l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের
শিরোনাম...
• সংগ্রামপুরে বিষমদকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ১২৬
• বিষমদে বলি তিন শিশু • আমরি কান্ড
এ মাসের দ্বিতীয় সংস্করণে শীতের সবজি নিয়ে খানাতল্লাশি ও
আপনার রান্নাঘর। সঙ্গে খবরের বৈচিত্র নিয়ে সমবাদের হাওয়াবদল।
মগরাহাটে মানসিক চাপে
ছিল পুলিশ, বললেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হুকিং কাটার অভিযানে গিয়ে মগরাহাটে পুলিশের গুলি চালানো ঠিক হয়নি বলে আগেই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন, মগরহাটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ মানসিক চাপে পড়ে গিয়েছিল। তাঁর কথায়, “ক’জন পুলিশ চল্লিশ হাজার লোকের মাঝখানে পড়ে গিয়েছে। জনতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি পুলিশের না-থাকে, তা হলে তারা মানসিক চাপে পড়বে।” বুধবার সন্ধ্যায় সায়েন্স সিটিতে রাজ্য পুলিশের পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী। তার কিছু পরেই এক টিভি সাক্ষাৎকারে মমতা বলেন, “আমি এখনও মনে করি, ও-ভাবে গুলি চালানো ঠিক হয়নি। ওখানে কেউ না কেউ প্ররোচনা (জনতাকে) দিয়েছিল। দু’পক্ষেরই অন্যায় আছে। বিদ্যুৎ দফতরেরও ভুল হয়েছিল।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “হুকিং সারা বাংলা জুড়ে আছে। কিন্তু আমাদেরও বিভিন্ন সমস্যা রয়েছে। সেগুলো খেয়াল করতে হবে। বিদ্যুৎ দফতরকেও সংবেদনশীল হতে হবে।” পুলিশের উন্নয়নের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যের আর্থিক অবস্থা ভাল হলেই পুলিশকর্মীদের উন্নয়ন এবং পুলিশের আধুনিকীরণে জোর দেবে সরকার। এই ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর আলোচনাও হয়েছে।
বিস্তারিত...
বাতিল প্রাক্তন দুই মন্ত্রীর
ঘরের ‘বুকিং’, ক্ষুব্ধ সিপিএম
কিশোর সাহা • শিলিগুড়ি
রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন ও গৌতম দেবের জন্য বরাদ্দ দু’টি ঘরের ‘বুকিং’ বাতিল করে দিয়েছে পূর্ত দফতর। বিধি মেনে লিখিত আবেদন জানিয়ে আগাম ‘বুকিং’ পাওয়ার পরেও আচমকা তা বাতিল হওয়ায় বিস্মিত দার্জিলিং জেলা সিপিএম নেতৃত্ব। পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ার বলেছেন, “পূর্তমন্ত্রী সুব্রত বক্সী আসবেন বলেই আগের বুকিং বাতিল হয়েছে।” এই ঘটনা নিয়ে যে প্রশ্ন উঠতে পারে, তা আঁচ করেছেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও। বুধবার দুপুরে পূর্তমন্ত্রী সুব্রত বক্সীর সঙ্গে একই ট্রেনে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনার সময়ে ঘটনাটি তিনি জানতে পারেন। গৌতমবাবু বলেন, “পূর্তমন্ত্রী ঘটনাটি জানার পরে ট্রেন থেকেই বুকিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। একটি ঘর রেখে বাকিগুলি আবেদনকারীদের দিতে বলা হয়েছে।” কিন্তু সিপিএমের তরফে যিনি ঘর ‘বুক’ করেছিলেন, জেলা সম্পাদকমণ্ডলীর সেই সদস্য জীবেশ সরকারের দাবি, রাত পর্যন্ত পূর্ত দফতর কিছু জানায়নি। নিরুপম সেন, গৌতম দেব এবং সীতারাম ইয়েচুরির জন্য শিলিগুড়ি শহরের হাসমি চক লাগোয়া পূর্ত দফতরের বাংলোয় তিনটি ঘর ‘বুক’ করা হয়েছিল। ইয়েচুরির ঘরের বুকিং শুধু বাতিল হয়নি।
বিস্তারিত...
