টুকরো খবর
প্রধানমন্ত্রীকে কৃষকদের চিঠি বিদেশি লগ্নি নিয়ে
বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির পক্ষে ইতিমধ্যেই সরব বিভিন্ন বণিক সংগঠন। এ বার দেশের একটি কৃষক সংগঠনের তরফে এই লগ্নি চেয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি দেওয়া হয়েছে। দেশের ১২টি রাজ্যে ছড়িয়ে থাকা এই সংগঠন ‘কনসর্টিয়াম অফ ইন্ডিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশন’ (সিআইএফএ)-এর পৃষ্ঠপোষক দেশের প্রথম সারির কিছু কর্পোরেট সংস্থা। তাদেরই অন্যতম বায়োকন-এর প্রধান কিরণ মজুমদার শ-এর ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে ছাপা হয়েছে এই চিঠি। তাতে বলা হয়েছে, বর্তমানে ফড়েদের দাপটে কৃষকরা নাজেহাল। স্থানীয় বাজারে যে ভাবে কেনা-বেচা হয়, ফড়েরা যে ভাবে কমিশন নেয় এবং দাম নিয়ন্ত্রণ করে, তাতে কৃষকরা নায্য দাম থেকে বঞ্চিত হন। সংগঠনটির বক্তব্য, বহু ব্রান্ডের খুচরোয় বিদেশি লগ্নিকারীরা এলে কৃষকরা সেই সব সংস্থার কাছে সরাসরি ফসল বিক্রি করতে পারবেন এবং নায্য দাম পাবেন। ফড়েদের বিদায় ঘটবে। গ্রামীণ এলাকায় বিদেশি বহু ব্র্যান্ডের খুচরো বিপণি খোলার দাবি জানিয়েছে সংগঠনটি।

উৎকণ্ঠার জেরে পড়ল সেনসেক্স
বিশ্ব অর্থনীতির ওপর ঘনিয়ে আসা মন্দার মেঘ নিয়ে আশঙ্কা শেয়ার বাজার থেকে ফের দূরে সরিয়ে দিল লগ্নিকারীদের। যার জেরে আজ মুম্বই বাজারের সূচক সেনসেক্স পড়ল ৩৮৯ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা নেমে আসে ১৬,৪৮৮.২৪ অঙ্কে। এ দিন সকাল থেকেই শেয়ার বিক্রির হিড়িক পড়ে যাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন লগ্নিকারীরা:
• ইউরোপের সঙ্কট আরও ঘোরালো হয়ে ওঠা নিয়ে উদ্বেগ
• খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির সম্ভাবনা শিকেয় ওঠা
• দেশে শিল্পোৎপাদন অক্টোবরে এই প্রথম কমার আশঙ্কা
• জাপান-অস্ট্রেলিয়ায় আর্থিক বৃদ্ধি তলানিতে নেমে আসা
প্রসঙ্গত, ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক সঙ্কট কাটাতে সুদ কমানোর ইঙ্গিত দিয়েছে। তবে এতে নাটকীয় ফল মিলবে বলে মনে করছে না তারাও।

দুই বিমান সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল
সময় মতো ২২০ কোটি টাকা শুল্ক জমা না-দেওয়ায় বিমান পরিষেবা সংস্থা কিংফিশারের ১০টি ও রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া (এআই)-র ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করল পরিষেবা কর বিভাগ। পাঁচ দিনে এআইয়ের শুল্ক বাকি ১৫০ কোটি টাকা ও কিংফিশারের ৭০ কোটি। কর বিভাগের অভিযোগ, যাত্রীদের কাছ থেকে পরিষেবা কর নিলেও, তা বিভাগকে জমা দেয়নি সংস্থা দু’টি। এআই টাকা মিটিয়ে অ্যাকাউন্টগুলি চালু করার ব্যাপারে আশাবাদী। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেনি কিংফিশার।

খুচরোয় বিদেশি লগ্নি নিয়ে মন্তব্য জার্মানির
দেশে বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি নিয়ে আমেরিকার পর আজ মুখ খুলল জার্মানি। ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মিয়ার ক্লদ জানান, “সুস্থ প্রতিযোগিতা সম্ভব হয় এমন সুনিয়ন্ত্রিত খোলা বাজারকে সমর্থন করে জার্মানি। সাধারণ মানুষের জন্য তা জরুরি। আশা করব ভারত সরকার ও তার শরিক দলগুলি এ ব্যাপারে প্রকৃত সমাধানসূত্র খুঁজে পাবে।”

কেয়ার্ন অধিগ্রহণ সম্পূর্ণ
প্রায় ৪১০ কোটি ডলারে কেয়ার্ন ইন্ডিয়ার ৩০% শেয়ার কিনল বেদান্ত রিসোর্সেস। যার মাধ্যমে কেয়ার্ন অধিগ্রহণ সম্পূর্ণ করল তারা। সংস্থাটিতে বেদান্তর অংশীদারি হল ৬০% ও কেয়ার্ন এনার্জির প্রায় ২২%। জুলাইয়ে প্রায় ১৪০ কোটি ডলারে কেয়ার্ন ইন্ডিয়ার ১০% কিনেছিল বেদান্ত। বাকি শেয়ার কেনে শাখা সংস্থা সেসা গোয়া ও সেসা রিসোর্সেস-এর মাধ্যমে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.