মহাকরণে কাচ ভেঙে রক্তাক্ত মন্ত্রী |
নিউ টাউনে জল আনতে নয়া ভাবনা |
নিউ টাউনে পানীয় জল সরবরাহে বাম আমলের সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করল রাজ্য সরকার। ঠিক হয়েছে, পাইপলাইনে গঙ্গার জল এনে শোধন করে নিউ টাউন তো বটেই, সল্টলেক ও রাজারহাটেও সরবরাহ করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর। বুধবার নিউ সেক্রেটারিয়েটে এই ঘোষণা করেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। নতুন পরিকল্পনায় দৈনিক ১০ কোটি গ্যালন জল নিউ টাউনে ইতিমধ্যেই তৈরি শোধনকেন্দ্রে আনতে গঙ্গা থেকে চিৎপুর লকগেট, সার্কুলার ক্যানাল, কেষ্টপুর খাল, পাশখালের ধার বরাবর ১০.৮০ কিমি দীর্ঘ পাইপ পাতা হচ্ছে। ১১৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ দু’বছরের মধ্যে শেষ করতে হবে। জেএনএনইউআরএমের দ্বিতীয় পর্যায়ে এই টাকা পাওয়ার কথা। তবে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান দফতরের এক সূত্র। এর ফলে বাম আমলে খাল সংস্কার করে গঙ্গার জল আনার পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করা হল। এ দিন সুব্রতবাবু তাঁর দফতরে ই-টেন্ডার ব্যবস্থার উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, “গোটা রাজ্যে ৮টা জোনের সব প্রকল্পে টেন্ডার সম্পর্কিত যাবতীয় দুর্নীতি এই ব্যবস্থায় দূর করা যাবে বলে আশা করছি।”
|
কলকাতার উন্নয়নে আগ্রহী চিন |
কলকাতার উন্নয়নের সহযোগিতায় আগ্রহী চিনের পুরকর্তারা। তাঁরা এই শহর দেখতে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান বলে জানান কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ। চিন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার পুর দফতর নিয়ে গঠিত সংগঠন ‘ব্রিকস’ ও চিনের দু’টি সংগঠনের উদ্যোগে সেখানকার সান্যা শহরে ১-৩ ডিসেম্বর এক সম্মেলন হয়। অতীনবাবু সেখানে যোগ দিতে যান। সম্মেলন শেষে চিনের গুয়াংঝাউ শহরের পুর দফতরের কনসালট্যান্ট ডিরেক্টর এলফি চেন, ডেপুটি ডিরেক্টর জেনারেল জেং কুইংচুং-সহ সেখানকার বিভিন্ন শহরের পুরকর্তারা অতীনবাবুর কাছে কলকাতা সম্পর্কে জানতে চান। শহরের উন্নয়নে পুরসভার কাজের বিবরণ দেন অতীনবাবু। মূলত জল সরবরাহ, নিকাশি, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান ইত্যাদি বিষয়ে কাজের উল্লেখ করেন তিনি। সম্মেলনে কলকাতার বিভিন্ন ছবি দেখানো হয়। অতীনবাবুর কথায়, “ওদেশের প্রতিনিধিরা জানতে চান, কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৩৪ বছরের ‘কমিউনিস্ট শাসন’কে সরানো হয়েছে? কলকাতা পুরসভার পরিচালন ব্যবস্থা সম্পর্কেও তাঁরা জানতে চান।” কলকাতার উন্নয়নের জন্য তাঁরা কী ভাবে সহযোগিতা করতে পারেন তা বোঝার জন্য চিনের পুরকর্তারা শীঘ্রই শহরে আসবেন।
|
বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার, বাগুইআটির কলেজ মোড়ের কাছে। মৃতের নাম স্বপন মণ্ডল (৩৬)। পুলিশ জানায়, সাইকেলে রাস্তা পেরোনোর সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে স্বপনবাবুকে। নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘাতক বাসটি আটক হলেও চালক পলাতক। ঘটনার পরে স্থানীয়েরা কিছুক্ষণ ভি আই পি রোডে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, কলেজ মোড়ের মতো জনবহুল জায়গায় অধিকাংশ সময়েই ট্রাফিক সিগন্যাল মানা হয় না। পুলিশকে অভিযোগ করেও লাভ হয়নি। যদিও পুলিশের দাবি, ওই মোড়ে অধিকাংশ সময়েই ট্রাফিক পুলিশ থাকে।
|
পিএসসি পরীক্ষায় পাশ করেও চাকরির নিয়োগপত্র না পেয়ে স্বাস্থ্যভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসলেন ছ’শো চাকরিপ্রার্থী। বুধবার দুপুর থেকে অবস্থান চলে রাত পর্যন্ত। অভিযোগ, গত জুনে পিএসসি-র গ্রুপ ডি ডিরেক্টরেটের জন্য নির্বাচিত হন তাঁরা। মেধা তালিকার দ্বিতীয় দফায় তাঁদের নাম থাকলেও তাঁদের পরে তৃতীয় বা চতুর্থ তালিকায় নথিভুক্তরা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন। স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব সুকুমার ভট্টাচার্য জানান, ওই সব চাকরিপ্রার্থীর অনুমোদন আটকে আছে। তবে তার কারণ জানাতে পারেননি সুকুমারবাবু। বুধবার স্বাস্থ্য ভবনে তাঁর সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়ার কথা জানিয়েও আসেন ওই চাকরিপ্রার্থীরা।
|
ঠাকুরপুকুরের একটি স্কুল থেকে নথি ও টাকা চুরির অভিযোগ উঠল। মঙ্গলবার, দক্ষিণ বেহালা রোডের সত্যনারায়ণপল্লিতে। পুলিশ জানায়, বুধবার স্কুলে গিয়ে শিক্ষিকা ও কর্মীরা দেখেন, অফিসঘরের তালা ভাঙা। দরজা খোলা আরও দু’টি ঘরের। পাঁচটি আলমারি ও একটি ট্রাঙ্কের তালাও ভাঙা। স্কুল কর্তৃপক্ষের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ ও তিন হাজার টাকা চুরির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের অনুমান, স্কুলের ছাদের গ্রিলের তালা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে।
|
অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলেন গোয়েন্দা পুলিশের গুণ্ডাদমন শাখার অফিসারেরা। বুধবার, গিরিশ পার্ক এলাকার তারক প্রামাণিক রোড এবং বিধান সরণির মোড় থেকে। ধৃতদের নাম প্রদীপ সরকার এবং মিহির রায়। ধৃতদের থেকে একটি দেশি পিস্তল এবং কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ধৃতেরা বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। |