নন্দীগ্রাম-কাণ্ডে গ্রেফতার
খেজুরির ডিওয়াইএফ কর্মী
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও এগরা
২০০৭-এর ১০ নভেম্বর নন্দীগ্রামে ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে হামলা এবং ভূমি-কমিটির বেশ কয়েক জনকে ‘গুমখুনে’ জড়িত সন্দেহে বুধবার খেজুরির কলাগেছিয়া থেকে মতিউর রহমান নামে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের এক কর্মীকে গ্রেফতার করল সিআইডি। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে তদন্ত শুরু করে এই নিয়ে ৩ জনকে গ্রেফতার করল সিআইডি। এর আগে খেজুরির নিজ-কসবার প্রাক্তন সিপিএম পঞ্চায়েত সদস্য অজিত বর এবং কামারদার একটি ক্লাবের অ্যাম্বুল্যান্সের চালক শক্তি দলপতিকে ধরেছিল সিআইডি। ওই দু’জনই আপাতত জেলে বন্দি। বুধবার বিকেলে ধৃত মতিউরকে আজ, বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে বলে সিআইডি সূত্রের খবর। ধৃত ডিওয়াইএফ কর্মী নন্দীগ্রামে সে দিন ভূমি-কমিটির মিছিলের উপর হামলায় অন্যতম মুখ্য ভূমিকা নিয়েছিলেন বলে দাবি সিআইডি অফিসারদের। এর আগে ধৃত অজিত বর এবং শক্তি দলপতি হামলায় নিহতদের দেহ গায়েবে ভূমিকা নিয়েছিলেন বলে দাবি সিআইডি-র। এই মামলার তদন্তে বুধবার দিনভরই সিআইডি-দল খেজুরির বিভিন্ন এলাকায় ঘোরে। এ দিকে, কাঁথির উমাপতিবাড়ে ‘অপহৃত’ এক সিপিএম নেতার খোঁজে গিয়ে দুই সিপিএম নেতার বাড়ি থেকে তিনটি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
বিস্তারিত...
এক মাঠ লোকের সামনে
কান মুলে দিলেন অধ্যক্ষ
অনল আবেদিন
সন্ধ্যাবেলা গঙ্গায় স্নান সেরে ঘাটে গিয়ে বসেছিলেন কৃষ্ণনাথ কলেজের এক আবাসিক ছাত্র। চুপ করে নিজের মনে বসে রয়েছেন। কিন্তু বুঝতে পারেননি, দোর্দণ্ডপ্রতাপ পুলিশ সুপারের খাস ভৃত্য এক ভিস্তিওয়ালার যাতায়াতের পথেই বসে রয়েছেন তিনি। সাহেবের প্রতাপের প্রভাবে ভিস্তিওয়ালারও প্রতাপ কম নয়। যাতায়াতের রাস্তা বন্ধ দেখে অবলীলাক্রমে সে জল ঢেলে দিল ওই ছাত্রের গায়ে। প্রতিবাদ করলেন ওই ছাত্র। তখন জুটল বেধড়ক মারধর। খাস পুলিশ সুপারের ভিস্তিওয়ালা বলে কথা! কিন্তু ছাত্রেরা কেন সে কথা শুনবে! মারধরের কথা ছড়িয়ে পড়তেই ভিস্তিওয়ালার খোঁজ শুরু হল। কলেজের ছাত্রেরা সোজা গিয়ে চড়াও হল খোদ পুলিশ সুপার ডিকেন্স সাহেবের কুঠিতেই। তিনিও সোজা আজ্ঞা দিয়ে দিলেন, সব ছাত্রকে গ্রেফতার করতে হবে। সেই নির্দেশ কানে গেল কলেজের তৎকালীন অধ্যক্ষ এডওয়ার্ড মনমোহিনী হুইলারের। তারপরের ঘটনা এখনও বহরমপুরের প্রবীণ বাসিন্দারা রসিয়ে রসিয়ে উপভোগ করেন। হুইলার ছাত্রাবাসে ছুটে তো এলেনই। ছাত্রাবাসের বারান্দা থেকে পুলিশ অফিসারকে ঘাড় ধরে বারও করে দিলেন। তারপরে সেই অফিসারকে তিনি বলেছিলেন, ‘তোমার সাহেবকে গিয়ে বোলো ডিকেন্স এবং ডাঙ্কি, দু’টো শব্দেরই প্রথম অক্ষরটা ডি।’
বিস্তারিত...
