টুকরো খবর
শিক্ষিকাকে চড় পঞ্চায়েত প্রধানের
স্থায়ী চাকরির দাবি করায় অকালি দলের পঞ্চায়েত প্রধানের হাতে চড় খেলেন এক শিক্ষিকা। রবিবার পঞ্জাবের মুক্তসর জেলার দউলা গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের এক জনসভায় এ দিন অকালি দলের সাংসদ তথা পঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখবির সিংহ বাদলের স্ত্রী হারসিমরাত কৌর বাদল উপস্থিত ছিলেন। সেই জনসভায় ‘এডুকেশন গ্যারান্টি স্কীম’ (ইজিএস)-এর অন্তর্ভুক্ত এক দল শিক্ষক-শিক্ষিকা হারসিমরাতের সঙ্গে দেখা করে স্থায়ী চাকরির দাবিতে তাঁকে দরখাস্ত দিতে চান। কিন্তু অকালি দলের সদস্যরা ওই সভায় ঢুকতে বাধা দিলে সভার বাইরে চিৎকার করে স্লোগান দিতে থাকেন তাঁরা। এর আগে গত পাঁচ দিন ধরে এজিএস-এর তরফে ওই দাবিতে রাজ্যের নানা জায়গায় বিক্ষোভ চলছিল। ইজিএস-এর প্রধান প্রীতপাল সিংহ অভিযোগ করেন, স্লোগান চলাকালীন হঠাৎই বারীন্দ্র কৌর নামে এক শিক্ষিকার চুলের মুঠি ধরে মারতে শুরু করেন দউলার পঞ্চায়েত প্রধান বলবিন্দর সিংহ। প্রীতপালের কথার সমর্থন জানানোর পাশাপাশি বারীন্দ্রর আরও অভিযোগ, ওই ঘটনার প্রতিবাদ করায় পুলিশ ইজিএস-এর জালন্ধর শাখার প্রধান জার্নেল সিংহকে তুলে নিয়ে যায়। যাতে প্রতিবাদ না করতে পারে তাই বাকি শিক্ষক-শিক্ষিকাদের একটি ঘরে বন্ধ করে দেয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা বলবিন্দরকে গ্রেফতার করারও দাবি জানিয়েছেন। হারসিমরাত এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দিয়েছেন। কংগ্রেসের তরফে বলবিন্দরের পদত্যাগ দাবি করা হয়েছে। এর আগেও অকালি দলের এক মন্ত্রী সিকন্দর সিংহ মালুকার বিরুদ্ধে উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের সামনে এক শিক্ষিকাকে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল।

বাঁধের হাল দেখবে সুপ্রিম কোর্টের দল
মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে তামিলনাড়ু-কেরলের বিবাদ থামাতে এ বার সুপ্রিম কোর্টের তরফে পাঠানো হচ্ছে একটি তদন্তকারী দল। এ মাসের শেষের দিকে ২ সদস্যের ওই দলটি গিয়ে বাঁধের অবস্থা খতিয়ে দেখবে। ইতিমধ্যে, বাঁধ নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে আজ অভিযোগ জানালেন এমডিএমকে প্রধান ভাইকো। তাঁর কথায়, কেরলের মানুষের মধ্যে অযথাই আতঙ্ক তৈরি করছে উমেন চান্ডি সরকার। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর কাছে ১১৬ বছরের পুরনো বাঁধের জায়গায় নতুন একটি বাঁধ তৈরির প্রস্তাব দেন চান্ডি। ভাইকো এ দিন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান, সেই প্রস্তাব যেন কিছুতেই মেনে না নেয় কেন্দ্র। তাঁর দাবি, বাঁধ নিয়ে কেরলে রাজনৈতিক নেতারা ভয়ঙ্কর খেলা খেলছে। পুরোটাই তাঁদের অসৎ উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন ভাইকো। তাতে বলা হয়েছে, বাঁধের জলস্তর ১৩৬ ফুট থেকে ১৪২ ফুট পর্যন্ত বাড়ানোর নির্দেশ সুপ্রিম কোর্টই তামিলনাড়ু সরকারকে দিয়েছে। নতুন বাঁধ তৈরির দাবিতে আজ অনশনে বসেছেন কেরলের দুই মন্ত্রী। মুল্লাপেরিয়ারেই অনশন করছেন অর্থমন্ত্রী কে এম মানি। একই দিনে, নয়াদিল্লিতে অনশনে বসেছেন জলসম্পদ মন্ত্রী পি জে জোসেফ। এ দিকে, বাঁধের নিরাপত্তায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা গত কাল প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) চেয়ে পাঠালেও এখন এ বিষয়ে মুখ খোলেননি মনমোহন সিংহ।

