অজয় ঘোষ ট্রফিতে বৃহস্পতিবার বারাসতের কাছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরাজয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিল বর্ধমান ও রবীন্দ্রভারতী। পরপর তিন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পরে এ দিন বারাসতের কাছে শোচনীয় ভাবে হারায় কলকাতার বিরুদ্ধে ‘গট-আপ’-এর অভিযোগ তুলেছে ছিটকে যাওয়া দুই বিশ্ববিদ্যালয়।
এ দিন মোহনবাগান মাঠে ২৮ ওভারে ১০৬-৮ করে কলকাতা। দেবলচন্দ্র চৌহ্বন ৫০ রান করেন। বারাসত তিন উইকেটে রান তুলে নেয়। অভিজিৎ ঘোষাল ৩২ রান করে অপরাজিত থাকেন। তিনিই ম্যাচের সেরা হন। এই জয়ের ফলে কলকাতার সঙ্গে গ্রুপ-এ থেকে অজয় ঘোষ ট্রফির মূলপর্বে উঠল বারাসতও।
রাধারানি স্টেডিয়ামে এই গ্রুপের ম্যাচে এ দিন রবীন্দ্রভারতী ৫৪ রানে হারিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে। প্রথমে রবীন্দ্রভারতী ৩৪ ওভারে করে ২১৯-৫। সানি দাস ৯৮ বলে অপরাজিত ১২৩ রান করেন। তিনিই ম্যাচের সেরা। সায়ন মুখোপাধ্যায় করেন ৩৮। বিদ্যাসাগরের আশিস রায় ২৭ রানে দু’উইকেট নেন। জবাবে বিদ্যাসাগর করে ৩৪ ওভারে ১৬৫-৮। দলের সৌম্যদেব অধিকারী ও আশিস রায় যথাক্রমে ৩৮ ও ৩৫ রান করে অপারাজিত থাকেন। রবীন্দ্রভারতীর সন্দীপ যাদব ১৮ রানে দু’উইকেট ও উদয় যাদব ২৬ রানে দু’উইকেট দখল করেন। বি-গ্রুপের ম্যাচ শুরু হচ্ছে আজ, শুক্রবার থেকে।
এ দিকে, বর্ধমানের কোচ অলোক দাসের অভিযোগ, “আমাদের গ্রুপে পাঁচটি দলকে, বিশেষত চারটি বড় দলকে রেখে সূচি তৈরি করা আয়োজকদের উচিত হয়নি। কলকাতাকে শেষ দিকে খেলার সুযোগ দিয়েই গট-আপের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে।” রবীন্দ্রভারতী দলের ম্যানেজার নকুলচন্দ্র প্রধানের ক্ষোভ, “কলকাতার খেলোয়াড়েরা এমন কয়েকটি ক্যাচ ফেলেছেন, যা শিশুরাও ফেলবে না। বারাসতকে মূলপর্বে তুলতেই এ সব করা হয়েছে। আমি সিএবি-র কাছে এই ম্যাচ নিয়ে অভিযোগ জানাব।” কলকাতার কোচ অশোক দাস অবশ্য এই অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, “ভিজে পিচে আজ আমাদের ছেলেরা ঠিক মতো খেলতে পারেনি। ক্রিকেটে তো এমন অঘটন ঘটে।”
মাঠে উপস্থিত সিএবি-র দুই পর্যবেক্ষক শান্তনু দাশগুপ্ত ও স্বপন পালও এই অভিযোগ নিয়ে মাথা ঘামাতে নারাজ। তাঁরা বলেন, “কোনও দল গট-আপ করছে কি না, তা দেখার দায়িত্ব আমাদের নয়। আগে বর্ধমান ও রবীন্দ্রভারতীর তরফে অভিযোগ করা হোক, তার পরে রেফারির রিপোর্ট ইত্যাদি নিয়ে খোঁজ নেওয়া যাবে।”
|
সচিনরা অস্ট্রেলিয়ায়
সংবাদসংস্থা • মুম্বই |
পরিবেশের সঙ্গে আগাম মানিয়ে নিতে এ দিন মুম্বই থেকে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া পাড়ি দিলেন সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়-সহ ভারতীয় দলের সাত জন। তিন সিনিয়রের সঙ্গে বাকি চার জন ইশান্ত শর্মা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা এবং প্রজ্ঞান ওঝা। অন্তত দিন সাতেক আগেই অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছেন সচিনরা। যাতে অস্ট্রেলিয়ার পরিবেশ আর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা তৈরি না হয়। |