উপাচার্যের নিয়োগ বাতিল এক মাসেই
সাবেরী প্রামাণিক • কলকাতা
নিয়োগ করা হয়েছিল নভেম্বরের মাঝামাঝি। এক মাসও পুরোয়নি। এমনকী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হলেও এক দিনের জন্যও সেই পদে বসেননি প্রেসিডেন্সির অধ্যাপক দেবীদাস চট্টরাজ। এর মধ্যেই উপাচার্য-পদে তাঁর নিয়োগ বাতিল করে দেওয়া হল। ‘আইনি জটিলতা’র কারণেই শেষ পর্যন্ত নিয়োগের সিদ্ধান্ত বদল করেছে রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এই ঘটনা নজিরবিহীন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এক জন ‘শিক্ষাবিদের পক্ষে কাজ করা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে’ বলে জানিয়ে উপাচার্য সুব্রত পাল গত অক্টোবরে ইস্তফা দেন। কিছু দিন পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দেবীদাসবাবুর নাম ঘোষণা করে রাজ্য সরকার। যদিও পূর্ণ মেয়াদের জন্য নয়, ছ’মাসের জন্য। ইতিমধ্যে রাজ্যপাল তথা আচার্যের অফিস থেকে এই ব্যাপারে দু’টি নির্দেশিকা বেরিয়েছে। তাতে বলা হয়েছে, দেবীদাসবাবু দায়িত্ব গ্রহণ করলেই উপাচার্যের পদ থেকে অব্যাহতি পাবেন সুব্রতবাবু। তবে দেবীদাসবাবু দায়িত্ব গ্রহণই করেননি। কিন্তু কেন? প্রেসিডেন্সির ওই অধ্যাপকের বক্তব্য, রাজ্যের উচ্চশিক্ষা দফতর এখনও তাঁর ‘লিয়েন’ মঞ্জুর করেনি। তাই প্রেসিডেন্সি ছেড়ে তাঁর পক্ষে বর্ধমানে যাওয়া সম্ভব হয়নি।
বিস্তারিত...
সংরক্ষিত আসন চাওয়ায় হেনস্থা
সৌমিত্র কুণ্ডু • শিলিগুড়ি
দার্জিলিং মেলে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। টিকিট কেটে ওঠার পরেও এক প্রতিবন্ধী যুবককে সেখানে বসার আর্জি জানালে তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ওই যুবক শিয়ালদহ থেকে দার্জিলিং মেলে ওঠেন। বুধবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে তিনি কর্তব্যরত রেল পুলিশকর্মীদের বিরুদ্ধে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগকারী যুবকের নাম মুন্না ভকত। তিনি মূক ও বধির। তাঁর অভিযোগ, প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ৪ আসনের বিশেষ কামরায় তাঁরা উঠেছিলেন। আসন ফাঁকা থাকা সত্ত্বেও তাদের সেখানে বসতে দেননি কর্মব্যরত রেল পুলিশ কর্মীরা। বরং তাঁদের সামনেই অর্থের বিনিময়ে সাধারণ যাত্রীদের কাছে আসনগুলি বিক্রি করা হয় বলে অভিযোগ। নিরুপায় হয়ে কামরায় মেঝেয় শুয়ে বসে রাত কাটাতে হয়েছে মূক ও বধির ওই যুবক ও তাঁর সঙ্গী দেবাশিস চক্রবর্তীকে। নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি’র আইসি অচিন্ত্য গুপ্ত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে মুন্নাবাবু দাবি করেছেন। ঘটনার কথা শুনেছেন শিলিগুড়ির রেল পুলিশ সুপার শ্যামল ভট্টাচার্যও। রেল পুলিশ সুপার বলেন, “আমরা প্রতিবন্ধী যুবকের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
সেনার গুলিতে হত মালদহে
পাহাড়ে পৃথক জাতিসত্তার জন্য দলিল সিপিএমের
দক্ষিণবঙ্গ
বেলা যত গড়িয়েছে,
ততই ভিড় বেড়েছে
লাশকাটা ঘরের সামনে
ছাড়পত্র নেই,
মানছেন ব্যবসায়ীরাই
বর্ধমান
বাড়ছে শহর, দমকল
সেই ঠুঁটো জগন্নাথ
‘নিরাপত্তার স্বার্থে’ কলেজে প্রার্থী দেবে না এসএফআই
পুরুলিয়া
কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ইন্দাসে
দর্শনার্থীদের জন্য
একগুচ্ছ পরিকল্পনা
মুর্শিদাবাদ
আগুন লাগলে
ভরসা ‘কলের’ জল
সতর্ক থাকুন, গ্রামে
শিবির দমকলের
মেদিনীপুর
কর্মী-সঙ্কটে এমকেডিএ
হুঁশ ফেরায় নতুন
করে রং ডিভাইডারে
কলকাতা
২৫.৩/১৬.২
আজকের দিনে
•
১৮৩২:
আইফেল টাওয়ারের
স্রষ্টা গুস্তাভ আইফেলের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.