টুকরো খবর
বচসা থেকে মারামারি বারাবনিতে
পাশাপাশি দুই পাড়ার দুই দল যুবকের মধ্যে ব্যাপক সংঘর্ষে রবিবার বিকালে রণক্ষেত্রের চেহারা নেয় বারাবনি থানার কাপিষ্টা মোড় এলাকা। বেশ কয়েকটি দোকান ভাঙচুর হয়। একাধিক মোটরবাইক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বারাবনি থানার একটি পুলিশের জিপ ঘটনাস্থলে এলে সেটিকেও ভাঙ্গচুর করা হয়। দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন আসানসোলের ডিসিপি (সদর) শীশরাম ঝাঁঝারিয়া। এলাকায় পুলিশি টহল চলছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন বিকালে বারাবনির মদনপুর এলাকার বেশ কিছু যুবক ‘পিকনিক’ সেরে বাড়ি ফেরার পথে কাপিষ্ঠা মোড়ে স্থানীয় কয়েক জন যুবকের সঙ্গে বচসা হয়। পরে ওই সব যুবকদের বুঝিয়ে সরিয়ে দেন এলাকার মানুষজন। কিন্তু এর কিছুক্ষণ পরেই মদনপুর এলাকা থেকে বেশ কিছু যুবক আবার কাপিষ্টা মোড়ে চলে আসে ও স্থানীয় মানুষজনকে বেধড়ক মারধর করতে শুরু করে বলে অভিযোগ। এলাকার বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর করা হয়। কাপিষ্টা মোড়ে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মোটরবাইকও তাদের হাত থেকে রেহাই পায়নি। বারাবনি থানার একটি জিপ ঘটনাস্থলে এলে সেটিকেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসেন কমিশনারেটের ডিসিপি (সদর) শীশরাম ঝাঁঝারিয়া। তিনি জানান, এলাকায় পুলিশি টহলচলছে। অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা লোক সংস্কৃতি উৎসব পূর্বস্থলীতে
লোক সংস্কৃতি উৎসবে ছৌ নাচ। পূর্বস্থলীতে তোলা নিজস্ব চিত্র।
শেষ হল বর্ধমান জেলা লোক সংস্কৃতি উৎসব। সম্প্রতি পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার তরুণ সঙ্ঘের মাঠে বর্ণাঢ়্য শোভাযাত্রার মাধ্যমে দু’দিনের এই উৎসবের উদ্বোধন হয়। শোভাযাত্রায় যোগ দেন বাউল, রণপা, আদিবাসী, ঘোড়া, ছৌ নৃত্যশিল্পীরা। তাঁদের সঙ্গে পা মেলান এলাকার ৬০টি স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলা সদস্যেরা। স্থানীয় চাঁদপুর এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি তরুণ সঙ্ঘ ময়দানে শেষ হয়। ওই মাঠেই লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে উদ্বোধন পর্ব শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা, রাজ্যের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান তথা পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ প্রমুখ। জেলাশাসক বলেন, “অর্থকষ্ট শিল্প নৈপুণ্যতায় বাধা হলে প্রশাসন সহযোগিতা করবে।” অনুষ্ঠান উপলক্ষে ওই মাঠেই ছিল কৃষি প্রদর্শনী ও স্বাস্থ্যশিবির-সহ নানা আয়োজন। সংলগ্ন আর একটি মাঠে অনুষ্ঠান উপলক্ষে বসেছে মেলাও। শুক্রবার জেলা লোক সংস্কৃতি উৎসব শেষ হওয়ার পরে তরুণ সঙ্ঘ মাঠেই পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতি ও শ্রীরামপুর পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয়েছে লোক সংস্কৃতি ও কৃষি মেলা। ওডিশা, অসম-সহ বিভিন্ন দেশের প্রান্ত থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন শিল্পীরা। চলবে আজ, সোমবার পর্যন্ত।

দুর্ঘটনায় মৃত লরি চালক ও খালাসি
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক লরির মালিক ও খালাসির। চালককে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ডালের ২ নম্বর জাতীয় সড়কের ভাদুড় মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শ্যামল ঘোষ (৪৫) ও অমল শর্মা (৩২)। তাঁদের বাড়ি নদিয়ার গাংঙাপুরে। এদিন ভোরবেলায় ভাদুড় মোড়ে একটি ডাম্পার দাঁড়িয়েছিল। বালি ভর্তি এই লরিটি ডাম্পারটির পিছনে ধাক্কা মারলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান, কুয়াশার জন্যই দুর্ঘটনা ঘটেছে।

বার্ষিক প্রতিযোগিতা
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দুর্গাপুর শাখার উদ্যোগে রবিবার আয়োজিত হল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার। দুর্গাপুরের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় সাড়ে চারশো পড়ুয়া অংশ নেয়। আয়োজক সংস্থার কর্মাধ্যক্ষ স্নেহাশিস মুখোপাধ্যায় জানান, এবার প্রতিযোগিতার ২৮ তম বর্ষ। পড়ুয়াদের সাংস্কৃতিক বিকাশের লক্ষে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান তিনি।

জলে ডুবে মৃত্যু
রবিবার বিকালে বীরভানপুরে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লালু বাউড়ি (৪৫)। পুলিশ জানিয়েছে, কোনও ভাবে দামোদরের ক্যানালে পড়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা লালুবাবু। সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.