সংস্কৃতি যেখানে যেমন
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
উত্তর ২৪ পরগনার বনগাঁ শিমুলতলা স্পোর্টিং ক্লাবের পাঁচ দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হল সোমবার। এ বার ৭৭ তম বর্ষে পা দেওয়া এই প্রতিযোগিতা স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করা হয়। বয়স ভিত্তিক বালক-বালিকাদের দৌড়, লং-জাম্প, বিস্কুট দৌড় প্রতিযোগিতা হয়। এ ছাড়া আয়োজন করা হয়েছিল স্থানীয় হরিদাসপুর থেকে ক্লাবভবন পর্যন্ত দৌড়, ব্যাডমিন্টন (ডাবলস) প্রতিযোগিতা। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল নৃত্য, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ প্রভৃতি। সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। এ বার ক্লাবের নিজস্ব জিমের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য, স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, ক্লাব সম্পাদক শঙ্কর আঢ্য। শেষ দিনে ছিল বিচিত্রানুষ্ঠান।

যতীন্দ্রনাথের কবিতা সমগ্র প্রকাশ
--নিজস্ব চিত্র।
কবি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীতে তাঁর লেখা বই প্রকাশিত হল। রবিবার বসিরহাটে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কবিতা সমগ্র উদ্বোধন করেন সাহিত্যিক পরেশ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ভাস্করনাথ ভট্টাচার্য, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ হরি। এ ছাড়াও অনেক কবি, শিল্পী, সাহিত্যিক উপস্থিত ছিলেন। ছিলেন কবির পরিবারের সদস্যরা। কবির রচিত কাব্যগ্রন্থ ‘আরত্রিক’, ‘সঞ্চয়নী’, ‘ব্যর্থ কামনায়’ এবং উপন্যাস ‘আসমানতারা’ জনপ্রিয় হয়েছিল। বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সাহিত্যের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন ‘সাহিত্যরত্ন’, ‘বিদ্যাবিনোদ’ উপাধি। তাঁর রচিত ও সুরারোপিত গান রেডিওতে নিয়মিত শোনা যেত। জীবিতকালে তিনি ৫টি বই প্রকাশ করতে পেরেছিলেন। পত্র পত্রিকায় কবির লেখা নিয়ে রচনাবলী প্রকাশে উদ্যোগী হয়েছেন পৌত্র চিরন্তন মুখোপাধ্যায়।

সাংস্কৃতিক উৎসব
সম্প্রতি হাবরার শ্রীনগর শক্তিসঙ্ঘের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে তিনদিনের এক সাংস্কৃতিক উৎসবের উৎসবের আয়োজন করা হয়েছিল। বসে আঁকো, নাচ, নাটকের প্রতিযোগিতা চিল। শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। দেহ ও চক্ষুদানের উপরে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। শেষ দিনে ছিল বিচিত্রানুষ্ঠান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.