শহরে আজ শুরু ‘ইনফোকম ২০১১’। এ বার দশম বর্ষে পা রাখল তথ্যপ্রযুক্তি জগতের এই রাজসূয় যজ্ঞ। সম্মেলন চলবে ৮ থেকে ১১ ডিসেম্বর।
প্রতি বছরের মতো এ বারও বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ থিম। দশম ইনফোকমের বিষয় ‘ইনক্লুশন।’ অর্থাৎ তথ্যপ্রযুক্তির হাত ধরে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যাওয়া। শহর ও গ্রামাঞ্চলের ফারাক ঘোচাতে তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে তোলার পক্ষে সওয়াল করবে ইনফোকম। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, শিল্পমহলের সঙ্গে প্রথম বার মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জেলায় জেলায় তথ্য-প্রযুক্তি শিল্প আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এগোবে তাঁর সরকার।
সম্মেলনে যোগ দিচ্ছেন ১২০০ প্রতিনিধি। বক্তা ১০০ জন। এবিপি প্রাইভেট লিমিটেড-এর এমডি দীপঙ্কর দাস পুরকায়স্থ বলেন, ‘‘শুধু হাতে গোনা কয়েক জন নয়। দেশের আমজনতার জীবনধারায় পরিবর্তন আনতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করতে হবে। আর এ বার সেটাই ইনফোকমের মূল আলোচ্য বিষয়। এ ছাড়া, রাজ্যে লগ্নি টানতে সংশ্লিষ্ট শিল্পের নজরও ঘোরাতে চায় ইনফোকম।” পাশাপাশি প্রদর্শনী চলবে মিলনমেলা প্রাঙ্গণে। স্টল সংখ্যা ১৫০। আয়োজকদের দাবি, দিনে ৬০ হাজার মানুষ প্রদর্শনীতে পা রাখবেন। প্রতিবারের মতোই দেওয়া হবে ‘ফিউচার লিডারশিপ অ্যাওয়ার্ড’। বিশ্বের নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীরা যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনকে বাছা হয়েছে।
|
ভারত-সহ ১৯টি দেশে অনুদান কমাচ্ছে ইউরোপ |
আর্থিক সঙ্কট থেকে কিছুটা রেহাই পেতে এ বার ভারত, চিন, ব্রাজিলের মতো ১৯টি রাষ্ট্রে অনুদান ছাঁটাই করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তালিকায় আছে নতুন শিল্পোন্নত দেশগুলি। ২০১৪ সাল থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। ইউরোপীয় কমিশন তা জানিয়ে বলেছে, মূলত দু’টি কারণেই তাদের এই সিদ্ধান্ত:
• দীর্ঘ মেয়াদে এই ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমিয়ে খরচে রাশ টানা
• দরিদ্রতম রাষ্ট্রকেই তালিকায় রাখা
২০১৪ থেকে ২০২০ সালের জন্য এই নীতি জানাল ইইউ। সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত, নতুন শিল্পোন্নত দেশগুলিকে অর্থ জুগিয়ে নিজেদের প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চায় না ইইউ। প্রসঙ্গত, ২৭ রাষ্ট্রের ইইউ বিশ্বে সবচেয়ে বেশি (মোট অনুদানের ৫০%) অনুদান দিয়ে থাকে। বছরে এই অঙ্ক ৭২০০ কোটি।
|
কেয়ার্ন ইন্ডিয়ার শেয়ার |
প্রায় ৯৩৬ কোটি টাকায় কেয়ার্ন ইন্ডিয়ার ১.৫% শেয়ার হাতে নিল বেদান্ত গোষ্ঠীর শাখা সংস্থা সেসা গোয়া। গড়ে প্রতিটি ৩২৫ টাকা দরে ২৪৩,০৭,২৪১টি শেয়ার কিনেছে সেসা গোয়া। ৪৫ লক্ষ কিনেছে সেসা রিসোর্সেস। ফলে কেয়ার্ন ইন্ডিয়ায় সেসা গোয়ার অংশীদারি হল ২০% ও বেদান্ত গোষ্ঠীর ৩০%।
|
১২ই পর্যন্ত খাদ্য উৎসব আয়োজন করল যাদবপুরের রেস্তোরাঁ রেড চপস্টিক্স। থাকবে চিনা, ইতালীয় ইত্যাদি খাবার।
|
• সুনীল দত্ত ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশনের ভারতীয় কাজকর্মের এমডি হলেন। তিনি এইচপি, স্যামসাং, নোকিয়া, উইপ্রো ও ওয়ার্লপুলে উচ্চপদে ছিলেন।
• সুনীল মিত্র ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের নয়া চেয়ারম্যান হয়েছেন। |