রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবি |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
২০০৯ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে দুবরাজপুর-লোকপুর রাস্তার কাজ শুরু হয়েছিল। এই বছরের জানুয়ারিতেও শেষ হয়নি কাজ। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্ন আর কত দিন লাগবে কাজ শেষ হতে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের রঞ্জনবাজার থেকে লোকপুর পর্যন্ত রাস্তার সংস্কার ও পাকা করার কথা থাকলেও রাস্তার দু’দিকে ৩ কিলোমিটার করে কাজ হয়েই ছিল। লোকপুর থেকে মানকরা গ্রামের দুর্গা মন্দির, অন্য দিকে দুবরাজপুরের রঞ্জনবাজার থেকে দাঁতিনপুকুর পর্যন্ত এলাকা অনেক আগেই পাকা হয়ে গিয়েছিল জেলা পরিষদের টাকায়। এই খাতে খরচ হয়েছে প্রায় ২ কোটি ৮৪ লক্ষ টাকা।
অথচ এই দীর্ঘ সময় ওই রাস্তায় কালভার্ট তৈরি, বোল্ডার, পাথর ফেলতেই লাগিয়ে দিয়েছেন ওই কাজে নিযুক্ত ঠিকাদার। এখনও প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় পিচের কাজ বাকি। ডেমুরিয়া গ্রামের অমিয় সূত্রধর, মঙ্গলপুর গ্রামের সমীর বন্দ্যোপাধ্যায়, কাপাসতোড় গ্রামের মতিবর রহমানরা বলেন, “এই রাস্তায় এতদিন ধরে সাইকেল, মোটরবাইক চালানোই হোক বা চলাচল করাই হোক, খুবই কষ্টকর। সাইকেল ও বাইকের চাকারও ভীষণ ক্ষতি হচ্ছে। ’’ রাস্তার মান নিয়েও চিন্তিত এলাকার মানুষ।
দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায় বিষয়টি স্বীকার করে নিয়ে জানিয়েছেন, এই বিষয়ে এই সড়ক যোজনার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে একাধিকবার। এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীব হালদার বলেছেন, “যে ঠিকাদার কাজ করছিলেন তাঁকে আর্থিক জরিমানা এবং ‘শো কজ’ করা হয়েছে। তবে এখন যেভাবে কাজ চলছে দিন কয়েকের মধ্যেই রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।” |