টুকরো খবর
দুর্গাপুরে ম্যারাথন
ম্যারাথনে পুলিশ কমিশনার। নিজস্ব চিত্র।
ইস্পাত অ্যাথলেটিক ক্লাব প্রতি বছর ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা আগের রাতে এসে পৌঁছন দুর্গাপুরে। সকালে শুরু হয় ম্যারাথন। এ বার সেই মেলা অন্য মাত্রা পেয়ে গিয়েছিল আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ দৌড়ে অংশ নেওয়ায়। কমিশনারের এমন প্রচেষ্টায় আপ্লুত উদ্যোক্তারা। রবিবার সকালে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। তার আগেই শহরে এসে হাজির হন প্রতিযোগীরা। এ দিন পুরুষদের ২১ কিলোমিটার ৫০০ মিটার ম্যারাথন দৌড় শুরু হয় বিধাননগরের ক্লাব স্যান্টোসের সামনে থেকে। অংশ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ’খানেক প্রতিযোগী। তার মধ্যে ৬৩৬ নম্বর জার্সির দিকে নজর ছিল অনেকেরই। এই জার্সির মালিক ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। বছর বছর এমন এক প্রতিযোগিতা আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। শেষ পর্যন্ত প্রতিযোগিতায় প্রথম হন কলকাতার সাহাজুর রহমান। ওদিকে মহিলাদের জন্য ৮ কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। প্রথম হন নদিয়ার পম্পা চন্দ্র। প্রতিযোগিতা উপলক্ষে এসেছিলেন অ্যাথলিট সোমা বিশ্বাস, ভারোত্তলক অনিল মণ্ডল এবং প্রাক্তন ফুটবলার নিখিল নন্দী।

জেলা ক্রীড়া সংস্থা বাতিল
রাজ্যের সমস্ত জেলা ক্রীড়া সংস্থাকে (ডি এস এ) ভেঙে দিল রাজ্য সরকার। বাতিল করে দেওয়া হল অনুমোদন। রাজ্যের সব খেলাই পরিচালিত হয়, এই সংস্থার মাধ্যমে। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র রবিবার সাংবাদিক সম্মেলন করে হলে দেন, “১৯ টি জেলার সব কমিটিগুলিকে নতুন করে তৈরি করে অনুমোদন নিতে হবে সরকারের। না হলে তাদের কাজ করতে দেওয়া হবে না।” জেলা কর্তারা অবশ্য মন্ত্রীর কথা শুনে অবাক। কারণ তাদের দাবি, জেলা চালাতে গেলে সরকারের অনুমতি নিতেই হবে, এরকম কোনও নিয়ম নেই। ডিএসএ-র ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি স্কুলের খেলাধুলো এ বার ক্রীড়া দফতরের অধীন হচ্ছে বলে জানান ক্রীড়ামন্ত্রী। বলেন, “এ বার থেকে স্কুলের খেলাধুলো দেখবে ক্রীড়া দফতরই।” ওই সংক্রান্ত কমিটির চেয়ারম্যান থাকবেন ক্রীড়ামন্ত্রী। এ দিকে, ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি জাতীয় স্কুল জিমন্যাস্টিক্স যুবভারতীতে হবে ঘোষণা করেন তিনি।

জিতল ইস্টবেঙ্গল, কালীঘাট
স্থানীয় ক্রিকেটে দু’দিনের লিগে শ্যামবাজারের বিরুদ্ধে ২১৩ রানে জিতল কালীঘাট। মনোজ তিওয়ারিদের ৪৯৪-৭-এর জবাবে এ দিন ২৮১ রানে শেষ হয়ে যায় শ্যামবাজার। হাফসেঞ্চুরি করেছেন বিবেক সিংহ (৫৭) এবং তুহিন বন্দ্যোপাধ্যায় (৫৭)। কালীঘাটের হয়ে তিনটে উইকেট নেন ইরেশ সাক্সেনা (৩-৪৭)। লিগের অন্য ম্যাচে অর্ণব নন্দীর সাত উইকেটের উপর ভর করে তপন মেমোরিয়ালকে (১১০) ১৪৮ রানে হারাল ইস্টবেঙ্গল (২৫৮)। বৃষ্টিতে পিচ ভিজে থাকায় ভেস্তে গিয়েছে টাউন বনাম মোহনবাগান-সহ দুটো ম্যাচ। এ দিকে, স্বামী বিবেকান্দের সার্ধ-শতবর্ষ উপলক্ষে আয়োজিত টি-টোয়েন্টি ম্যাচে সিএবি প্রেসিডেন্ট একাদশকে হারাল শ্রীনগর আর্মি একাদশ। জয়জিৎ বসুর নেতৃত্বে সিএবি দলে খেলেন অনূর্ধ্ব ১৯ আর ২২ দলের ক্রিকেটাররা।

ক্যারাটে প্রতিযোগিতা, হলদিয়ায় ক্রীড়ামন্ত্রী
ষষ্ঠ সারা ভারত ও ইন্দো-বাংলাদেশ ক্যারাটে প্রতিযোগিতার উদ্বোধন করতে শনিবার হলদিয়ায় এলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সন্ধ্যায় দুর্গাচকের কলোনি বাজারে পশ্চিমবঙ্গ ক্যারাটে সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শিউলি সাহা, নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের প্রমুখ। দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ১৪টি রাজ্যের ৭০০ প্রতিযোগী ছাড়াও ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে ২৪০ জন যোগ দিয়েছেন। আয়োজক সংস্থাকে মদনবাবু ১ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। আগামী ৩০ জানুয়ারি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সাতশো ক্লাবকে মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করবেন করবেন বলে ঘোষণা করেন মন্ত্রী। হলদিয়ায় প্রাপকের তালিকা তৈরি করার জন্য বিধায়ক শিউলি সাহাকে দায়িত্ব দেন তিনি।

২৩-এর ম্যাচ পণ্ড
সংগঠকদের ব্যর্থতায় যুবভারতীতে ২৩ জানুয়ারি আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ভাইচুং-দীপেন্দুদের খেলা বাতিলই হয়ে গেল। সংগঠকদের পক্ষ থেকে কোনও যুক্তিযুক্ত কারণ দেখানো হয়নি। তবে তাঁরা যে অধিকাংশ তারকারই সম্মতি পাননি এটা পরিষ্কার। চূড়ান্ত অপেশাদারিত্বের জন্যই এই ব্যর্থতা। তাঁদের এখন দাবি, পরের মাসে ম্যাচ হবে সিকিমে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.