টুকরো খবর
শ্বাসরোধ করে শিশুকন্যাকে খুন রতুয়ায়
পাঁচ বছরের শিশু কন্যাকে তাঁর স্ত্রী শ্বাসরোধ করে খুন করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। ময়না তদন্তের দাবিও জানান তিনি। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার রামচন্দ্রপুরে। পুলিশ জানায়, এক সপ্তাহ আগে বাড়িতেই আয়েষা খাতুন (৫) নামে ওই শিশুর মৃত্যু হয়। স্বামী, শ্বশুর, শাশুড়ির অবর্তমানে বাড়িতে শিশুটিকে শ্বাসরোধ করে তাঁর স্ত্রী খুন করেন বলে আসরাফুল হকের অভিযোগ। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, আসরাফুল হক ও জরিনা বিবির একমাত্র সন্তান আয়েষা। ২৮ নভেম্বর দুপুরে বাড়ির পাশেই খেলা করছিল আয়েষা। জরিনা বিবি তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে তখন কেউই ছিলেন না। কিছুক্ষণ বাদেই জরিনা বিবি হঠাৎ মেয়ে মরে গেল বলে চিৎকার শুরু করেন। ওই দিনই সন্ধ্যায় দেহটি কবর দেওয়া হয়। আসরাফুল হকের অভিযোগ, তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। শিশু কন্যা মায়ের গতিবিধি সম্পর্কে পরিবারের লোকেদের জানিয়ে দিত বলেই খুন করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওই শিশুর দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হবে।

উত্তেজনা
রাস্তা দখল করা দোকান উচ্ছেদের জেরে উত্তেজনা ছড়াল বালুরঘাটে। সোমবার শহরের ৭ নম্বর ওয়ার্ডের সবজি বাজারে। পুলিশের সাহায্যে নিয়ে পুর কর্তৃপক্ষ দখলদার সবজি বিক্রেতাদের অস্থায়ী দোকান ও মালপত্র বাজেয়াপ্ত করে গাড়িতে তুলতে গেলে একাংশ বিক্রেতার তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয়। পুলিশের লাঠির ঘায়ে এক বিক্রেতা জখম হলে উত্তেজনা বেড়ে যায়। বিক্ষোভের মুখে পড়ে পুর কর্তৃপক্ষকে পিছু হটতে হয়। পুরসভা থেকে বাজেয়াপ্ত করা সবজি ও আনাজপাতি গাড়ি থেকে নামিয়ে একাংশ ব্যবসায়ীর বিক্ষোভ দেখান। কংগ্রেস নেতৃত্ব বেআইনি দখলদার বিক্রেতাদের পাশে দাঁড়ালে উত্তেজনা কমে। পুরসভার চেয়ারপার্সন সুচেতা বিশ্বাস বলেন, “মাইকে বলে গত সপ্তাহে রাস্তা দখল করে থাকা সবজি বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। ফের রাস্তা দখল করে তারা ব্যবসা করায় চলাচল অসম্ভব হয়ে পড়ে।”

শ্মশানে শিশু
শ্মশান থেকে ১৫ দিনের এক শিশু কন্যা উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে গাজলের ২১ মাইল এলাকায় ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীরা ওই ১৫ দিনের শিশুকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। কে ওই শিশুকে শ্মশানে ফেলেছে তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ ২১ মাইল গ্রামের শেখর রায় শ্মশানে শৌচাগারে যান। সেই সময়ে তিনি কান্না শুনতে পান।

সরব বিড়ি শ্রমিকেরা
সরকারি মজুরির দাবিতে সরব হলেন বিড়ি শ্রমিকেরা। সোমবার এআইটিইউসি অনুমোদিত দক্ষিণ দিনাজপুর বিড়ি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে শতাধিক বিড়ি শ্রমিক বালুরঘাটে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান।

আলিপুরদুয়ারে মাঠের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
খেলাধুলোর জন্য আলাদা মাঠের দাবি লিখিত জানালে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আলিপুরদুয়ারের অর্ধসমাপ্ত ইন্ডোর স্টেডিয়াম দ্রুত শেষ করার মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক যে আর্জি জানিয়েছেন তাও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মদনবাবু। ক্রীড়ামন্ত্রী বলেন, “৩৪ বছরে রাজ্যের উন্নয়নে কিছুই হয়নি। খেলোয়াড় থেকে ক্রীড়া পরিকাঠামো সবই অবহেলিত ছিল। রাজ্যে ক্ষমতায় এসে ধীরে ধীরে সব কিছু ঠিক করার চেষ্টা করছি।” আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “আগামী দিনে ভাল খেলোয়াড় তৈরির উপযুক্ত পরিকাঠামো গড়া হবে।”

ক্ষুব্ধ বেতনহীনেরা
গত দু’মাস বেতন না পেয়ে আন্দোলনের হুমকি দিলেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্র দফতরের অধীন ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিলের কর্মী-আধিকারিকেরা। সোমবার রায়গঞ্জের বোগ্রাম এলাকায় মিল চত্বরে ডানবাম ৬ কর্মী সংগঠন যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.