খেলানো হতে পারে মনোজকে
আজই সিরিজের ফয়সালা চান সহবাগ
সিরিজ জয়ের লড়াই ছাপিয়ে আগে আসছে বীরেন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীরের ফর্ম। প্রথম তিনটি ম্যাচে সহবাগ করেছেন মোট ৪০ রান আর গৌতম গম্ভীর ১৬। সামনেই অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ সফর, তার আগে মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে ভারত। সচিন, ধোনি, যুবরাজ, জাহির, হরভজনরা নেই বলে অনভিজ্ঞতায় ভুগতে হচ্ছে ভারতকে, এমন যুক্তি উঠে এলেও ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা গ্রহণযোগ্য নয় বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। সেই কটক ম্যাচের পর থেকেই ব্যাটিং ব্যর্থতা নিয়ে সরব অধিনায়ক সহবাগ। ফের বলেছেন, “টপ অর্ডার ব্যাটিং কেন রান পাচ্ছে না, কেন বেশির ভাগ ম্যাচে টেল এন্ডারদের ব্যাট হাতে লড়তে হচ্ছে, তা নিয়ে অবশ্যই ভাবছি আমরা। ভাল শুরু আমরা করতে পারছি না, অথচ সেটা এক দিনের ম্যাচে ভাল ফলের জন্য সবচেয়ে জরুরি।”
মনোজের অপেক্ষা আজ শেষ হবে?
প্রথম তিনটি ম্যাচে ভারতীয় ব্যাটিং বড় বেশি রোহিত শর্মা-নির্ভর ছিল। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করলেও বাকি দুটি ম্যাচে রান পাননি। ওপেনার হিসেবে টানা সুযোগ পাওয়া পার্থিব পটেল আমদাবাদে ঘরের মাঠে ৩৯ করলেও আগের দুটো ম্যাচে রান পাননি। প্রথম তিন জন ব্যাটসম্যান রান না পাওয়ায় প্রতি ম্যাচেই মিডল অর্ডারের উপর খুব চাপ পড়ছে। যে কারণে সহবাগ বলছেন, “রান না পাওয়ার জন্য অজুহাত দিতে চাই না। খুব দ্রুত আমাদের রানে ফিরতে হবে।”
বোলিং নিয়ে অতটা অভিযোগ না থাকলেও স্লগ ওভারে বল করার ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব ধরা পড়েছে। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ পেসার কোর্টনি ওয়ালশের কথায়, “ভারতের পেস বোলাররা প্রতিভাবান, কিন্তু ওদের বুঝতে হবে সব সময় পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে মার খেতে হয়। যেটা উমেশ যাদবের ক্ষেত্রে হয়েছে।” যাদব অবশ্য কাল থাকছেন না, তাঁর বদলে খেলার কথা দু’বছর দশ মাস বাদে দলে ফেরা ইরফান পাঠানের। সুরেশ রায়নার জায়গায় খেলানো হতে পারে মনোজ তিওয়ারিকেও।
কোচ ডানকান ফ্লেচারের ক্লাসে বিরাট কোহলি।
ভারতের দুশ্চিন্তা যদি সহবাগ-গম্ভীরদের ফর্ম হয়, ইনদওর হোলকার স্টেডিয়ামে টিমের সবচেয়ে দামি ব্যাট ডারেন ব্র্যাভোকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। আমদাবাদে তৃতীয় একদিনের ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ব্র্যাভো। অধিনায়ক ডারেন স্যামি অবশ্য এই ঘটনাকে আমল না দিয়ে বলছেন, “আমদাবাদে জয়ের পর গোটা টিমের আত্মবিশ্বাস দারুণ একটা জায়গায়। ইন্দওরে জিততে পারলেই সিরিজ ২-২ হবে, সে ক্ষেত্রে চেন্নাইয়ে শেষ ম্যাচটায় ভারতই চাপে থাকবে।”
ইনদওরের ম্যাচে যথারীতি ব্যাটিং উইকেট থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কিউরেটর। তবে সমস্যা হল পরে ব্যাট করলে সুবিধে কারণ শিশির পড়ার সম্ভাবনা। সে ক্ষেত্রে বল গ্রিপ করতে সমস্যা হবে স্পিনারদের। আর ভারতীয় বোলিংয়ে কুড়িটা ওভার নিয়মিত করছেন অশ্বিন ও জাডেজা। আইসিসি-র সাম্প্রতিক ওয়ান ডে বোলিং র্যাঙ্কিংয়ে প্রথম কুড়ি জনের মধ্যে প্রথমবার ঢুকে পড়েছেন অশ্বিন। ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে আছেন কোহলি।

ছবি: এপি




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.