টুকরো খবর
আদালতে এলেন না জেলা পুলিশ সুপার
ক্ষতিপূরণের মামলায় হাজির হওয়ার নির্দেশ দিলেও মঙ্গলবারও কাটোয়া আদালতে এলেন না বর্ধমানের পুলিশ সুপার হুমাযুন কবীর। এই নিয়ে পরপর তিন বার তিনি হাজিরার নির্দেশ সত্ত্বেও অনুপস্থিত থাকলেন। মামলার সরকারি আইনজীবী (জিপি) ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, আইনশৃঙ্খলার সমস্যা থাকায় পুলিশ সুপার আসতে পারেননি। তাঁরা উচ্চ আদালতে আবেদন করবেন। জেলা অতিরিক্ত দায়রা বিচারক অতনু রায় শুক্রবার রায় দেবেন বলে জিপি জানিয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে এই মামলা করা হয়েছে।

৫৫ চাষিকে পাট্টা বিলি
এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার বারাবনি ব্লকের বাসিন্দাদের একগুচ্ছ সামাজিক অধিকার প্রদান করেছে ব্লক প্রশাসন। বারাবনির বিডিও জুলফিকার হাসান জানিয়েছেন, ব্লকের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ৫৫ জন ভূমিহীন কৃষককে জমির পাট্টা বিলি করা হয়েছে। ৯০ জন বাসিন্দাকে ইন্দিরা আবাস যোজনার বাড়ি তৈরি করার জন্য প্রথম পর্যায়ের টাকা দেওয়া হয়েছে। ৯৯ জন কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। ৭০ জন তফসিল জাতি ও উপজাতির বাসিন্দাকে শংসাপত্র দেওয়া হয়েছে। ৩৯ জন তফসিল উপজাতিভুক্ত ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম চক্রবর্তী, আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত, স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় প্রমুখ। উত্তমবাবু জানান, ইন্দিরা আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য বাসিন্দাদের ৪৫ হাজার টাকা করে দেওয়া হবে। আপাতত ৯০ জনকে প্রথম পর্যায়ের ২২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাকি টাকা পরে দেওয়া হবে। এই বাড়িগুলি তৈরি হয়ে গেলে আরও কিছু বাসিন্দাকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, এলাকার বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাদের জন্য আরও কিছু জনমুখী প্রকল্প হচ্ছে।

বকেয়ার দাবি, ঘেরাও সাংসদ
১০ বছরের বকেয়ার দাবিতে মঙ্গলবার সাংসদ বংশগোপাল চৌধুরীর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন একটি কাগজকলের শ্রমিকেরা। তাঁকে হেনস্থাও করা হয় বলে অভিযোগ। এ দিকে শ্রমিকদের অভিযোগ, সাংসদ তাঁদের ১৯৮৯ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বকেয়া পাওনার ব্যাপারে উদ্যোগী হননি। এমনকী তিনি বলেছিলেন, ওই কাগজকলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। অথচ মঙ্গলবার কাগজকলে বেতন চুক্তিতে সাংসদ সই করতে এসেছিলেন। কংগ্রেসের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) সম্পাদক তরুণ গঙ্গোপাধ্যায় দাবি করেন, তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে শ্রমিকদের বঞ্চিত করছেন। বংশগোপালবাবু এ দিন আশ্বাস দিয়েছেন, বকেয়া মিটিয়ে দেওয়া হবে। তিনি বলেন, “শ্রমিকদের দাবি দীর্ঘ দিনের। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সব মিটিয়ে দেওয়া হবে।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য হয়েছে এক চালকল কর্মীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বসন্ত দত্ত (৪২)। বাড়ি খণ্ডঘোষের ওঁয়ারি গ্রামে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। তিনি স্নান সেরে তারে নিজের জামাকাপড় মেলতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

নেতার স্মরণসভা
প্রয়াত কংগ্রেস নেতা তাপস মজুমদারের স্মৃতিতে স্মরণসভা আয়োজিত হল মঙ্গলবার। রানিগঞ্জের ষষ্ঠীগোড়িয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়, প্রয়াত নেতার স্ত্রী কণিকাদেবী। ২০১১ সালের ৩ অগস্ট তাপসবাবু মারা যান। ১৯৯৫ সালে তিনি কংগ্রেসের রানিগঞ্জ পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন।

খনিকর্মী জখম, ক্ষোভ বাঁকোলায়
বাঁকোলা এরিয়ার বাঁকোলা কোলিয়ারির ৮ নম্বর পিটে স্টোন ডাস্ট ব্যাক ব্যারিয়ার পড়ে জখম হয়েছেন অভিজিৎ দাস নামে এক খনিকর্মী। মঙ্গলবার তাঁকে এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কোনও চিকিৎসক না থাকায় বিক্ষোভ দেখান শ্রমিকেরা। কর্তৃপক্ষ অভিজিৎবাবুকে কাল্লা হাসপাতালে পাঠান। কর্তৃপক্ষ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্বামীজির জন্মদিবস
বিবেকানন্দের জন্মদিনে শহরবাসীকে শঙ্খধ্বনি দিয়ে দিনটি উদ্যাপন করার আহ্বান জানিয়েছেন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী বলভদ্রানন্দ। তিনি জানান, ১২ জানুয়ারি আশ্রম মোড় থেকে একটি শোভাযাত্রা সকাল সাড়ে ৬টা নাগাদ শুরু হয়ে রামকৃষ্ণ মিশন আশ্রম পর্যন্ত যাবে। তিনি শহরবাসীকে শঙ্খধ্বনি দিয়ে উদ্যাপনের আহ্বান জানিয়েছেন।

ডিসেরগড়ে পদযাত্রা
বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে মঙ্গলবার ছাত্রীদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করে ডিসেরগড় এসডি বালিকা বিদ্যালয়। এ দিন দুপুর ১২টা নাগাদ পদযাত্রাটি স্কুল থেকে শুরু হয়ে ডিসেরগড়ের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না চট্টোপাধ্যায় জানান, ছাত্র-ছাত্রীদের বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করার উদ্দেশেই এই উদ্যোগ।

খনিতে সুরক্ষার দাবি
নবম জাতীয় কয়লা বেতন চুক্তি কার্যকর করা, খনিকর্মী আবাসনের নিয়মিত পরিশ্রুত জল সরবরাহ এবং খনিগর্ভে সুরক্ষার দাবিতে মঙ্গলবার পরাশিয়ার কেন্দা পিটে বিক্ষোভ দেখাল কয়লা মজদুর কংগ্রেস। সংগঠনের নেতাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই সব সমস্যায় জেরবার খনিকর্মীরা। অবিলম্বে এর প্রতিকার চাই। কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রৌঢ়ের ঝুলন্ত দেহ
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক ধীবর (৫৬)। বাড়ি রানিগঞ্জের কুমারবাজারে। মঙ্গলবার বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ মেলে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল মহকুমা হাসপাতালে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.