টুকরো খবর
টাটা মোটরস ইঞ্জিন যন্ত্রাংশ বদলাচ্ছে ১.৪ লক্ষ ন্যানোর
প্রায় এক লক্ষ ৪০ হাজার পুরানো ন্যানো-র ইঞ্জিন যন্ত্রাংশ বদলাচ্ছে টাটা মোটরস। সংশ্লিষ্ট মহলের দাবি, ভারতীয় গাড়ি শিল্পের ইতিহাসে এ ভাবে এত যন্ত্রাংশ বদলানোর নজির নেই। তবে সংস্থার দাবি, গাড়ি ফেরানো বলতে যা বোঝায়, এ ক্ষেত্রে সে রকম কিছু হচ্ছে না। গাড়ির দক্ষতা বাড়াতে আধুনিক যন্ত্রাংশটি প্রতিস্থাপনের সুযোগ দিচ্ছে তারা। গত নভেম্বরে উন্নত ন্যানো-২০১২ বাজারে আনার কথা ঘোষণা করেছে টাটা মোটরস। সংস্থা সূত্রের খবর, তার আগের পুরনো ন্যানো-গুলির স্টার্টার মোটরটি বদলে দেওয়া হচ্ছে। গত অক্টোবরেই এই প্রক্রিয়া চালু হয়েছে। সংস্থার এক মুখপাত্র সোমবার বলেন, “আমরা আরও উন্নত স্টার্টার মোটর তৈরি করেছি। গাড়ির দক্ষতা বাড়াতে তাই পুরনো ন্যানো-র ক্ষেত্রে যন্ত্রাংশটি বিনামূল্যে বদলে দেওয়া হচ্ছে।” সাধারণ ভাবে কোনও গাড়ির যন্ত্রাংশে ত্রুটি থাকলে বা অভিযোগ উঠলে তা বদলাতে সংশ্লিষ্ট যন্ত্রাংশ দিয়ে তৈরি সমস্ত গাড়িই ফিরিয়ে নেওয়া (শিল্পের পরিভাষায় ‘রিকল’) হয়। টাটা মোটরস-এর মুখপাত্রের দাবি, পুরনো ন্যানো-র স্টার্টার মোটরের ক্ষেত্রে কোনও ত্রুটি নেই। কোনও অভিযোগও আসেনি। তাই এটা প্রথাগত ‘রিকল’ নয়।

বাংলা-সহ ৮টি আঞ্চলিক ভাষায় ই-মেল চালু ইয়াহু-র
ছোট শহরের বাজার ধরতে এ বার আঞ্চলিক ভাষায় ই-মেল আদান-প্রদানের উপর জোর দিচ্ছে ইয়াহু ইন্ডিয়া। বাংলা, তামিল, হিন্দি, মরাঠি-সহ আটটি আঞ্চলিক ভাষায় ই-মেল চালু করল সংস্থা। পরিসংখ্যান অনুযায়ী মোট ইন্টারনেট পরিষেবা ব্যবহারের মধ্যে ৬০ শতাংশ ছোট শহরের দখলে। ৮টি মেট্রো শহরকে পিছনে ফেলে দিয়েছে ছোট শহরগুলি। আর তার প্রধান কারণ আঞ্চলিক ভাষায় ইন্টারনেট পরিষেবা ব্যবহারের বাড়বাড়ন্ত। ৪০ শতাংশ হারে বাড়ছে এই সংখ্যা। বর্তমানে বিশ্বের ৭০টি দেশে ইয়াহু মেল ৪৬টি ভাষায় পাওয়া যায়।

রাতে বাস পরিষেবা
পুরুলিয়া থেকে কলকাতা ‘নাইট সার্ভিস) বা রাতের বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। সোমবার সংস্থার ডিপোয় ‘রূপসী বাংলা’ নামে বাসটির উদ্বোধন করেন জেলাশাসক অবনীন্দ্র সিংহ। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বাসটি রোজ রাত সাড়ে ৯টায় পুরুলিয়া ছেড়ে রঘুনাথপুর-দুর্গাপুর হয়ে পরদিন ভোর সাড়ে ৪টেয় কলকাতা পৌঁছবে। একই ভাবে কলকাতা থেকে রাত ১০টায় ছেড়ে ভোর ৫টায় পুরুলিয়া পৌঁছবে। সোমবার রাতে বাসটির প্রথম যাত্রার সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি।

মালদহে সিল্ক পার্ক করবে রাজ্য
মালদহে সিল্ক পার্ক তৈরি করবে রাজ্য সরকার। সোমবার মালদহে গিয়ে এ কথা জানিয়েছেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী মানস ভুঁইয়া। এদিন তিনি ক্ষুদ্র ও কুটির শিল্পের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। মানসবাবু জানান, জেলার ইংরেজবাজার ব্লকের মধুঘাট এলাকায় ১৩ একর জমিতে ওই সিল্প পার্ক গড়ে তোলা হবে। এই কাজে ব্যয় হবে প্রায় ৩০ কোটি টাকা। বস্ত্র বয়ন শিল্পীদের মজুরিও বাড়ানো হবে বলে তিনি জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.