শিলচরে চিকিৎসক অপহৃত
রাতে বাড়ি ফেরার পথে অপহৃত হলেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তথা শিক্ষক বিদ্যুৎ নাথ (৩৭)। ওই চিকিৎসকের গাড়ি অনুসরণ করে দুষ্কৃতীরা হাইলাকান্দি জেলার নারায়ণপুর গ্রামের কাছে তাঁর পথ আটকায়। তারপর নিজেদের গাড়িতে তুলে চম্পট দেয় তারা। বিদ্যুৎবাবু হাসপাতালের শিশুরোগ বিভাগের সহকারী শিক্ষক। পুলিশ জানায়, কাল রাতে, হাইলাকান্দির বোনের বাড়ি থেকে নিজের গাড়িতে, শিলচরে নিজের বাড়ি ফিরছিলেন ওই চিকিৎসক। সশস্ত্র দুষ্কৃতীরা নেমে বিদ্যুৎবাবুকে টেনে নামিয়ে নিজেদের গাড়িতে তোলার সময় চিৎকার করে ওঠেন বিদ্যুৎবাবুর গাড়ির চালক কুলবাহাদুর ছেত্রী। ওই চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসার আগেই বিদ্যুৎবাবুকে নিয়ে একটি অল্টো গাড়িতে। চম্পট দেয় অপহরণকাণ্ডে জড়িত সন্দেহে মইনুল হক নামে এক ব্যক্তিকে ধরে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেন। ঘটনার তদন্তে নেমেছে হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জের পুলিশ। এখনও পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ। তবে, বিদ্যুৎবাবুকে উদ্ধার করা যায়নি। প্রায়ই হাইলাকান্দিতে শিশুদের চিকিৎসার জন্য যেতেন তিনি। পুলিশের সন্দেহ, বেশ কিছুদিন নজর রাখার পরেই, অপহরণের ছক কষা হয়। ডিআইজি বিনোদ কুমার বলেন, “এখন পর্যন্ত বিদ্যুৎবাবুর অবস্থান সম্পর্কে সঠিক খবর জানা যায়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। মুক্তিপণ চেয়ে বিদ্যুৎবাবুর পরিবারের কাছে কোনও ফোন আসেনি।”

আলফা-পুলিশ গুলির লড়াই
আলফার রাজখোয়াপন্থীরা শান্তি আলোচনায় যতই আগ্রহ দেখান পরেশ বরুয়ার অনুগামী গোষ্ঠী কিন্তু অস্ত্র সংবরণে নারাজ। গত কালও উজানি অসমে পুলিশের সঙ্গে পরেশপন্থী আলফা জঙ্গিদের গুলির লড়াই চলে। পুলিশ জানায়, তিনসুকিয়ার বরদুমসা এলাকায় বজ্রনাথ নেওগের বাড়িতে একদল জঙ্গি ঘাঁটি গেড়েছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে হানা দেয়। জওয়ানদের দেখেই আলফা জঙ্গিরা গুলি চালাতে থাকে। দু’ তরফে প্রায় আধ ঘণ্টা গুলির লড়াইয়ের পরে জঙ্গিরা পালিয়ে যায়। জঙ্গিদের সন্ধানে আশপাশের এলাকায় তল্লাশি চলছে।

বুদ্ধের নামে বিমানবন্দর
গয়ার আর্ন্তজাতিক বিমান বন্দরের নতুন নামকরণ হচ্ছে গৌতম বুদ্ধের নামে। বুদ্ধদেবের স্মৃতিজড়িত এই ধর্মস্থানে আসেন দেশ-বিদেশ থেকে বহু ভক্ত ও পর্যটক। তাই গয়া বিমানবন্দর নামটি বদলে রাখা হল ‘ভগবান বুদ্ধ আর্ন্তজাতিক বিমানবন্দর’। বিহার বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই মর্মে আজ প্রস্তাব গৃহীত হয়। বিধানসভা সূত্রে বলা হয়েছে, আগে থেকেই এই ব্যাপারে ভাবনা-চিন্তা চলছিল। তাই শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ দিন এই প্রস্তাব পেশ করেন। বিধানসভার স্পিকার উদয়নারায়ণ চৌধুরী এই প্রস্তাব ভোটাভুটি জন্য পেশ করলে সর্বসম্মতিক্রমে ধ্বনি ভোটে গৃহীত হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “এই বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানের গড়ে তোলা হবে। কারণ এই বিমানবন্দর দিয়ে দেশ-বিদেশের বহু ভক্ত বুদ্ধের এই ধর্মস্থানে আসেন।”

১ সপ্তাহ চাইল লোকপাল কমিটি
রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় চাইল লোকপাল বিল সংক্রান্ত স্থায়ী কমিটি। আগামী ৭ ডিসেম্বর অভিষেক মনু সিঙ্ঘভির নেতৃত্বে গঠিত এই কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। লোকপালের খসড়ায় নিচু তলার আমলাদের ও বিচারবিভাগকে না রাখার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন অণ্ণা। তার পরেই লোকপাল নিয়ে তাঁর আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে কর্মসূচি নিয়েছেন তিনি। আগামী ১১ ডিসেম্বর নয়াদিল্লিতে অণ্ণার ধর্নায় বসার কথা।

ফের বাবা আমির
মা হলেন কিরণ রাও। সন্তান ধারণে কিছু জটিলতা থাকায় বলিউড অভিনেতা আমির খান এবং তাঁর স্ত্রী কিরণ রাও ধাত্রী মায়ের সাহায্য নিয়েছিলেন। আজ সকালে একটি ছেলে হয় তাঁদের। উচ্ছ্বসিত আমির-কিরণ সাংবাদিকদের জানিয়েছেন, অনেক অপেক্ষার পর তাঁদের জীবনে সন্তান এসেছে। সন্তানের জন্য সবার শুভ প্রার্থনা কামনা করছেন তাঁরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.