৩৫)। সকালে স্টেশনের বেসরকারি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে সঞ্জয়বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাসস্ট্যান্ড লাগোয়া একটি বস্তির বাসিন্দা সঞ্জয়বাবু ওই বাসেই খালাসির কাজ করতেন। রাতে তিনি বাসেই ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপানের ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।

কর্মশালা
বুধবার মালবাজারের উদীচী কমিউনিটি হলে উপজাতি সম্প্রদায়ের বিকল্প আয়ের মাধ্যমে উন্নয়নের জন্যে তিন দিনের কর্মশালা শুরু হল। অতিথি ছিলেন রেল পুলিশের ডিআইজি মহেন্দ্র সিংহ পুনিয়া। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জীবনব্যাপী শিক্ষা এবং সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে শতাধিক উৎসাহী কর্মশালায় যোগ দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.