টুকরো খবর
ভৈরব গাঙ্গুলি কলেজ কমিটির চেয়ারম্যান মদন
বনহুগলির ভৈরব গাঙ্গুলি কলেজের পরিচালন কমিটিতে বিনা প্রতিদ্বিন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামারহাটির বিধায়ক ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। কলেজের অধ্যক্ষা মীনাক্ষি রায় জানান, শনিবার চেয়ারম্যান পদের জন্য ভোট ছিল। কিন্তু মদনবাবু ছাড়া অন্য কোনও প্রার্থী ছিলেন না। মদনবাবুই চেয়ারম্যান নির্বাচিত হন। মদনবাবুর অবশ্য দাবি, বহু বছর বাদে এই কলেজের পরিচালন কমিটির ভোট হয়েছে। কলেজ কর্তৃপক্ষই তাঁকে চেয়ারম্যান পদে দাঁড়াবার জন্য প্রস্তাব দিয়েছিলেন। মদনবাবু রবিবার বলেন, “কলেজের সার্বিক উন্নতিতে কাজ করাই আমার লক্ষ্য।”

যুবককে গুলি, ধৃত দুই সঙ্গী
হেস্টিংস এলাকায় গুলিচালনার ঘটনায় জড়িত অভিযোগে রবিবার দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম দীপক বিশ্বাস ও ফকিরা। অভিযোগ, শনিবার রাতে অলোককুমার বায়েন নামে এক ব্যক্তিকে গুলি করে পালিয়েছিল তারা। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা অপরাধের কথা স্বীকার করেছে। ফকিরার কাছে একটি রিভলভারও পেয়েছে পুলিশ। আজ, সোমবার তাদের আদালতে তোলা হবে। পুলিশ জানায়, দীপক ও ফকিরা অলোকের পরিচিত। শনিবার দু’টি মোটরসাইকেলে চড়ে তারা রেস কোর্সে ঘোড়দৌড় দেখতে গিয়েছিল। তার পরে মাদক সেবনকে কেন্দ্র করে দীপক ও ফকিরার সঙ্গে বচসা বাধে অলোকের। আচমকাই রিভলভার বার করে অলোককে গুলি করে ফকিরা। তার পরে মোটরবাইকে চেপেই পালিয়ে যায় দীপক ও ফকিরা। আহত অলোক নিজের মোটরসাইকেলে এসএসকেএম হাসপাতালে যায়। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জেনেছে পুলিশ।

দু’টি দুর্ঘটনা, মৃত ২
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। রবিবার, নিউ টাউন থানার বালিগড়িতে। মৃতের নাম মফিজুল রহমান (৩০)। পুলিশ জানায়, রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি মফিজুলকে ধাক্কা মারে। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ দিনই ভোরের কুয়াশায় বাগমারি রোডে লরির ধাক্কায় মৃত্যু হয় অনিমা মল্লিক (৮৬) নামে এক বৃদ্ধার। লরি-সহ চালক গ্রেফতার হয়েছে।

বধূ খুনে গ্রেফতার
বেহালায় এক গৃহবধূ খুনের ঘটনায় জড়িত অভিযোগে ললিত ঝা নামে এক ব্যক্তিকে ধরল পুলিশ। মিনা সিংহ নামে ওই বধূকে ১৬ জুলাই কুপিয়ে খুন করা হয়। বেহালা থানার পুলিশ জানায়, মেদিনীপুরে ললিতের বাড়ি থেকে উদ্ধার হয় মিনার মোবাইল। শনিবার তাকে মেদিনীপুর থেকেই ধরা হয়। পুলিশের দাবি, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে স্বীকার করেছে ললিত।

হিরে চুরিতে ধৃত ৪
শিল্পে ব্যবহার্য কয়েকটি হিরে চুরির অভিযোগে এক কলেজছাত্র-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কয়েক দিন আগে গরফা মণ্ডলপাড়ার একটি দোকান থেকে ১৬টি ‘ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড’ চুরি যায়। ধৃতদের মধ্যে প্রণব পাণ্ডা ও দীনেশ হালদারই হিরে চুরি করেছিল বলে অভিযোগ। সেগুলি কিনে নেয় বাকি দু’জন। প্রণব কলকাতার একটি কলেজের ছাত্র।

জাল বই উদ্ধার
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বই জাল করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। পুলিশ জানায়, ধৃতের নাম আকবর আলি। শনিবার দক্ষিণ শহরতলির মল্লিকপুর থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, আকবরের কাছ থেকে মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণির গণিতের পাঁচ হাজার জাল বই, ছ’হাজার মলাট এবং প্রায় ৩০ হাজার হলোগ্রাম উদ্ধার করা হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.