টুকরো খবর
শ্রীরামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান
শ্রীরামপুরের সংগঠন ‘প্রয়াসী’-র বাৎসরিক অনুষ্ঠান সম্প্রতি পালিত হল। ওই উপলক্ষে সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংস্থার গ্রন্থাগারের নবনির্মিত দ্বিতলের পাঠকক্ষের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কথাসাহিত্যিক শক্তিপদ রাজগুরু। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায়ের এলাকা উন্নয়ন তহবিল থেকে পাওয়া ১ লক্ষ টাকা এবং স্থানীয় শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় দ্বিতলের কক্ষ নির্মিত হয়েছে। ‘প্রয়াসী’-র সম্পাদক অগ্নীশ্বর ভট্টাচার্য বলেন, “এই গ্রন্থাগারে সাধারণ পাঠক ছাড়াও বহু ছাত্রছাত্রী স্কুল এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পাঠ্যবই পেয়ে উপকৃত হচ্ছে।” অনুষ্ঠানে ছিলেন চিত্র পরিচালক শান্তিময় বন্দ্যোপাধ্যায়, শান্তশ্রী চট্টোপাধ্যায়, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্কশেখর মণ্ডল প্রমুখ।

ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। আহত হয় বছর ছয়েকের একটি শিশু। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে চণ্ডীতলার জয়কৃষ্ণপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর। পুলিশ জানায়, মৃতের নাম সন্তোষ দাস (৫৮)। বাড়ি সিঙ্গুরের ঝাকারিতে। পুলিশ জানায়, এ দিন সকালে সন্তোষবাবু তাঁর ছ’বছরের নাতি কৌশিককে সাইকেলে চাপিয়ে জয়কৃষ্ণপুরে ভাগ্নির বাড়িতে যাচ্ছিলেন। সে সময়ে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। কৌশিককে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়।

আন্দুলে মন্দিরে চুরি
আন্দুলের একটি মন্দিরে বিগ্রহের গয়না চুরির ঘটনা ঘটল। সোমবার দুপুরে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রের খবর, আন্দুলের মহিয়াড়ীর চানপিরিতলায় জগন্নাথ ও শিবের বহু পুরনো একটি মন্দির রয়েছে। মন্দিরটি স্থানীয় কুন্ডুচৌধুরী পরিবারের। এ দিন দুপুরে পুরোহিত পূজো করতে এসে দেখেন বিগ্রহের সোনা ও রূপোর গয়না উধাও। সামনের দরজা অক্ষত। পুলিশের অনুমান, মন্দিরের গর্ভ গৃহের পিছনের দেওয়ালে একটি বড় বড় ঘুলঘুলি দিয়ে চোরেরা ঢুকেছিল।

সিপিএম-তৃণমূল সংঘর্ষ খানাকুলের গ্রামে
রবিবার সন্ধ্যায় সিপিএম এবং তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হল খানাকুলের মুস্তাফাপুরে। তৃণমূল কর্মীদের অভিযোগ, ত্রিপলের ছাউনি দেওয়া তাদের অস্থায়ী দলীয় কার্যালয়টি ভেঙে দেয় সিপিএম কর্মীরা। তবে সিপিএম এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে, ত্রিপলের ছাউনি করে মদ খাচ্ছিল এবং অশালীন কাজকর্ম করছিল তৃণমূলের লোকজন। তাই গ্রামের লোক প্রতিবাদ করেছেন। এই ঘটনায় গ্রেফতার করা হয় দুই সিপিএম সমর্থককে। তাঁদের অভিযোগ, তৃণমূল মিথ্যা নালিশ করে ফাঁসাচ্ছে।

হাওড়ায় বইমেলা
জমে উঠেছে জগৎবল্লভপুর বইমেলা। জগৎবল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়েছে গত ২৫ ডিসেম্বর থেকে। বই ছাড়াও রয়েছে বিভিন্ন স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যুইজ প্রতিযোগিতা, প্রভৃতিরও আয়োজন করা হয়।

সাহিত্য-আসর
সম্প্রতি সাহিত্য সেবক এবং মা মাটি মানুষ পত্রিকার উদ্যোগে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সভাঘরে আয়োজিত হল সাহিত্য পাঠের আসর। ছোট গল্প পাঠ এবং কবিতা আবৃত্তি এবং গ্রন্থ প্রকাশ করা হয়।

প্রোমোটার খুনে ধৃত
সালকিয়ার প্রোমোটার গৌতম রায় খুনে জড়িত অভিযোগে এক দুষ্কৃতী গ্রেফতার হল। সোমবার, ডানকুনি থেকে। ধৃত শেখ সালাউদ্দিন ওরফে সাজুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত, ব্যবসা-সংক্রান্ত শত্রুতার কারণেই এই খুন। পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে হাওড়ার বিভিন্ন থানায় বহু দুষ্কর্মের অভিযোগ আছে। এ দিন হাওড়া আদালত সালাউদ্দিনকে ১০ দিনের পুলিশি হেফাজত দেয়। হাওড়া আদালতের সরকারি আইনজীবী পায়েল ঘোষ বন্দ্যোপাধ্যায় বলেন, “সালাউদ্দিন স্বীকারোক্তি দিয়েছে, সে কয়েক জনের সঙ্গে গৌতমকে খুন করে। পুলিশ ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছিল। বিচারক মঞ্জুর করেছেন।” হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সদর) সুকেশকুমার জৈন বলেন, “সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনায় জড়িত আরও কয়েক জনের নাম ও কিছু সূত্র মিলেছে।”

আরামবাগ উৎসব
—নিজস্ব চিত্র।
আরামবাগ পুরভার উৎসব উপলক্ষে স্থানীয় বয়েজ স্কুল মাঠে সোমবার শুরু হল আরামবাগ উৎসব। চলবে ৭ দিন। সোমবার মেলার উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ। চেয়ারম্যান গোপাল কচ জানান, “মেলা ২৬ বছরে পড়ল। এক মাস আগে বিভিন্ন খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা দিয়ে উৎসবের সূচনা হয়।”

রবিন ঘোষের স্মরণসভা
সোমবার তোলা নিজস্ব চিত্র।
সোমবার উলুবেড়িয়া গরুহাটা ময়দানে আয়োজিত হল প্রয়াত রাজ্যের প্রাক্তন সমবায়মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা রবিন ঘোষের স্মরণসভা। হাজির ছিলেন দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস-সহ বামফ্রন্টের বিভিন্ন শরিকদলের নেতারা।

জগৎবল্লভপুরে ফুটবল
গত ২৫ ডিসেম্বর জগৎবল্লভপুরের হাফেজপুর যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘এস টি চ্যালেঞ্জ কাপ’ শীর্ষক এক দিনের ফুটবল প্রতিযোগিতা। যোগ দেয় বর্ধমান, হাওড়া এবং হুগলির ৮টি দল। ফাইনাল খেলায় টাই ব্রেকারে মোল্লারচক মুম্বইওয়ালা গোপালনগর তরুণ অ্যাথলেটিক ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে দেয়। খেলা অনুষ্ঠিত হয় হাফেজপুর ফুটবল মাঠে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.